নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক

ভালো আছি

মনযূরুল হক › বিস্তারিত পোস্টঃ

আমিও একজন হুজুর মানুষ...

০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৪:০৯


ভরা অটো-বাইক মাদরাসা অতিক্রম করতেই জুব্বা-পাগড়ি আচ্ছাদিত কয়েকটা বাচ্চা ছেলে হৈ হৈ করে উঠল— ভাই, স্ট্যান থেইকা ঘুরায়া খালি আইসেন; রিজাব, রিজাব। ড্রাইভার ‘আচ্ছা’ বলে মাথা কাত করলেন। আমার দিকে না-তাকিয়েই বললেন— অন্য কেউ হইলে জীবনেও ‘হ’ কইতাম না। ওদের কথা ঠিক আছে। নইলে এমনে পাবলিক আইতে কয়, কিন্তু কথা রাহে না; অটো একটা পাইলেই উইঠা যায়। ওদের কথা ঠিক থাকে।

গতকাল সন্ধ্যার এই ঘটনা আরেকটা সন্ধ্যা মনে করিয়ে দিল। অফিস থেকে ফেরার পথে প্রচণ্ড ভিড় রাস্তায়। সুপ্রভাত গেট বন্ধ করে হু হু করে চলে যাচ্ছে। একটু স্লো পেয়ে একটাতে ধাক্কা মেরে ঝুলে পড়লাম। সাথে আরও একজন। হেল্পার ঠেলছে ‘নামেন-নামেন, সিট নাই-সিট নাই। আমরাও নামবো না, সে-ও তুলবে না। ঝুলতে ঝুলতে ফ্লাই ওভারে পর্যন্ত এসে দেখি রেলিঙে ঘষা খেয়ে দুজনেই অক্কা পাবো। এবার পাশের সহঝোলা-যাত্রী কাতর মিনতি করে বলল— ভাই, আমি নেমে যাচ্ছি, প্লিজ হুজুরকে নিয়ে যান, প্লিজ।

একজন গার্ড প্রতিদিন অফিসে যাওয়ার পথে সালাম দেন। এমনকি তার অলক্ষে যদি কিছু দূর এগিয়ে যাই, তিনি দৌড়ে সামনে এসে সালাম দেন। আজ একজনের আড়ালে পড়ে গিয়েছিলাম, দেখি তিনি ঘার বাঁকিয়ে পিছন দিক থেকে জোরে ‘আস-সালামু আলাইকুম, হুজুর’ বলে উঠলেন। বানিয়ে বলছি না—ট্রাস্ট মি।

এই আস্থা ও ভালোবাসা এখনও মানুষ হুজুরদের জন্য পুষে রাখে। আমিও একজন হুজুর মানুষ।

আর কিছু লিখতে ইচ্ছে করছে না...

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৪:৫৭

জাহিদ হাসান বলেছেন: আমিও কওমীতে দুই বছর পড়েছি। পরে আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাশ করে কলেজে ভর্তি হই।
বর্তমানে সাত কলেজ থেকে অনার্স সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা দিচ্ছি। দোয়া করবেন।

জাহিদ হাসান শিশির

০৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:১০

মনযূরুল হক বলেছেন: সাত কলেজ থেকে অনার্স দেখে তো ভয় পাচ্ছি :)

শুভ কামনা রইল...

২| ০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: ছবিটা খুব সুন্দর।

০৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:১১

মনযূরুল হক বলেছেন: ন্যাশনাল জিওগ্রাফি থেকে নেওয়া...

৩| ০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৫:৩৬

চাঁদগাজী বলেছেন:


জাহিদ হাসান বলেছেন, " আমিও কওমীতে দুই বছর পড়েছি। পরে আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাশ করে কলেজে ভর্তি হই।
বর্তমানে সাত কলেজ থেকে অনার্স সেকেন্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা দিচ্ছি। দোয়া করবেন। "

-দোয়া কি সফলতার সাথে পাশের জন্য, নাকি পরীক্ষার আগে, প্রশ্নপত্র হাতে আসার জন্য?

০৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:১১

মনযূরুল হক বলেছেন: বিরাট দুর্ঘটনা :)

৪| ০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

জাহিদ হাসান বলেছেন: চাঁদগাজী
অন্যরা দোয়া করলে আত্নবিশ্বাস বাড়ে।
এজন্যই আমরা লোকের দোয়া বা আশীর্বাদ নেই।

০৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:১২

মনযূরুল হক বলেছেন: বটে বটে...

৫| ০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:২৩

অন্তরা রহমান বলেছেন: এই সম্মানটা আপনাদের প্রাপ্য বলেই আমি মনে করি।

০৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:১২

মনযূরুল হক বলেছেন: অসংখ্য ধন্যবাদ, আপা। কিন্তু আজকাল যা শুরু হইছে, লজ্জায় মরে যাই..

৬| ০২ রা আগস্ট, ২০১৯ ভোর ৫:৫৮

সুপারডুপার বলেছেন: @ চাঁদগাজী & জাহিদ হাসান , বাংলাদেশে 'দোয়া চাওয়া ', সালাম দেওয়া হচ্ছে ফরমালিটি/রীতি /আদব। দেশে তো গুরুজনদের শুরু হয় সালাম দিয়ে ও শেষ হয় দোয়া চাওয়া দিয়ে। চাঁদগাজী ব্লগের গুরুজন। চাঁদগাজীর দোয়া সবচেয়ে বেশি কাজে লাগতে পারে। :P

কিন্তু জীবনের বাস্তবতা অন্যের দোয়ার চেয়ে নিজের দোয়ায় নিজের জন্য কাজে লাগে। কারন, 'God helps those who help themselves''

০৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:১৪

মনযূরুল হক বলেছেন: জীবনের বাস্তবতা অন্যের দোয়ার চেয়ে নিজের দোয়ায় নিজের জন্য কাজে লাগে

রাইট...

৭| ০৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:২৬

জাহিদ হাসান বলেছেন: চাদঁগাজী সাহেব তো বটেই দেশের সব মানুষের কাছে দোয়া চাই।
সাত কলেজে যে সেশনজটের গিট্টু লাগছে সেটা দেশের সব মানুষের দোয়া ছুটবে না।হ :|

কোন উগান্ডায় আছি?

জাহিদ হাসান শিশির

০৬ ই আগস্ট, ২০১৯ দুপুর ১২:৪৫

মনযূরুল হক বলেছেন: বাংলাদেশের চেয়ে ভালো উগান্ডা আর কোথায় আছে, ভাই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.