নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্রোমোজোমের পারমিউটেসনে আজ এপর্যন্ত!

মেটাফেজ

জীবনের শুরু

মেটাফেজ › বিস্তারিত পোস্টঃ

আর জে নটি না? হিহি

২৩ শে জুন, ২০১৮ দুপুর ১২:২৫

হাত দিয়া গোল কইরা আগেরবার কাপ পাইছিল, আসলে কদু দেওনের কাম আছিল

এইবার তো কথাই নাই

মন্তব্য ৪৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৮ দুপুর ১২:২৮

শায়মা বলেছেন: কাপের বদলে পিরিচ বা গ্লাস দেবে, কদু কেনো!!!! B:-)

২৩ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৩

মেটাফেজ বলেছেন: গোল করব পা দিয়া বা মাথা দিয়া, হাত দিয়া কেনো??

২| ২৩ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৩

সিগন্যাস বলেছেন: =p~ =p~ =p~

২৩ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৪

মেটাফেজ বলেছেন: এই সত্যি প্রকাশ পাওয়ার পর ব্রাজিলের গেন্জি বেঁচা বাইড়া গেছে: বাসস!!

৩| ২৩ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৮

শায়মা বলেছেন: ওহ তাই কদু, যেন সেটা দিয়ে একতারা বানিয়ে হাত দিয়ে বাজাতে পারে। :)

২৩ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৯

মেটাফেজ বলেছেন: =p~

২৩ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৪

মেটাফেজ বলেছেন: আজকের সেরা কমেন্ট।
তয় আর্জেন্টাইন ভাই বেরাদররা শুনলে আম্নের খপর আছে।

৪| ২৩ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৯

শাহাদাত নিরব বলেছেন: তার পরেও অনেক সাফোর্টারের টনক লড়ে নাই ।
এখনো মেসি কে সেরা বলে যাচ্ছে ।
আমিও মানি মেসি সেরা তবে সেটা শুধুই বার্সেলোনার স্কোয়াডে।
নিজ দেশের জন্য কিছুই দিতে পারেনি আজ পর্যন্ত ।

২৩ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪১

মেটাফেজ বলেছেন: বিশ্বকাপ আইলেই এই দুই দল নিয়া দেশ দুইভাগ। কোন দাদার আমলে হেরা মগ জিতছিল হেই স্মৃতি নিয়া লোকজন এখনও চুইংগাম চিবায়।

"ড়েকেচো বাঙালি করে, মানুষ করোনি"

৫| ২৩ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৭

রোকনুজ্জামান খান বলেছেন: আর্জেনটিনা ভাল খেলে এতটাই ভাল খেলে যেটা নিন্দনীয়।
ভক্তদের এত সমলেচনার ভীরেও তারা ঘুমন্ত।
তারা আর জেগে উঠতে পারবে না।
কদু হাতে একতারা বাজানো ছাড়া আর কিছুই করার থাকবে না।

২৩ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৯

মেটাফেজ বলেছেন: জাগো, আর জে নটি না, জাগো

৬| ২৩ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৭

শায়মা বলেছেন: এহ রে আমার খবর করবে কার ঘাড়ে কয়টা মাথা আছে এই দুনিয়ায়!!!!

তবে অনেকদিন কোনো খবর মানে খবর বানাবার চেষ্টাও দেখিনা নিজের। একটু অবসরেও আছি। খবর হলে ভালোই হত। মজাদার সময় কাটতো! :P

২৩ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫১

মেটাফেজ বলেছেন: এইডি কইয়েন না, পরে কুফা লাগব। কয়েক রাইত আগে দেক্লাম গাঁজী কাহুর উপরে শনির নজর পড়ছিল আবার।

৭| ২৩ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৮

খনাই বলেছেন: কথা হুশ কইরা ....শতাব্দীর সেরা গোলখানা কিন্তু তার পরেই তিনকাটির তলে সান্ধাইয়া দেসিলো বুইঝা হ্যা ....!

২৩ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫২

মেটাফেজ বলেছেন: আর জে নটি নার জন্য প্রত্যেক বিশ্বকাপে একটা বিশেষ মগ বরাদ্দ করা হউক ৮৬র স্মরণে। মগ দেওয়ার অনুষ্ঠানে আমরা গান গামু "সালাম সালাম, হাজার সালাম"

৮| ২৩ শে জুন, ২০১৮ দুপুর ১:০০

শুভ_ঢাকা বলেছেন: হা হা হা...... হে হে হে...... দারুণভাবে বিনোদিত হইলাম। B-))

২৩ শে জুন, ২০১৮ দুপুর ১:০২

মেটাফেজ বলেছেন: ;)

৯| ২৩ শে জুন, ২০১৮ দুপুর ১:০০

শায়মা বলেছেন: আমি কি আর গাঁজী কাহু নাকি!!! হু হু ... :P

২৩ শে জুন, ২০১৮ দুপুর ১:০৫

মেটাফেজ বলেছেন: সত্যি কথা। কাহুর মাথা সবসময় হট। "চুলার আগুন নিভিয়া যাইবে, কুকাকুলার হিমশীতল বতল নর্মাল হয়া যাইবে, কিন্ত কাহুর মাথা কখনও ঠান্ডা হইবে না"

১০| ২৩ শে জুন, ২০১৮ দুপুর ১:০৯

সাদা মনের মানুষ বলেছেন: আমি আর্জেন্টিনার ভক্ত নই, কিছুটা সাপোর্ট করি ফ্রান্সের। তবে সবে মাত্র ফেজবুকে এই তথ্যগুলো পেলাম, সত্য মিথ্যা জানিনা।

