নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

......পরিচয়টা অপ্রকাশ্যই থাক.......

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ

......... ”ক্ষুদ্র করো না হে প্রভু আমার হৃদয়ের পরিসর, যেন সম ঠাঁই পায় শত্রু-মিত্র-পর .........

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

আমি দেখেছি

১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৪



আমি দেখেছি
মুহা. তারেক আবদুল্লাহ্

"আমি দেখেছি, ঠিক পথের মাঝ দিয়ে হাঁটে
ছেলেটি। এর ফলস্রুতিতে পথের দু পাশের
দালান গুলোই চোখে পরে,
চোখ এড়াতে পারেনা। নিরলস চোখ ফাঁকি
দেয়া কার সাধ্য? অন্তত মিছে স্বপ্ন দেখার বাস্তব
চিত্রগুলো জলের মতোই স্পষ্ট।

"আমি দেখেছি, ছেলেটির চোখের কৌতুহল,
চোখ ঘোরানোর ভঙ্গিমায় বোঝা যায়
চিরচেনা পথগুলো যেন ঠিক আগের মতই অচেনা।
পথের দুপাশের ডুপ্লেক্স বাড়িগুলো যেন
তার গচ্ছিত স্বপ্নের উপহাস করে, তার পুঞ্জিত
স্বপ্নগুলোকে মাঝপথে গুলি করে।

"আমি দেখেছি, ছেলেটির তুচ্ছ স্বপ্নগুলো
কতটা নিরিহ কতটা অবহেলিত কতটা মুমূর্ষ।

"আমি দেখেছি, পথ অতিক্রম করা গাড়িগুলোর
দিকে নির্বাক তাকিয়ে থাকে ছেলেটি,
গাড়িগুলোকে নিজের ভেবে চেপে বসার
ছেলেমানুষি। আর মনের অজান্তেই
কতশত স্বপ্ন বোনে, স্বপ্ন রটে।
গাড়ির হর্নেই ফের স্বপ্নগুলোর নিপাত ঘটে।

"আমি দেখেছি, অর্থের প্রাচুর্যে কারো স্বপ্নগুলো
আকাশছোঁয়া, অর্থাভাবে কারও স্বপ্নগুলো
বদ্ধ ঘরেই কবর দেয়া।
ফের ঘটে স্বপ্নগুলোর পুনর্জনম, এভাবেই
চলতে থাকে আমরণ, নতুন রঙে নতুন ঢঙে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:২৬

কৃষ্ণকবি বলেছেন: শেষের ৫ টা লাইন ভাল লেগেছে বেশ...

১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৫

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: কবিতা লিখা স্বার্থক হয়েছে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।

২| ১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১:০৩

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতাটিতে একটি ফুলের কথা বলা হয়েছে। যার পাপড়ি আজো কুঞ্চিত...

১৯ শে অক্টোবর, ২০১৭ রাত ১:১৯

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: আসলেই তাই।

মন্তব্যের জন্য ধন্যবাদ, শুভ কামনা রইলো আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.