নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারপাশের সব অসাধারণ প্রতিভাবানদের ভিড়ে অতি সাধারন একজন। ভালোবাসি বৃষ্টিতে ভিজে বৃষ্টিকে অনুভব করতে, ভালোবাসি কোন এক জোছনা রাতে আঁধারে মিশে যেতে, ভালোবাসি বন্ধুত্ব, প্রান খোলা হাসি, গান, কবিতা আর আঁধারে হারিয়ে যাওয়া একাকী।

শূন্যভুবনের মেহেদী

অজস্র শব্দমালার বিবর্ণ এপিটাফের ছোট্ট এক বিন্দু

শূন্যভুবনের মেহেদী › বিস্তারিত পোস্টঃ

একদিন সূর্য না উঠে লাখখানেক জোনাকপোকা উড়ে বেড়ালে কেমন হতো?

২৮ শে জুন, ২০২০ রাত ১০:২৩



আকাশ জুড়ে অনন্ত নক্ষত্রবীথি, আর আমরা খুঁজে নেই শুধু অলুক্ষণে ঘোর। প্রসঙ্গহীন সব কথার ভিড়ে, সময় গড়ায় খুব ধীরে। পরিযায়ী বাতাস চমকে দেয় রাজপথের ধুলোর মেঘ। আমাদের ভালো থাকার মশাল নিভে গেছে অনেক আগেই, এখন এক মুঠ আধারে মেপে যাচ্ছি দূরত্বের পরিধি।



আচ্ছা, একদিন এই মৃতপ্রায় শহরে সূর্য না উঠে লাখখানেক জোনাকপোকা উড়ে বেড়ালে কেমন হতো? সেদিন শিউলি তলা ভরে থাকতো শিউলি ফুলে। শূন্যতার হাহাকারে মিশে যেতো শিউলি ফুলের গন্ধ!



প্রতারণার কাছে অপেক্ষা হেরে যাচ্ছে প্রতিদিন, মৃত্যুর কাছে জন্ম হেরে যাচ্ছে প্রতিদিন, নিয়নের আলোয় এঁকে দেওয়া প্রিয়পদরেখা মুছে যাচ্ছে প্রতিদিন! জাগতিক উল্লাস, তারুণ্যের মিছিল, আধারের ডাক - সব মরে যাচ্ছে প্রতিদিন, একটু একটু করে!

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০২০ রাত ১০:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ভালোই হবে।

২| ২৮ শে জুন, ২০২০ রাত ১১:০৬

সাইন বোর্ড বলেছেন: প্রথম প‌্যারাটা বেশি ভাল লেগেছে ।

৩| ২৯ শে জুন, ২০২০ রাত ১:১৪

রাজীব নুর বলেছেন: জোনাক পোকা ভালো লাগে। কিন্তু এরা যে একটানা শব্দ করে যায় সেটা ভালো লাগে না।

৪| ২৯ শে জুন, ২০২০ ভোর ৫:৪৬

আজাদ প্রোডাক্টস বলেছেন: আহা

৫| ২৯ শে জুন, ২০২০ রাত ৯:১২

সাবা মাসানী বলেছেন: আবৃত্তিতে রূপ দিয়েছিলাম আপনার লেখাকে। চমৎকার ছিল বটে

৬| ২৯ শে জুন, ২০২০ রাত ১০:০১

মনিরা সুলতানা বলেছেন: বাহ !!
চমৎকার লেখা :)

৭| ২৯ শে জুন, ২০২০ রাত ১০:২২

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই ধরনের ছবি ও কথার মিশ্রণে যে সাহিত্য তার নাম কি? এটা কি নতুন ধারা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.