নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

......পরিচয়টা অপ্রকাশ্যই থাক.......

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ

......... ”ক্ষুদ্র করো না হে প্রভু আমার হৃদয়ের পরিসর, যেন সম ঠাঁই পায় শত্রু-মিত্র-পর .........

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের পাঠ্যবই থেকে কি বাদ দেওয়া হলো এবং কি প্রবেশ করলো।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫২

"পাঠ্যপুস্তকে বাংলা বই থেকে যা বাদ
দেওয়া হলো-

১)) ক্লাস-২: ‘সবাই মিলে করি কাজ’ -
শিরোনামে মুসলমানদের শেষ নবীর
সংক্ষিপ্ত জীবন চরিত।
২) ক্লাস-৩: ‘খলিফা হযরত আবু বকর’
শিরোনামে একটি সংক্ষিপ্ত জীবন
চরিত।
৩) ক্লাস-৪: খলিফা হযরত ওমর এর
সংক্ষিপ্ত জীবন চরিত।
৪) ক্লাস-৫ : ‘বিদায় হজ্জ’ নামক শেষ
নবীর সংক্ষিপ্ত জীবন চরিত।
৫) ক্লাস-৫: বাদ দেওয়া হয়েছে
কাজী কাদের নেওয়াজের লিখিত
‘শিক্ষা গুরুর মর্যাদা’ নামক একটি
কবিতা। যা বাদশাহ আলমগীর মহত্ব
বর্ণনা উঠে এসেছে। এবং শিক্ষক ও
ছাত্রের মধ্যে আদব কেমন হওয়া
উচিত তা বর্ণনা করা হয়েছিলো।
৬) ক্লাস-৫ : শহীদ তিতুমীর নামক
একটি জীবন চরিত। এ প্রবন্ধটিতে
শহীদ তিতুমীরের ব্রিটিশদের
বিরুদ্ধে যুদ্ধের ঘটনা উল্লেখ ছিলো।
৭) ক্লাস-৬ : ড. মুহম্মদ শহীদু্ল্লাহ
লিখিত ‘সততার পুরুষ্কার’ নামক একটি
ধর্মীয় শিক্ষনীয় ঘটনা।
৮) ক্লাস-৬ : মুসলিম দেশ ভ্রমণ
কাহিনী- ‘নীলনদ আর পিরামিডের
দেশ’।
৯) ক্লাস-৬ : মুসলিম সাহিত্যিক
কায়কোবাদের লেখা ‘প্রার্থনা’
নামক কবিতাটি।
১০) ক্লাস-৭: বাদ দেয়া হয়েছে মরু
ভাষ্কর নামক শেষ নবীর সংক্ষিপ্ত
জীবন চরিত।
১১) ক্লাস-৮: বাদ দেওয়া হয়েছে
‘বাবুরের মহত্ত্ব’ নামক কবিতাটি।
১২) ক্লাস ৯-১০: সর্ব প্রথম বাদ
দেওয়া হয়েছে মধ্যযুগের বাংলা
কবি শাহ মুহম্মদ সগীরের লেখা
‘বন্দনা’ নামক ধর্মভিত্তিক
কবিতাটি।
১৩) ক্লাস ৯-১০: এরপর বাদ দেওয়া
হয়েছে মধ্যযুগের মুসলিম কবি
‘আলাওল’ এর ধর্মভিত্তিক ‘হামদ’
নামক কবিতাটি।
১৪) ক্লাস ৯-১০: বাদ দেওয়া হয়েছে
মধ্যযুগের মুসলিম কবি আব্দুল
হাকিমের লেখা বঙ্গবানী
কবিতাটি।
১৫) ক্লাস ৯-১০: গোলাম মোস্তাফার
লেখা জীবন বিনিময় কবিতাটি।
কবিতাটিতে মোঘল বাদশাহ বাবর ও
তারপুত্র হুমায়ুনকে নিয়ে লেখা।
১৬) ক্লাস ৯-১০: কাজী নজরুল
ইসলামের লেখা বিখ্যাত ‘উমর ফারুক’
কবিতা।

