নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

......পরিচয়টা অপ্রকাশ্যই থাক.......

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ

......... ”ক্ষুদ্র করো না হে প্রভু আমার হৃদয়ের পরিসর, যেন সম ঠাঁই পায় শত্রু-মিত্র-পর .........

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

ছোট্ট ছেলের ক্ষুধা

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৭


"নিরলস পা ক্ষুধার্থ শরীরে সুদীর্ঘ পথের কিনার ঘেসে ছোট্ট ছেলেটি হেটে চলে, এই পথের শেষ কোথায় কে দেবে বলে?
"আমাদের ক্ষুধা তো শুধু পেটের কোনায়, ছেলেটির ক্ষুধা পুরো শরীরে দৌড়ায়!
"ক্ষুধার্থ শরীর তার, বস্ত্রের জন্য"
"ক্ষুধার্থ পা তার, জুতার জন্য"
"ক্ষুধার্থ পেট তার, খাবারের জন্য"
"ক্ষুধার্থ হৃদয় তার, আদরের জন্য"
"ক্ষুধার্থ মেধা তার, বিদ্যার জন্য"
"তার বয়সের ছোট্ট ছেলে যেমন স্কুলে যায়, ভালো দুটো জামা - কাপড় শরীরে জড়ায়, প্রতি বেলা আদর করে মা ভাত খাইয়ে দেয়, অসহায় ছেলের ভাগ্যের দৌরাত্ব কিন্তু সেই
পর্যন্ত নয়!
"ছোট্ট থেকেই দুর্ভাগা ছেলে মা - বাবা বিচ্ছিন্ন
ছিল, মামাও আজ মারধর করে ঘর থেকে তাড়িয়ে দিল!
"আপনজন বলতে এখন শুধু তার সুদীর্ঘ আকাশ,
বৃষ্টি রোদের শামিয়ানায় তাহার বসবাস!
"ছেলেটির একটা নদীও আছে, নদীর কাছে
আসলে সে সব দুঃখ ভুলে যায়, নদীটাকে তার কাছে খুব আপন মনে হয়!
"ছোট্ট ছেলের ক্ষুধা যখন খুব তিব্র হয়, তখন হৃদয়বান নদী থেকে পানি খেতে যায়!
"নির্দয় পৃথিবীর মতো নদী তাকে অবহেলা
করে না, আপন মনে কোথা বয়েই চলে যার পথ যে
অচেনা!
"ছোট্ট ছেলেও ঢেউয়ের সাথে ভেসে যেতে চায়, এই কথা ভেবেই ছেলেটা নদীর বুকে মিলিয়ে যায়!
কিন্তু নদীটা বড্ড বেশিই হৃদয়বান ছিল তার প্রতি, এর ফলে ক্ষুধার্থ শরীর থেকে পরিত্রান পেল ছেলেটি, নিশ্বেষ হয়ে গেল একটি ছোট্ট ছেলের জীবন ...

*যদিও লিখাটা কাল্পনিক তবে আমাদের দেশে এমন ছেলে মেয়ের সংখ্যা কম নেই, যাদের কাছে খাওয়ার মতো অণ্য নেই,
শরীরে জড়ানোর মতো বস্ত্র নেই, রাত্রি যাপন করার মত একটা ঘর নেই! আমাদের ব্যাপারে কি এমনটা ভাবা যায়? কিন্তু
তারা তো আমাদের মতোই মানুষ তাদের ব্যাপারে আমরা কিভাবে এটা মেনে নিতে পারি? আদৌ কি আমাদের জাতির
ধারক - বাহকদের বিবেক জাগ্রত হবে এই ছেলে মেয়ে গুলোর ব্যপারে নাকি এই ছোট্ট ছেলে মেয়ে গুলোর জীবন এভাবেই হেলায়-ফেলায় কেটে যাবে?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.