নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তর্কে জড়িয়ে আপনাকে আমার লেভেলে নামিয়ে আনবেন না প্লিজ। আমি জানি, আপনি একজন সম্মানিত ব্যক্তি।

রাসেদুল হায়দার

স্রোতের বিপরীতে আমি আর নেই

রাসেদুল হায়দার › বিস্তারিত পোস্টঃ

এক পাগলের কাহিনী

২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ৭:৫৪

টিনেজ বয়সেই দেশে ছেড়েছি। প্রায় চার বছর দেশে যাওয়া হয় না। অবশ্য এ নিয়ে আমার মন খারাপ হয় না। যাস্ট লাইক, এইতো সেদিন।

তো, বাংলাদেশে থাকতে আমি যেটা নিয়ে খুব কনফিউজড থাকতাম, সেটা হল, আকাশ কি আসলে নীল নাকি সাদা। সেই পিচ্চিকাল থেকে সাদাইতো দেখতেছি অথচ বইগুলোতে পড়ে আসতেছি নীল। কি অদ্ভূত। কনফিউজড ছিলাম।

এরমধ্যে রাজ্জাক আঙ্কেলের গান, নীল আকাশের নীচে আমি পথ চলেছি.।.।.।.।.।.।.।.।.।।
আরো কনফিউজড করে দিল।

আমার আন্টিকে জিজ্ঞাসা করলাম, আকাশ কি নীল নাকি??
আন্টি : হ্যাঁ, তুই চোখে দেখস না।
আমি আন্টির ধ্মকানোর সুরে নীল শুনে, হ্যা, নীল নীল।
আর বন্ধুদের কাউকে জিজ্ঞাসা করিনি, তারাও কি নীল দেখে নাকি আমার মত সাদা।
যেহেতু রাজ্জাক চাচা, বই, আর আমার নিজের চাচী সব নীল দেখে, নীলই হবে।

আর বন্ধুদের জিজ্ঞাসা করে নিজের চোখের সমস্যার কথা প্রকট করার কোন মানেই হয় না।

যাই হোক, আমি এখন নীল আকাশ দেখতে পাই।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:০৪

সাদা মনের মানুষ বলেছেন: চোখের চিকিৎসাটা তাহলে ভালোভাবেই সম্পন্ন হল :D

২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:১৪

রাসেদুল হায়দার বলেছেন: জী, ভাইয়া। বাংলাদেশে গেলে আবার সমস্যা দেখা দিতে পারে।

২| ২৭ শে নভেম্বর, ২০১৬ সকাল ৮:২৭

চাঁদগাজী বলেছেন:


আকাশ দেখার সময় সিগারেটের ধুয়া ছাড়বেন না।

২৭ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:২৬

রাসেদুল হায়দার বলেছেন: আপনি কত্ত ভাল! আমার স্বাস্থ্যের প্রতি কত্ত সচেতন আপনি। আপনার জন্য ২ প্যাকেট সিগারেট।

৩| ২৭ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৩

আনিসা নাসরীন বলেছেন: সাদা নীলের মিশ্রিত আকাশ।

২৮ শে নভেম্বর, ২০১৬ ভোর ৬:৩৩

রাসেদুল হায়দার বলেছেন: জী, আপু। অনেক ক্ষেত্রে কিছুটা মিশ্রননের মত মনে হয়, তবে বেশির ভাগ অংশই সাদা। আরো গভীরে গেলে ধূলাবালি সব, আরো গভীরে, সবই মরীচীকা। আকাশ বলে কিছু নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.