নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

......পরিচয়টা অপ্রকাশ্যই থাক.......

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ

......... ”ক্ষুদ্র করো না হে প্রভু আমার হৃদয়ের পরিসর, যেন সম ঠাঁই পায় শত্রু-মিত্র-পর .........

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নেও কি কোন বাবা-মা তার সন্তান থেকে এমনটা আসা করে (?)

১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৩

রাতের আধারে ইয়াবা নেশায় আসক্ত মেয়েটি ধারালো অস্র দিয়ে তার ঘুমন্ত বাবা মাকে কুপিয়ে হত্যার মতন ভয়ংকর ঘটনাটি হয়তোবা আমরা সকলেই জানি..
একটা সন্তান কীভাবে পারে? তার প্রিয় মা বাবাকে 'হত্যা' করার জঘন্য ঘটনা বাস্তবায়ন করতে??
প্রশ্নটি আমাদের সাধারণ মানুষদের,ঐ গা শিউরে উঠা ঘটনাটি যে বা যারাই শুনেছেন তারাই সাথেসাথে আঁতকে উঠেছিলেন!আসলেই এমন ঘটনা নিতান্ত ছিল পাষাণনির্মিত!!....
সেই আলোচিত হত্যাকান্ডের মূল আসামি, পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান এর মেয়ে ঐশীকে ফাসির আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল,
--আমাদের দেশের আইন বিভাগ যদি আইনের মূলে না গিয়ে আগা থেকেই আইন প্রণয়নে ব্যস্ত থাকেন তাহলে কোনদিনও অপরাধ দমন সম্ভব নয়!!আজকে ঐশীর ফাসির আদেশ দেয়া হয়েছে কিন্তু যে কারণে এই ঐশী মেয়েটি এহেন কান্ড ঘটিয়েছে সেটার প্রতিকার এর জন্য কী আদৌ যথাযথ ব্যবস্থানেয়া হয়েছে?
বাংলাদেশ সিমান্ত পথে প্রতিদিন অসংখ্য ইয়াবা এবং অন্যান্য মাদক দ্রব্য আসছে,এবং এই মাদক ব্যবহার করেই হতে পারে অন্য কারোর ছেলে অথবা মেয়ে ঐশীরমতন এমন দুর্বিষহ ঘটনার জন্ম দিতে পারে!!--
সুতরাং অপরাধ এর মূল উৎসকে ধ্বংস না করে একটা প্রাণ ধ্বংসের মাধ্যমে অপরাধ নিধণ সম্ভব নয়!!---
'আজকের শিশু আগামির ভবিষ্যৎ'প্রবাদ বাক্যটি প্রাচীনতম একটি প্রবাদ,অতএব যদি শিশুদের যোগ্য করে গড়ে তোলা না হয়, ধর্মীয় জ্ঞান থেকে বিমুখ করে 'আগামির ভবিষ্যত' এর জন্য স্বপ্ন দেখা হয় তাহলে সে স্বপ্নগুলো অধরাই থেকে যাবে...
জন্ম নেবে ঐশীর মতন বিকৃতমস্তিষ্কেরভয়ংকর মানুষ!!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৩

ইসলামের ইলম বলেছেন: সহমত।

১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৬

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: ধন্যবাদ ভাই!

২| ১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

অপলক দৃষ্টি বলেছেন: কোন কোন পিতা মাতা এমনটি আশা করে তবে পরোক্ষভাবে। যারা নৈতিক শিক্ষা অর্থাৎ ধর্মীয় শিক্ষা থেকে ছেলে মেয়েদের বঞ্চিত করে তারা পরোক্ষভাবে এ ধরণর পরিস্থিতিই আশা করে।

১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৯

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, এটা থেকে যারা দূরে থাকবে তাদের তো এমন হওয়ারই কথা।

৩| ১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৬

আজাদ মোল্লা বলেছেন: আপনার লেখার সাথে সহমত জানাই ,
আমাদের দেশে সম্পূর্ণ ভাবে ইসলামী আইন আনতে হবে , তবেই তো সুখ সান্তী আসবে ফিরে ।

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০০

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: সহমত পোষণ করার জন্য ধন্যবাদ।

৪| ১২ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ভাল লিখেছেন ।

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০২

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.