নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক › বিস্তারিত পোস্টঃ

যুবরাজ, আর কত পাপের বোঝা বাড়াবেন?

১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৭


ইয়েমেনে নিজ মতাদর্শী লোকদের ক্ষমতায় বসাতে অজস্র শিশু ও নারী হত্যা, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও রাজ পরিবারের শতাধিক ধনকুবেরকে বন্দি করে রিজ-কার্লটন ঘটনা, গত আটমাসে মানবাধিকারকর্মীসহ ১৩৩ জনকে মৃত্যুদণ্ড, হারামাইনের সংস্কারবাদি ইমামদের একের পর এক অপসারণ…

লেবাননের প্রধানমন্ত্রী রফিক হারিরিকে নিজ দেশে দাওয়াত করে নিয়ে অস্ত্রের মুখে পদত্যাগপত্র লেখানো, ভ্রাতৃপ্রতীম আরব মুসলিম রাষ্ট্র কাতারকে কেবল মুসলিম দেশ-ব্যক্তি-সংগঠনকে সহযোগিতা করার অপরাধে (?) মাসের পর মাস অবরুদ্ধ করে রাখা, জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দিতে ফিলিস্তিন কর্তৃপক্ষকে জবরদস্তি করা, যার জের ধরে এখনও রক্ত ঝরছে…সর্বশেষ নিজের বডিগার্ড পাঠিয়ে ভিন্নদেশে দূতাবাসে খাশোগিকে নির্মমভাবে হত্যা।

আর কত পাপের উদাহরণ বাড়াবেন?

তারপরও দেখি আমাদের দেশের কতিপয় চাটুকার তোষামোদি ধর্মীয় পণ্ডিত সৌদআরব বলতেই এমন অজ্ঞান যে, যেন ওটা পৃথিবীর ইসলামের একমাত্র রাজধানী এবং সেখানে যারা শাসন করেন, তারা হাউজে কাউসারের গোসলে এক্কেবারে শুচিশুদ্ধ ওমর-ওসমান । নারীদের ড্রাইভিং লাইসেন্স, স্টেডিয়ামে খেলা দেখা, আর ব্যাংক আর বিমানের চাকরির বৈপ্লবিক ঘোষণা শুনে তারা ক্ষণে ক্ষণে চৌদ্দশ’ বছর আগের হেন উপমা নেই যা গোরখুদে পেশ করেন না।

ভাবখানা এমন যে, সৌদির রাস্তায় এত বছর পরে গাড়ির সিটে বসে একজন সুন্দরী নারীকে র‌্যাপ-সং গাইতে দেওয়ার ফজিলতে সালমান-মোহম্মাদ বাপ-বেটা মিলে যত আকাম করুক—সব আল্লাহ পাক বিনা হিসাবে মাফ করে দিয়েছেন। বলে কি না— আরবের মানুষের ইমান জানো?

সংবাদে দেখলাম—আমাদের প্রধানমন্ত্রী মুহাম্মাদের কাছে গিয়ে বলেছেন, তিনি এ-পর্যন্ত ছয়বার সৌদিআরব হাজির হয়েছেন। তাতে খুশি হয়ে যুবরাজ বলেছেন—“আপনি তাইলে অর্ধেক সৌদি। অতএব, আপনাদের দেশের উন্নয়নের সহযোগী হতে চাই ।” বাহ, কী চমৎকার । আমাদের যে-সকল লীগার বন্ধু কথায় কথায় সৌদির পাপের প্রসঙ্গ টেনে বলেন যে, সৌদির বিরুদ্ধে মোল্লারা কেনো মিছিল করে না—তাদের কি এখন লজ্জা হয় না?

ইতিহাস বলে, পাপ বাপেরেও ছাড়ে না। মুহাম্মাদের পূর্বের উনিশজন আলে মুকরিন আলে সৌদ বাদশার ইতিহাস মনে রাখা দরকার। দিরিয়া আমিরাত আর নজদে দুই দুইটা রাষ্ট্র গড়েও শাসন ক্ষমতা ধরে রাখতে পারে নি তারা । বরং সৌদ পরিবারের শতাধিক সদস্যকে কিভাবে নির্মমতার মুখে মরুর বালুতে মিশে যেতে হয়েছে। ব্রিটিশদের কূটচাল না থাকলে আধুনিক সৌদি রাষ্ট্রও দাঁড়াতো না। ‘লরেন্স অব অ্যারাবিয়া’ দেখে কিছুটা তো বুঝেছেন?

