নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

......পরিচয়টা অপ্রকাশ্যই থাক.......

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ

......... ”ক্ষুদ্র করো না হে প্রভু আমার হৃদয়ের পরিসর, যেন সম ঠাঁই পায় শত্রু-মিত্র-পর .........

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

নকল প্রভুর ক্ষমতা এতটুকুই!

০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১২

ব্রাজিলের অ্যামাজন জঙ্গলের আদিম উপ-জাতিদের একদল মানুষ "স্কোয়াচ" নামক মূর্তির পূজা করে। তাদের বিশ্বাস সব সৃষ্টির সর্বোচ্চ স্রষ্টা এই "স্কোয়াচ"। একটি কুঁড়েঘরে স্কোয়াচের মানুষ রূপী মূর্তিটা বসানো ছিল।
একদিন স্রষ্টাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য এক যুবক সেই ঘরে ঢোকে। তাকে শেখানো হয়েছিল এই মূর্তিই তার স্রষ্টা, তার পালনকর্তা। সে যখন মাটিতে মাথা ঠেকিয়ে মূর্তির সামনে সিজদা করছিল, তখন কুঁড়েঘরের ভেতর একটি নেড়ি কুকুর চুপিসারে ঢুকে পড়ল। লোকটা সিজদা শেষ করে মাথা ওঠাতেই দেখল,
__সেই কুকুরটি মূর্তিটার উপর মূত্রত্যাগ করছে।
সেই যুবকটি এটা কোনোভাবেই সহ্য করতে পারল না। তাই সে কুকুরটাকে ধরার জন্য উঠে দাঁড়াল। এই ফাঁকে কুকুরটাও ঘরের বাইরে বেরিয়ে যায়। অপমানের জ্বালায় দগ্ধ সেই যুবক বহুদূর পর্যন্ত কুকুরটিকে তাড়া করে ফিরল।
ক্রোধ কিছুটা কমে আসার পর সে শান্ত হয়ে বসল। এবং হঠাৎ তার মনে এই বোধোদয় হলো যে, এই মূর্তি কখনোই মহাবিশ্বের প্রভু হতে পারে না। নিজের মনের সাথে ক্রমাগত যুদ্ধ করে শেষ পর্যন্ত সে এই সিদ্ধান্তে পৌঁছাল যে, এই মূর্তি তার স্রষ্টা নয়; স্রষ্টা নিশ্চয়ই অন্য কেউ।
শুনতে যতই আশ্চর্য জনক মনে হোক না কেন, এই যুবকের জন্য এটাই ছিল স্রষ্টার পক্ষ থেকে নিদর্শন। জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত জীবনের বিভিন্ন পর্যায়ে স্রষ্টা মানুষকে তাঁর বিভিন্ন নিদর্শন দেখিয়ে থাকেন।
পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়ে তিনি মানুষকে তাঁর নিদর্শন দেখান। বিভিন্ন ঘটনার মাধ্যমে মানুষের অন্তরে তিনি এই ইঙ্গিত দেন যে, স্রষ্টার অস্তিত্ব রয়েছে, স্রষ্টা একজনই এবং তিনি এক ও অদ্বিতীয়।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩২

কল্লোল পথিক বলেছেন: চমৎকার

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০১

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালো

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৫

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: ধন্যবাদ।

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৪

সত্যের পয়গাম বলেছেন: আসলেই নকল প্রভুর ক্ষমতা এতটুকুই।

০২ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৮

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: হুম ঠিক বলেছেন, ধন্যবাদ ।

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৫

আফরীন সুমু বলেছেন: ভাল লাগলো।

০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৩

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: ধন্যবাদ লেখাটা পড়ার জন্য ।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫০

মাহবুবুল আজাদ বলেছেন: ভাল লাগল

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০১

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.