"এর বদলে বাংলা বইয়ে প্রবেশ
করেছে-
১) ক্লাস-৫ : স্বঘোষিত নাস্তিক
হুমায়ুন আজাদ লিখিত ‘বই’ নামক
একটি কবিতা, যা মূলত মুসলমানদের
ধর্মীয় গ্রন্থ কোরআন বিরোধী
কবিতা।
২) ক্লাস-৬: প্রবেশ করানো হয়েছে
‘বাংলাদেশের হৃদয়’ নামক একটি
কবিতা। যেখানে রয়েছে হিন্দুদের
দেবী দূর্গার প্রশংসা।
৩) ক্লাস-৬: সংযুক্ত হয়েছে ‘লাল
গরুটা’ নামক একটি ছোটগল্প। যা
দিয়ে মুসলিম শিক্ষার্থীদের
শেখানো হচ্ছে গরু হচ্ছে মায়ের মত,
অর্থাৎ হিন্দুত্ববাদ।
৪) ক্লাস-৬: অন্তর্ভূক্ত করা হয়েছে
ভারতের হিন্দুদের তীর্থস্থান রাচি’র
ভ্রমণ কাহিনী।
৫) ক্লাস-৭: `লালু’ নামক গল্পে
বাচ্চাদের শিক্ষা দেওয়া হচ্ছে
পাঠাবলীর নিয়ম কানুন।
৬) ক্লাস-৮: পড়ানো হচ্ছে হিন্দুদের
ধর্মগ্রন্থ ‘রামায়ন’ এর সংক্ষিপ্তরূপ।
৭) ক্লাস ৯-১০: প্রবেশে করেছে
‘আমার সন্তান’ নামক একটি কবিতা।
কবিতাটি হিন্দুদের ধর্মসম্পর্কিত
‘মঙ্গলকাব্যের অন্তর্ভূক্ত, যা দেবী
অন্নপূর্ণার প্রশংসা ও তার কাছে
প্রার্থনাসূচক কবিতা।
৮) ক্লাস ৯-১০: অন্তর্ভূক্ত করা হয়েছে
ভারতের পর্যটন স্পট ‘পালমৌ’ এর
ভ্রমণ কাহিনী।
৯) ক্লাস ৯-১০: পড়ানো হচ্ছে ‘সময়
গেলে সাধন হবে না’ শিরোনামে
বাউলদের বিকৃত যৌনাচার।
১০) ক্লাস ৯-১০: ‘সাকোটা দুলছে’
শিরোনামের কবিতা দিয়ে ৪৭ এর
দেশভাগকে হেয় করা হচ্ছে, যা
দিয়ে কৌশলে ‘দুই বাংলা এক করে
দেওয়া’ অর্থাৎ বাংলাদেশকে
ভারতের অন্তর্ভূক্ত হতে শিক্ষা
দেওয়া হচ্ছে।
১১) ক্লাস-৯-১০: প্রবেশ করেছে ‘সুখের
লাগিয়া’ নামক একটি কবিতা, যা
হিন্দুদের রাধা-কৃষ্ণের লীলাকৃর্তণ।
পাঠ্যপুস্তকে ইসলামকে বাদ দিয়ে
যে হিন্দুত্ববাদ প্রবেশ করানো
হয়েছে এটা সর্বপ্রথম বুঝতে
পেরেছেপারার কথা মুসলিম শিক্ষক
সমাজের। কিন্তু আশ্চর্যের বিষয়
তারা বিষয়টি নিয়ে কোন প্রতিবাদ
করেনি। এছাড়া মুসলিম অভিভাবক
সমাজেরও উচিত ছিলো বিষয়টি
নিয়ে প্রতিবাদ করা, বলা- “কেন
তার সন্তানকে ইসলাম থেকে দূরে
সরিয়ে হিন্দুত্ববাদ শিক্ষা দেওয়া
হচ্ছে ?”
সত্য কথা তিতা, তবুও বলতে হয়-
প্রতিবাদহীন মুসলিম সমাজ আজ
বোবা শয়তানের ভূমিকায় অবতীর্ণ
হয়েছে।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৯

চাঁদগাজী বলেছেন:



আপনি সস্তায় মুসলমানদের ক্ষেপাতে চাচ্ছেন?
তবে শুনুন, খলিফা ওমর, বা আবু বকর থেকে বেশী দক্ষ আজকের ৫ম শ্রেণীর ছাত্ররা; খলীফারা রাজতন্ত্রের সাধারণ প্রশাসক ছিলেন; এখন পড়ানো হচ্ছে ওবামা, মাহাথীর ও ব্রাজিলের লুলার প্রশাসনের ব্যাপার। ভুলে যান পাথেরে যুগের ও রূপকথার গল্প।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১৮

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: খুব দুঃখ পেলাম আপনার কথায় যারা আমাদের আদর্শ তাদেঁরকে আপনি ক্লাস ৪/৫ এর ছাত্রের সাথে তুলনা করলেন। যাদের থেকে মানুষ রাষ্ট্র পরিচালনা, শাসন ব্যাবস্থা শিখেছে তাদেরকে আজ আপনি হেও প্রতিপন্ন করলেন। সত্যিই খুব দুঃখ পেলাম।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৩

চাঁদগাজী বলেছেন:



মোগল বাদশাহ আলমগীর ছিল খারাপ, বাবাকে জেলে রেখে মেরেছে; আমরা পড়াতে চাই সাধারণ মানুষের জীবনী যারা ১৯৭১ সালে নিজের দেশের মানুষকে রক্ষা করেছেন, তাদের জীবনী; আপনার জীবনী।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:০৯

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: হ্যাঁ এগুলো শিক্ষা দেয়া লুলামি শিক্ষা দেয়ার চেয়ে ভালো।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩৯

আরণ্যক রাখাল বলেছেন: হাসি পাইতেছে শুনে!!!!

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২২

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: অপাত্রে হাসাটা কাদের অভ্যাস যানেন..?

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৯

হাবিবুর রাহমান বাদল বলেছেন: সবাই তার চিন্তা-চেতনা, লালিত বিশ্বাস অনুযায়ী আচরন করে। সরকার বাহাদুর তার লালিত বিশ্বাস অনুযায়ী কাজ করছে তাতে অবাক হওয়ার কি আছে?

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২৩

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: মোটেও অবাক হচ্ছি না।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৪৮

অরুনি মায়া অনু বলেছেন: ভবিষ্যৎ প্রজন্ম যাতে ধর্ম সম্পর্কে অজ্ঞ থাকে এটা তারই সুদূর প্রসারী সূক্ষ্ম পরিকল্পনা। এর ফলাফল শুভ নয়।

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৭

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: হ্যাঁ, ঠিক তাই .. কিন্তু উপরে অনেক জন এটা বুঝতে চায়না, খুবই দুঃখের বিষয়!

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৩৬

ডঃ এম এ আলী বলেছেন: বাংলাদেশ ন্যশনাল টেক্সট বুক বোর্ডের চেয়ারম্যান যেহেতু নারায়ন চন্দ্র শাহা তখন একটু এদিক সেদিকতো হতেই পারে !!

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৮

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: হ্যাঁ দাদা... করার কি কিছু আছে ...?

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৯

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ডঃ এম এ আলীর সাথে সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.