ধর্মীয় পণ্ডিতদেরও মনে রাখা দরকার—সৌদির বাদশা খলিফা নন। সৌদির পয়সা খেয়ে আলেম হলেও হককথা বলাই হবে আপনার সত্যিকারের নিমকহালালি। স্মরণ করুন, মক্কায় প্রচলিত প্রবাদ—উনসুর আখাকা জালিমান আও মাজলুমান—এর পরিভাষা কিভাবে ব্যাখ্যা করেছিলেন নবীজি স.—জালেমকে জুলুম থেকে ফিরানোই তাকে সহযোগিতা করা ।

অমা আলাইনা ইল্লাল বালাগ…

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: জালেমকে জুলুম থেকে না ফেরানোই তাকে সহযোগীতা করা- এটাই বলতে চেয়েছিলেন কি?

না টা বাদ গেছে বলেই মনে হল।

হারামাইন শরীফকে নিয়ে যে সে্বচ্ছাচার করছে সউদ গং- তাদের ধ্বংস নিকটবর্তী করেই ধারনা হয়!
ইসলমারে নামে ইসলামের মৌল নীতি থেকে কোটি কোটি মাইল দূরের আলখেল্লাধারীরা আর যাই হোক মুসলিম নয়!

পোষ্টে ++

১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০০

মনযূরুল হক বলেছেন: না ফিরানো হবে কেনো, ফিরানোই তো । অর্থাৎ জালেমকে জুলুম করতে না দেওয়াটাই তাকে সহযোগিতা করা । অর্থাৎ একজন মুসলিম অপর মুসলিমের সহযোগিতা এভাবে করবে যে, তাকে জুলুম করতে দেবে না । এতে করেই প্রকৃত অর্থে সেই মুসলিমের সহযোগিতা করা হবে, তার উপকার করা হবে । নইলে তো সেই মুসলিম ধ্বংস হয়ে যাবে ।

২| ১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৪

কাওসার চৌধুরী বলেছেন:



একজন অতি ক্ষমতাবান, অশিক্ষিত, অতি আত্মবিশ্বাসী এবং অনভিজ্ঞ একজন ক্ষমতালোভীর কাছ থেকে এর চেয়ে ভাল সার্ভিস আশা করা ঠিক নয়। এরা মানুষ হতে আরো কয়েক দশক লাগবে।

১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০১

মনযূরুল হক বলেছেন: শিক্ষিত বলেই জানতাম... তবে এরা যে ক্ষমতালোভী তাতে কোনো সন্দেহ নেই । ....

৩| ১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৯

রাজীব নুর বলেছেন: বর্বর দেশের বর্বর যুবরাজ।

১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০২

মনযূরুল হক বলেছেন: সার্বিকভাবে দেশটাকে বর্বর বলা যায় না...

৪| ১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৯

করুণাধারা বলেছেন: লেখার সাথে সম্পূর্ণ সহমত, কিন্তু এই জঘন্য চরিত্রের লোকটির ছবি দেখতে ভালো লাগলো না!

১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০২

মনযূরুল হক বলেছেন: এর চেয়ে ভালো ছবি তো পেলাম না :)

৫| ১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৯

সনেট কবি বলেছেন: ক্ষমতার জন্য এরা সব কিছু করতে পারে।

১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:০২

মনযূরুল হক বলেছেন: তা ঠিকই বলেছেন....

৬| ১৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩

চাঁদগাজী বলেছেন:


যুবরাজই মক্কা, মদীনা, হজ্জের রক্ষাকরী, অন্য কেহ নন

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৮

মনযূরুল হক বলেছেন: হ, তাই তো বলে সবাই... এ-জন্যেই তো দুই বছর আগে তার গাড়ির বহরকে জায়গা দিতে যেয়ে কয়েকশ হাজি মারা গেছেন...

৭| ১৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: জঘন্য বর্বর যুবরাজ(চাকর ট্রাম্পের) ওর নাম মুখে আনলাম যেই অমনি নাপাক হয়ে গেলাম যাই অজু করে আসি

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৮

মনযূরুল হক বলেছেন: :)

৮| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৯

ঢাবিয়ান বলেছেন: পাপ কাজ না করলে ক্ষমতায় টিকে থাকবে কেমনে? যুবরাজতো আর জনতার ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি না। আমাদের দেশের দিকেই তাকিয়ে দেখেন কিভাবে বিনা ভোটে ক্ষমতা ধরে রেখেছে। ভাল কাজ করে কি আর এইভাবে জোড়পুর্বক ক্ষমতা টিকিয়ে রাখা যায়?

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৯

মনযূরুল হক বলেছেন: ভালো কাজ করলে জোরাজুরির আর দরকার হয় না...

৯| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৫০

নভো নীল দীপ্তি বলেছেন: এরা মানুষ হতে আরো কয়েক দশক লাগবে।

২২ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

মনযূরুল হক বলেছেন: তা তো বটেই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.