নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি কবিতা, গান ,ছোট গল্প , ও উপন্যাস লিখে থাকি। আমার লেখা একটি কবিতার বই (পুষ্প কলি )ও একটি ছোট গল্পের বই (ভালবাসার নানা রুপ)প্রকাশিত হয়েছে ।

রাকিবুল ইসলাম রুবেল

সত্য ও সুন্দরের পথে

রাকিবুল ইসলাম রুবেল › বিস্তারিত পোস্টঃ

জ্ঞান

০৩ রা জুন, ২০১৫ সকাল ৯:০৬

জ্ঞান আহরণ করো মন ,সদা সর্বক্ষণ ,
নিশিদিন জ্ঞানের জ্ঞানের রাজ্যে করো ভ্রমন।
জন্ম থেকে মৃত্যু অবধি জ্ঞান করো অর্জন ,
হৃদয় রাজ্যে সৃষ্টি করো জ্ঞানের অসংখ্য ভুবন।

পৃথিবী তোমার সামনে জ্ঞানের বিসাল ভাণ্ডার ,
দৃষ্টি ফিরিয়ে দেখ প্রতিটি সৃষ্টি কত সুন্দর।
শেখার আছে অনেক কিছু ,দৃষ্টি নন্দন সৃষ্টির মাঝে,
জ্ঞান আহরণ কর মন সকাল সন্ধ্যা সাজে।

ভুলকের সকল জ্ঞান পুস্থকের ভিতরে,
জ্ঞান আহরণ কর মন সারা জীবন ধরে,
প্রতিটি বই জ্ঞানের এক একটি ভুবন,
দৃষ্টি ফিরিয়ে মিষ্টি কণ্ঠে পুস্তক পড় মন।
যতই পরিবে ,ততই শিখিবে, ততই বারিবে জ্ঞান,
হৃদয় মাঝে সতেজ হইবে তবে প্রাণ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.