নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

......পরিচয়টা অপ্রকাশ্যই থাক.......

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ

......... ”ক্ষুদ্র করো না হে প্রভু আমার হৃদয়ের পরিসর, যেন সম ঠাঁই পায় শত্রু-মিত্র-পর .........

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

আপনাকে সন্ত্রাসের সংঞ্জা সঠিকভাবে করতে হবে !

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৭

১। হিটলার, একজন অমুসলিম ।
৬০ লক্ষ ইহুদি হত্যা
করেছিলো । মিডিয়া একবারও
তাকে বলেনি সে
খৃষ্টান সন্ত্রাসী!
২। জোসেফ স্ট্যালিন, একজন
অমুসলিম। সে ২০
মিলিয়ন মানুষ হত্যা করেছে, এবং
১৪.৫ মিলিয়ন মানুষ অসুস্থ হয়ে
ধুঁকে ধুঁকে মারা
গেছে । মিডিয়া একবারও তাকে
বলেনি সে খৃষ্টান
সন্ত্রাসী!
৩। মাও সে তুং একজন অমুসলিম।
১৪ থেকে ২০
মিলিয়ন মানুষ হত্যা করেছে!
মিডিয়া একবারও তাকে
বলেনি সে বৌদ্ধ সন্ত্রাসী!
৪ । মুসলিনী (ইটালী) ৪ লাখ মানুষ
হত্যা করেছে!
সে কি মুসলিম ছিল ? অন্ধ মিডিয়া
একবারো বলে নাই
খৃষ্টান সন্ত্রাসী!
৫ । অশোকা (কালিঙ্গা বেটল)
১লক্ষ মানুষ হত্যা
করেছে! মিডিয়া
একবারও তাকে বলেনি সে হিন্দু
সন্ত্রাসী!
৬ । আর জজ বুশ ইরাকে,
আফগানিস্থানে প্রায় ১.৫
মিলিয়ন মানুষ হত্যা
করেছে! মিডিয়া তো বলে নাই,
খৃষ্টান সন্ত্রাসী!
৭ । এখনো মায়ানমারে প্রতিদিন
মুসলিম
রোহিঙ্গাদের খুন, ধর্ষন,
লুটপাট,
উচ্ছেদ করছে! তবুও কোনো
মিডিয়া বলে না
বৌদ্ধরা সন্ত্রাসী ! ইতিহাস
সাক্ষী পৃথিবীর বুকে
সবচেয়ে বড় বড় গনহত্যা করেছে
অমুসলিমরা।
আর এরাই দিন রাত গণতন্ত্র
জপে মুখে ফেনা
তুলে ! অথচ এদের দ্বারাই
মানবতা
লুন্ঠিত !
এবার আসুন একটু হিসাব
মিলাই------
ক। যারা প্রথম বিশ্বযুদ্ধ শুরু
করেছিল, তারা কি মুসলিম
ছিল ?
খ। যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু
করেছিল, তারা কি
মুসলিম ছিল ?
গ। যারা অস্ট্রেলিয়া
আবিষ্কারের পর নিজেদের
আধিপত্য বিস্তারের জন্য ২০
মিলিয়ন অস্ট্রেলিয়ান
আদিবাসীকে হত্যা
করেছিল, তারা কি মুসলিম ছিল?
ঘ। যারা হিরোশিমা ও নাগাসাকিতে
পরমাণু বোমা
নিক্ষেপ করেছিল, তারা কি
মুসলিম ছিল ?
ঙ। যারা আমেরিকা আবিষ্কারের
পর নিজেদের
প্রভাব বিস্তারের জন্য, উত্তর
আমেরিকাতে ১০০
মিলিয়ন এবং দক্ষিন আমেরিকাতে
৫০ মিলিয়ন রেড-
ইন্ডিয়ানকে হত্যা করেছিল, তারা
কি মুসলিম ছিল?
চ। যারা ১৮০ মিলিয়ন আফ্রিকান
কালো মানুষকে
কৃতদাস বানিয়ে আমেরিকা নিয়ে
গিয়েছিল । যাদের
৮৮ ভাগ সমুদ্রেই মারা গিয়েছিল
এবং তাদের
মৃত দেহকে আটলান্টিক
মহাসাগরে নিক্ষেপ করা
হয়েছিল, তারা কি মুসলিম ছিল?
উত্তর হবে, এসব মহাসন্ত্রাসী
ও অমানবিক
কার্যকলাপের সাথে মুসলমানরা
কখনো জড়িত ছিল না।
আপনাকে সন্ত্রাসের সংজ্ঞা
সঠিকভাবে করতে
হবে। যখন কোন অমুসলিম কোন
খারাপ কাজ
করে, তখন এটাকে বলা হয়
অপরাধ! আর যখন
কোন মুসলিম একই খারাপ কাজ
করে, তখন এটাকে
বলা হয় ইসলামী জঙ্গীবাদ।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৮

অেসন বলেছেন: উপরে উল্লেখিত প্রতিটি যুদ্ধ বা সন্ত্রাস কখনও ধর্মের নামে হই নাই। কেউ ইস্লামিক ষ্টেট জাতীয় কিছু প্রতিস্টা করার জন্য ঐসব যুদ্ধ করে নাই। সুতরাং ঐ সব সন্ত্রাস কোন ধর্মের লোক করেছে তা বিবেচ্য বিষয় না। সন্ত্রাসের সঙ্গা বুঝতে হলে যুদ্ধ কত প্রকার তা আপনাকে বুঝতে হবে। ১৯৭১ এর যুদ্ধ কোন ধর্মের লোকের সন্ত্রাস বলবেন?

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৫

আইএমওয়াচিং বলেছেন: অেসন বলেছেন: উপরে উল্লেখিত প্রতিটি যুদ্ধ বা সন্ত্রাস কখনও ধর্মের নামে হই নাই। কেউ ইস্লামিক ষ্টেট জাতীয় কিছু প্রতিস্টা করার জন্য ঐসব যুদ্ধ করে নাই। সুতরাং ঐ সব সন্ত্রাস কোন ধর্মের লোক করেছে তা বিবেচ্য বিষয় না। সন্ত্রাসের সঙ্গা বুঝতে হলে যুদ্ধ কত প্রকার তা আপনাকে বুঝতে হবে। ১৯৭১ এর যুদ্ধ কোন ধর্মের লোকের সন্ত্রাস বলবেন?

+++++++

১৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:২৭

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: আপনি কি সঠিকভাবে বলতে পারেন উল্লেখিত একটি যুদ্ধও ধর্মের নামে হয়নি..??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.