নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তর্কে জড়িয়ে আপনাকে আমার লেভেলে নামিয়ে আনবেন না প্লিজ। আমি জানি, আপনি একজন সম্মানিত ব্যক্তি।

রাসেদুল হায়দার

স্রোতের বিপরীতে আমি আর নেই

রাসেদুল হায়দার › বিস্তারিত পোস্টঃ

জয় বাংলা, মূখ্যমন্ত্রী সামলা

২৪ শে মার্চ, ২০১৭ রাত ১০:৫০

যারা বলে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, তারা আসলেই ভুল বলে। স্বাধীন পূর্ব বাংলার মুখ্য মন্ত্রী শেখ হাসিনা।

আমি জানি অনেকে ঘাস খায়। এবং তারা টিনের চশমা চোখে দিয়ে অনেক উত্তেজিত হয়ে পড়তে পারে।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৭ রাত ১১:০৫

মোহাম্মদ সোহেল আহমেদ বলেছেন: কিরে ভাই রাজনীতি করেন নাকি?

২৪ শে মার্চ, ২০১৭ রাত ১১:১০

রাসেদুল হায়দার বলেছেন: না ভাই, রাজনীতি তো রাজাদের কাজ-কারবার, আমরা তো সব প্রজা।

২| ২৪ শে মার্চ, ২০১৭ রাত ১১:১৩

রাসেদুল হায়দার বলেছেন: বলতে ভুলে গেছি ভাই, কালী মায়ের আশীর্বাদে আমরা এখান স্বাধীন ভারতের প্রজা।

৩| ২৪ শে মার্চ, ২০১৭ রাত ১১:২১

দ্যা ফয়েজ ভাই বলেছেন: ভাই,ব্যাপারটাএমন হয়ে গেলো না যে,
আসলেন,বললেন,চলে গেলেন?
অদ্ভুত,কিছু প্রমাণ সহ বক্তব্য তো অন্তত রাখবেন আপনার মতের পক্ষে।

২৪ শে মার্চ, ২০১৭ রাত ১১:৫৮

রাসেদুল হায়দার বলেছেন: যারা বোঝার, তাদের জন্য এইটুকুই যথেষ্ট। আর যারা দ্বিমত করার যুক্তি আর প্রমান কোন কাজেই আসবে তাদের জন্য। গালি শুনলেও, অল্প শুনতে চাই। বেশি গালি শোনার কোন ইচ্ছে নেই।

৪| ২৪ শে মার্চ, ২০১৭ রাত ১১:২১

মিঃ আতিক বলেছেন: দ্বিমত করার কোন উপায় দেখছিনা, আসলেই কি হচ্ছে এসব?

২৪ শে মার্চ, ২০১৭ রাত ১১:৪৪

রাসেদুল হায়দার বলেছেন: জী, ভাই । আমিও জানি না, আসলেই কি হচ্ছে এসব। তবে এইটুকু বুঝতে পারছি, আমরা সত্যিকার অর্থেই ভারতের অধীন হয়ে যাচ্ছি। জাতি সম্ভবত এই স্বাধীনতাই চেয়েছিল।

৫| ২৪ শে মার্চ, ২০১৭ রাত ১১:৩০

সিফটিপিন বলেছেন: আলোচিত হওয়ার ভাল পন্থা।

২৪ শে মার্চ, ২০১৭ রাত ১১:৪৮

রাসেদুল হায়দার বলেছেন: জী, সিফটিপিন আপা। আপনি অনেক ইন্টিলিজেন্ট, তাই বুঝতে পেরেছেন।

৬| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ১২:৫৯

বর্ষন হোমস বলেছেন:
খারাপ বলেননি।তবে আরেকটু ডিটেইলস এ বললে অনেকের জন্যই বুঝতে সুবিধা হবে।

২৫ শে মার্চ, ২০১৭ রাত ১:১৩

রাসেদুল হায়দার বলেছেন: অনেকের সুবিধা অসুবিধার কথা চিন্তা করিনি। নিজের বিরক্তি থেকেই পোষ্ট করেছিলাম। নেক্সট টাইম কোন কিছু পোষ্ট করলে অবশ্যই ডিটেইলস সহ পোষ্ট করব। পরামর্শের জন্য ধন্যবাদ আপনাকে।

৭| ২৫ শে মার্চ, ২০১৭ সকাল ৯:১১

ইবাদ্ত বলেছেন: থামলে ভাল লাগে.....হাহাহাহাহাহাহাহাহাহহাহাহাহাহহাহাহ....এত সত্য বলার সাহস পান কিভাবে........

২৬ শে মার্চ, ২০১৭ রাত ১২:০৩

রাসেদুল হায়দার বলেছেন: হাহাহাহা........ভাই, সাহসে আমার হাঁটু কাঁপে, তাই এখানে লিখি। সাহস মনে করিয়া ভুল করার কোন কারন নেই। আর তাছাড়া দেশের বাইরে থাকলে, সবারই একটু আধটু সাহস থাকে।

৮| ২৫ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৬

অরিন্দম চক্রবত্রী বলেছেন: narendra modi hundu der i pochondo kore,ekta muslim rajyo west bengal thakte arekta nebe na...bhoy nei..

২৬ শে মার্চ, ২০১৭ রাত ১২:৩৫

রাসেদুল হায়দার বলেছেন: জি ভাই, আরিন্দম চক্রবর্তী। নরেন্দ্র মোদী হিন্দুদেরই পছন্দ করে আর মুসলিমদের মেরে ফেলে, এই যেমন গুজরাট। নরেন্দ্র মোদীকে ভয় পাওয়ার কিছু নাই, ভয় হচ্ছে দেশের ভিতরে তার দালালরা যখন ক্ষমতায় থাকে। গুজরাটেও মুসলিম মেরেছে, আর আমাদের এখানে বাংলাদেশটাকেই মেরে দিচ্ছে, শুধু মারার প্রক্রিয়াটা ভিন্ন।

৯| ২৫ শে মার্চ, ২০১৭ রাত ১০:৪১

টারজান০০০০৭ বলেছেন: ম্যাৎকার মনে হইতাছে !

@অরিন্দম চক্রবত্রী ! পাকিস্তানের উদাহরণ তো আছেই। নরাধম মোদির সেই সাহস হইবো না।

২৬ শে মার্চ, ২০১৭ রাত ১২:৩৭

রাসেদুল হায়দার বলেছেন: টারজান ভাই, পাকিস্তানের উদাহরন দিয়ে বাংলাদেশকে তুলনা করা বোকামী নয় কি!! পাকিস্তানে পাকিস্তানিরাই ক্ষমতায় থাকে। আর বাংলাদেশে দিল সে হিন্দুস্থানী ক্ষমতায় বসে আছে।

১০| ০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৩

অরিন্দম চক্রবত্রী বলেছেন: Narendra modi Hindu der pochondo korlei vote pabe,amra ar muslimder vote bank politics khelte debo na...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.