নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

......পরিচয়টা অপ্রকাশ্যই থাক.......

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ

......... ”ক্ষুদ্র করো না হে প্রভু আমার হৃদয়ের পরিসর, যেন সম ঠাঁই পায় শত্রু-মিত্র-পর .........

মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

দ্বীন অ্যানালাইসিস (Deenanalysis) : একটি অলাভজনক ধর্মীয় সংস্থা

২৫ শে আগস্ট, ২০২০ রাত ১২:২৫



দ্বীন অ্যানালাইসিস (Deenanalysis) একটি বাংলাদেশী অলাভজনক অনলাইন-ভিত্তিক ধর্মীয় সংস্থা। সংস্থাটির স্লোগান হচ্ছে: "প্রচার করো, যদি একটিমাত্র আয়াতও হয়।" সহীহ মুসলিম, হাদীস নং- ৩৪৬১।

দ্বীন (دين) একটি আরবি শব্দ, যার অর্থ: ধর্ম। অ্যানালাইসিস (Analysis) একটি ইংরেজি শব্দ যার অর্থ: খুঁজা, বিশ্লেষণ করা ইত্যাদি
দুটি শব্দের সমন্বয় অর্থ দাড়ায়: ধর্ম খুঁজা বা ধর্ম বিশ্লেষণ করা ইত্যাদি।
এটার কার্জক্রম গুলো মূলত অনলাইন ভিত্তিক, সাধারণ মুসলমানদেরকে দ্বীনের (ধর্ম) দাওয়াত দেওয়া এবং বিভিন্ন ধর্মীয় জ্ঞান মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই হলো দ্বীন অ্যানালাইসিস (Deenanalysis) মূল উদ্দেশ্য।
হযরত মুহাম্মদ রাসুলুল্লাহ সা. বলেছেন: "প্রচার করো, যদি একটিমাত্র আয়াতও হয়।" সহীহ মুসলিম, হাদীস নং- ৩৪৬১।
উপরোক্ত হাদিসটির উপর আমল করত; দ্বীন অ্যানালাইসিস এর পথ চলা। এই সংস্থাটি ডিসেম্বর ২০১৮ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল।
মহান আল্লাহ্ তাআলা দ্বীন অ্যানালাইসিস এর পথ চলা সহজ করুণ এবং সকল দ্বীনের কাজগুলোকে কবুল করুণ।

আল্লাহ্ তাআলা আমাদের সবাইকে দ্বীন পালনে এবং প্রচারে স্বচেষ্ট হওয়ার তাওফিক দান করুন।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০২০ সকাল ১০:১৬

রাশিয়া বলেছেন: গ্রেট ইনিশিয়েটিভ। থ্যাংক ইয়উ, স্যার!

২| ২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৫০

রাজীব নুর বলেছেন: ভালো কাজ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.