নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন মানুষ-মানুষের কল্যাণে কাজ করি,মানুষের কথা বলি।।

শিবলী আখঞ্জী

শিবলী আখঞ্জী › বিস্তারিত পোস্টঃ

মন নয় মগজ নয় শুধু দেহ অর্থাৎ শুধু শরীর দিয়েই ভালবাসার অপব্যবহার চলতে থাকে!দেহ ব্যবহৃত হতে থাকে হৃদয়ের কাজে!

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৩

ভালবাসার মানে কী ?হৃদয়ের লেনাদেনা ?একতরফা বিনিময় প্রথা ?ক্রাশ খাওনের পর যাচাই না করেই হৃদয়ের দরজা খুলে দেওয়ার চর্চা ? না কি ভালবাসার ভিখারী বানিয়ে আলগা বাতাসে গা এলিয়ে দেওয়া ?ভালবাসার মানুষের সাথে মিথ্যে অভিনয় আর তামাসায় মশগুল থাকা ?ভালবাসা দিয়ে ভালবাসার শ্রেষ্ঠত্ব প্রদর্শন ? না কি ভালবেসে ভালবাসার সাথে একাকার হয়ে যাওয়া ?
আর ভালবাসাহীনতার মানেই বা কি ?অন্ধ ভালবাসার চোখে অস্ত্রোপচার ? ভালবাসা নয় ভালবাসার মত দেখতে যে জিনিসটা সেই জিনিসের প্রদর্শনী ?ভালবেসে ভালবাসার উপর রাজত্ব কায়েম করা ? শাসন ত্রাসন ইগো অক্ষমা ঘৃণা প্রতারণা ?জীবনটা আরো রঙিন করে তুলতে নৈতিক স্খলন ঘটিয়ে মৌজ ফুর্তির অন্ধকারে চিরদিনের জন্য নিমজ্জিত থাকা ?
যা-ই বোঝাক না কেন,ভালবাসার নামেই চলে এই সকলকিছু ।
ভালবাসা চিরন্তন ।স্বর্গ হতে আগত ।অথচ এই ভালবাসা বলতে যা বোঝায়,তাতে প্রেম বা ভালবাসা একমাত্র শরীর ছাড়া মন ও মগজ থেকে পৃথক হতে থাকে ।ভালবেসে ভালবাসাকে সংসারের চাবির মত আঁচলে বেঁধে রাখার চর্চাই যে ভালবাসা,তা শুন্যে মিলাতে থাকে ।অধঃপতিত কৃতকর্ম নৈতিক চারিত্রিক স্খলন ও ভালবাসার বিপরীতে যা কিছু,যেমন মমতায় হীনতা বিশ্বাসহীনতা রিরংসাবৃত্তি চরিতার্থ করণ এসবকিছুই এখন ভালবাসার নামে চালিত হতে থাকে ।ভালবাসাহীনতাই ভালবাসার সমার্থক হতে থাকে !মন নয় মগজ নয় শুধু দেহ অর্থাৎ শুধু শরীর দিয়েই ভালবাসার অপব্যবহার চলতে থাকে ।দেহ ব্যবহৃত হতে থাকে হৃদয়ের কাজে !এতে জিমন্যাস্টিকস বা কসরত দৃষ্টিগোচর হয় কারো কারো কাছে !
আপাতত এটাই এই সমাজের প্রেম ভালবাসা,এক ধরনের সামাজিক প্রথা আর অনেকটাই স্বাভাবিক রীতিনীতি হিসেবে জনবোধ্য অবোধ্য হয়ে ধরা নাড়া (পীড়া) দেয় নাড়া দেয়া ও পীড়া দেয়া সম অর্থ নিয়ে প্রতিভাত হতে থাকে !
কেন জানি মনে হয় এই সমাজে প্রেমভালবাসা এমনকি সংসারটাও যেন একধরণের খেলা !গাছের মগডাল থেকে পানিতে ঝাপ দিয়ে ডাঙ্গুলি খেলা !এমনকি গ্রামীণ শিশুদের বালুদিয়ে ঘর বানানো সংসার সংসার খেলার চেয়েও মিছে খেলা !
যে খেলায় জিতলে সমর্থকদের নাড়া দিয়ে যায় ! হারলে পীড়া দেয় বটেক !
স্বর্গীয় এই কৈইতরি খেলায় উত্থান অধঃপতন ভালবাসারই সমার্থক !

০২০২২০১৯

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন:
হুম
ভালবাসার হয়েছে অধ:পতন
প্রেম হারিয়েছে কামের স্রোতে
লোভ মোহের আঁচলে ছলনা
অভিনয় আর মিথ্যে কাম চর্চায় হাতিয়ার ভালবাসা নাম।


+++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৭

শিবলী আখঞ্জী বলেছেন: গুণী মানুষের মন্তব্য লেখালেখির আগ্রহ তৈরি করতে খুবই সহায়ক অকৃত্রিম ভালবাসা রইল

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩০

সামিউল ইসলাম বাবু বলেছেন:



বিদ্রোহী ভৃগু বলেছেন:
হুম
ভালবাসার হয়েছে অধ:পতন
প্রেম হারিয়েছে কামের স্রোতে
লোভ মোহের আঁচলে ছলনা
অভিনয় আর মিথ্যে কাম চর্চায় হাতিয়ার ভালবাসা নাম।


+++

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: পড়লাম আপনার কথা। তর্ক করলাম না।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৪

শিবলী আখঞ্জী বলেছেন: আমার প্রিয় এবং শ্রদ্ধেয়ভাজন লেখকদের মধ্যে আপনিও (জনাব রাজীব নূর সাহেব)একজন,আপনার সাথে তর্ক করার দুঃসাহস আমার নেই।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৩

চাঁদগাজী বলেছেন:


শরীর আছে বলে, হৃদয়ে ভালোবাসা আসে; ভালোবাসাটা একটা অতুলনীয় অনুভুতি।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: পড়লাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.