নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

......পরিচয়টা অপ্রকাশ্যই থাক.......

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ

......... ”ক্ষুদ্র করো না হে প্রভু আমার হৃদয়ের পরিসর, যেন সম ঠাঁই পায় শত্রু-মিত্র-পর .........

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

আমার আজকের "রোজ নামচা" ।

২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৯

সাধারণত, রোজ নামচা মানুষ ডায়েরীতে লেখে , কিন্তু আমি ব্লগে লিখছি কেন ? আমারও তো ডায়েরী আছে । কারণ হল দুটি , প্রথমত, ডিজিটাল যুগের বাতাস আমার শরীরেও কিছু লেগেছে , ডিজিটালের পাল্লায় পরে সবারই আজ প্রায় একই অবস্থা । দ্বিতীয়ত, অলসতার সাথে পরাজয় লাভ করেছি । এসব কথা থাক , রোজ নামচায় আসা যাক । আজ ঘুম থেকে উঠলাম ভোর ৪টা দশ মিনিটে , প্রতিদিন ৫টায় উঠি , আজ আশুরার রোজা রাখব বলে এক ঘন্টা আগে উঠেছি । আমাদের পরিবারে আমরা ছজন সদস্য , আব্বু-আম্মু আর আমরা চার ভাই, কিন্তু রোজা রাখলাম শুধু আমি আর আম্মু , কারণ কি জানেন? আমাদের সৌভাগ্য তাই আমরা রোজা রাখতে পেরেছি , আর বাকি চারজনের দুঃর্ভাগ্য তাই তারা রোজা রাখতে পারেনি । এবার প্রশ্ন হতে পারে আমাদের সৌভাগ্য আর তাদের দুঃর্ভাগ্য কিভাবে? উত্তর হল , রমজান মাসের রোজার পর সর্বত্তম রোজা হচ্ছে আশুরার রোজা , আর আশুরার রোজা রাখার দ্বারা বিগত এক বছড়ের পাপ মোচন হয় । এ মহত্ব ফযিলত সম্পর্কে হয়তো তাদের ধারণা নেই বিধায় তারা রোজা রাখেনি, তাই তাদের দুঃর্ভাগ্য । আর আমাদের ধারণা আছে আর ধারণা থাকার ফলে আমরা রোজা রেখেছি , তাই আমাদের সৌভাগ্য ।
আজ রোজ নামচার এখানেই ইতি টানতে চাই, কারণ ডিজিটাল পদ্ধতিতে রোজ নামচা লেখার মধ্যেও আমি অলসতা আবিষ্কার করতে পারছি ।
ভালো থাকবেন সবাই খোদা হাফেয ।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১৮

ইসলামের ইলম বলেছেন: যদি আপনি নারাজ না হন তবে ছোট এটি পরামর্শ দিতে চাই, তা হল
কথার শেষে খোদা হাফিয ব্যবহার না করে আল্লাহ হাফিয বলতে পারেন। কারন খোদা শব্দ ফার্সী শব্দ। এ নামে আল্লাহর কোন নাম নেই বা খাস করে আল্লাহকে বুঝানো হয়না।
আর সবচেয়ে ভাল হয় যদি আপনি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাত অনুসরন করে বলেন
"ফি আমানিল্লাহি"
জাযাকাল্লাহু খাইরা।
ওমা তৌফিক ইল্লা বিল্লা।

০৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৬

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: জাযাকাল্লাহু খাইর, ভাই আপনার এফবি আইডি আছে ?

২| ০৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৩০

ইসলামের ইলম বলেছেন: ইয়্যাকা।
জি।
আপনি নীচের আইডি তে গেলে আমাকে পাবেন। ইনশাআল্লাহ।
[email protected]

৩| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৫

খায়রুল আহসান বলেছেন: "রোজ নামচা"র মাধ্যমে দরকারী ও উপকারী তথ্য জানিয়ে গেলেন।
জাযাকাল্লাহু খাইর।

১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:০৩

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: আপনাকেও আল্লাহ তা'আলা উত্তম জাযা দান করুণ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.