নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

......পরিচয়টা অপ্রকাশ্যই থাক.......

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ

......... ”ক্ষুদ্র করো না হে প্রভু আমার হৃদয়ের পরিসর, যেন সম ঠাঁই পায় শত্রু-মিত্র-পর .........

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে ব্লগার-প্রকাশক নিয়ে খুব হাই-হুতাশ করছে পশ্চিমারা, এখন তাদের দেশের অবস্থার উপরও সংক্ষেপে একটু নজর দেয়া যাক!

০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

সম্রাজ্যবাদীদেরমুখপাত্র বিবিসি কথিত ব্লগার ইস্যু নিয়ে পাগল হয়ে গেছে। আর বাংলাদেশী মীর জাফর ব্লগার আরিফুর রহমান আর ইউপিএল প্রকাশনীর এক মহিলা সেখানে হরদম বাংলাদেশ বিরোধী বক্তব্য দিচ্ছে। পুরো বাংলাদেশের মানুষকে বিশ্বের সামনে হেয় প্রতিপন্ন করছে।

বাংলাদেশে ব্লগার-প্রকাশক নিয়ে খুব হাই-হুতাশ করছে বিবিসি। বলছে, বাংলাদেশে ভিন্নমতাবলম্বী এথিস্ট ব্লগারদের সুযোগ দেওয়া হয় না, সরকার-বিরোধীদল সবাই সংখ্যাগরিষ্ট মুসলমানদের কথা শুনে।
অথচ ব্রিটেনেও কি তার ভিন্ন অবস্থা ? বরং বাংলাদেশের থেকে আরো কঠিন অবস্থা সেখানে। সেখানে মুসলমানরা মসজিদ নির্মাণ করতে গেলে স্থানীয় খ্রিস্টানরা বাধা দিচ্ছে, মুসলমানরা সরকারের দারস্থ হলে সরকারও উগ্র খ্রিস্টানদের পক্ষ নিয়ে বলছে, ‘মসজিদ নির্মাণ করা যাবে না, সব মসজিদ বন্ধ করো’।
এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত বলছে, ব্রিটিশ খ্রিষ্ট্রিয় কালচারের সাথে না মিললে মুসলমানদের গ্রহণ করা হবে না।
সেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের দেশে দু’চারটা নাস্তিক্যবাদী ব্লগার-প্রকাশক কিভাবে সুযোগ পেতে পারে ? সৃষ্টির শত শত বছর পরেও যেখানে ব্রিটেন তার পতাকা থেকে খ্রিষ্ট্রীয় প্রতীক ক্রুশ চিহ্ন বাদ দিতে পারেনি, ধর্মকে বাদ দিয়ে পুরোপুরি সেক্যুলার হতে পারেনি, সেখানে বাংলাদেশ কিভাবে স্বাধীনতার ৪৪ বছরের মধ্যে নিজ ধর্মকে ভুলে যাবে ? সংগরিষ্ঠ মুসলমানের বিরুদ্ধে গিয়ে সেক্যুলার হবে ?

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

তাল পাখা বলেছেন: নিজের শরীরের দুর্গন্ধ নিজে টের পায়না।

ওরা আসলে এদেশকে আফগানিস্তান, ইরাক বানানোর অজুহাত খুজছে।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:১৫

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: ঠিক বলেছেন ভাই , তারা বাংলাদেশের উপর নিজেদের কর্তিত্য হাসিলের ব্যর্থ চেষ্টা চালাচ্ছে ।

২| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: শত শত বছর পরেও যেখানে ব্রিটেন তার পতাকা থেকে খ্রিষ্ট্রীয় প্রতীক ক্রুশ চিহ্ন বাদ দিতে পারেনি, ধর্মকে বাদ দিয়ে পুরোপুরি সেক্যুলার হতে পারেনি, সেখানে বাংলাদেশ কিভাবে স্বাধীনতার ৪৪ বছরের মধ্যে নিজ ধর্মকে ভুলে যাবে ? সংগরিষ্ঠ মুসলমানের বিরুদ্ধে গিয়ে সেক্যুলার হবে ?

ওবামা শপথ নেয় বাইবেলে হাত দিয়া!

এই দেশে প্রধানমন্ত্রী কোরআন হাতে নিয়ে শপথ করার জ্ঞান, সততা, সাহস রাখে???

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:১৯

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: এ ব্যপারে তিনিই ভালো জানেন ।

৩| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পোস্টের সাথে সহমত ।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:২২

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: সহমত পোষণ করার জন্য ধন্যবাদ ।

৪| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:০২

পিচ্চি হুজুর বলেছেন: এই দেশে প্রধানমন্ত্রী কোরআন হাতে নিয়ে শপথ করার জ্ঞান, সততা, সাহস রাখে??? রাখে না। কারণ সেও জানে এইটা সত্য গ্রন্থ। এইটা নিয়া সরাসরি তামাশা করলে খবর আছে, এই জন্যই করে না।

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:২৬

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: আত্মাটা প্রশান্তি লাভ করল আপনার মন্তব্যটা পড়ে , আর আত্মা শুধু সত্য কথার প্রতিই প্রশান্তি অনুভব করে ।

৫| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:০৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অন্ধদের বলে লাভ কি....

০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৯:২৮

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: কাকে সম্ভদন করলেন ঠিক বুঝলাম না ।

৬| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১০:০২

তাল পাখা বলেছেন: বিদ্রোহী ভৃগু বলেছেন, ওবামা শপথ নেয় বাইবেলে হাত দিয়া!

এই দেশে প্রধানমন্ত্রী কোরআন হাতে নিয়ে শপথ করার জ্ঞান, সততা, সাহস রাখে???

৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যারা ধর্ম নিরপেক্ষ বলে গেজায় তাদের বলেছি @ লেখক

৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৮

ডার্ক ম্যান বলেছেন: আপনি কি নয়ন চ্যাটার্জি নাকি? ফেসবুকে নয়ন চ্যাটার্জি নামক একজন একই ধরণের পোস্ট দিয়েছিলেন।

০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: উনার পোষ্টের অনুসরণ , এবং আমার থেকে কিছু অনুকরণ এর ফলস্রুতিতে এই পোষ্ট ।

৯| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:১৬

সত্যের পয়গাম বলেছেন: ভেরি গুড। সত্য প্রকাশে এগিয়ে যাও

০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:২৮

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: ধন্যবাদ ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.