মেসি সম্পর্কে কিছু অজানা তথ্য [সংকলিত]

★লিও মেসির বার্ষিক ইনকাম ৮৪০ লক্ষ ইউরো।

★ মেসি তার আয়ের ৮০% ইউনিসেফকে দান করে দেয়।

★চ্যারিটেবল ট্রাস্ট ইউনেস্কোর ৪৭% আয় আসে মেসির দান থেকে।

★সারা বিশ্বের ১৮৯ টি দেশের ৮৬৪৩ টি স্কুল তৈরিকারী ব্যাক্তি হচ্ছে মেসি।

★লিও মেসি বছরে ৪০ মিলিয়ন শিশুদের স্কুলের ব্যয়ভার বহন করেন।

★ মেসি বার্সেলোনা থেকে প্রাপ্ত অর্থের বড় একটি অংশ দান করেন বার্সারই যুব প্রকল্প লা মাসিয়াতে, যেখানে মেসি নিজেই বড় হয়েছেন।

★ মেসির চ্যারিটেবল ট্রাস্ট মেসি ফাউন্ডেশন বছরে ১০ মিলিয়ন পথশিশুদের আর্থিক এবং সামাজিক সমস্যার সমাধান করে থাকে।

★ মেসির কর ফাঁকির মামলায় পাওয়া ৬৫ হাজার ইউরো গরীব শিশুদের মাঝে দান করে দিয়েছেন।

★ মেসি বিশ্বকাপে রানার্সাপে পাওয়া পুরো টাকা আর্জেন্টিনার একটি হাসপাতালে দান করে দিয়েছিলেন ।

★ ইসরাইল যখন ফিলিস্তিনের উপর হামলা করেছিল, তখন মেসি বলেছিলেন,আমি ঘৃণা করি ঐ সমস্ত ব্যাক্তিদের যারা শিশুদের উপরে আঘাত করে। পরে নিজেই ফিলিস্তিনে গিয়ে সেই শিশুদের মাঝে দান করেছিলেন ১০ মিলিয়ন ইউরো।

★ ফোর্বেস এর তালিকায় মেসি বিশ্বের সেরা ৫০ ডোনেটরের মধ্যে আছে।

২৩ শে জুন, ২০১৮ দুপুর ১:৪০

মেটাফেজ বলেছেন: অতি উত্তম তথ্য। জাঝাকাল্লাহ খায়ের। মাগার পোস্টের উদ্দেশ্য মেসির মান নিয়া প্রশ্ন না। পোস্টের উদ্দেশ্য একদল ত্রিশ বছর আগে মগ জিতছিল, আরেক দল ষোলবছর আগে জিতছিল, সেইটার দোহাই দিয়া আর কয় বছর দুইদলের বাঙাল ভক্তরা খুনাখুনি করব?

১১| ২৩ শে জুন, ২০১৮ দুপুর ২:১৮

মোঃ ইকবাল ২৭ বলেছেন: ধন্যবাদ সাদামনের মানুষ। লেখক বলছেন দুই দল আপনি নিজেও তো একটি পক্ষ নিয়ে আরেকটা পক্ষকে উত্তেজিত করছেন।

২৪ শে জুন, ২০১৮ রাত ১২:০৩

মেটাফেজ বলেছেন: পোস্টের উদ্দেশ্য একদল ত্রিশ বছর আগে মগ জিতছিল, আরেক দল ষোলবছর আগে জিতছিল, সেইটার দোহাই দিয়া আর কয় বছর দুইদলের বাঙাল ভক্তরা খুনাখুনি করব?

১২| ২৩ শে জুন, ২০১৮ বিকাল ৩:৩০

আবু তালেব শেখ বলেছেন: ৭৮ রে নাকি ওরা পেরু কে গম না দেওয়ার ভয় দিয়ে জিতেছিল। তখন জান্তা সরকার নানারকম ভয়ভিতি দিয়ে প্রথম কলংক ঘরে তুলেছিল

২৪ শে জুন, ২০১৮ রাত ১২:০৫

মেটাফেজ বলেছেন: কে কেমনে জিতছিল সেইটা কথা না। আমরা হাজার হাজার মাইলের দূরের বাঙালরা এই দুই বাল নিয়া আর কত বছর লাফামু আর হৃদযন্ত্র বন হয়া মরমু সেইটা আছিল পোস্টের উদ্দেশ্য। কালকে ব্রা-জিল পুনমারা খাইলে কাছাকাছি ছবিই দিতাম।

১৩| ২৩ শে জুন, ২০১৮ বিকাল ৫:১২

রাজীব নুর বলেছেন: ডিস লাইক।

২৪ শে জুন, ২০১৮ রাত ১২:০৬

মেটাফেজ বলেছেন: বেশি জ্বলে?? বরফ ঘষলে আরাম হইব B-))

১৪| ২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

হাসান রাজু বলেছেন: এমন একজনের হাতে কদু ধরাইলেন যে কিনা পুরা বিশ্বকে সাথে বাংলাদেশকে ও মোহগ্রস্ত করেছিল তার ফুটবল যাদু দিয়ে। এমন কাউকে ফুটবলবিশ্ব আগে পরে আর দেখেনি । স্থূলতা আর মজা করা এক করে দিলেন । হয়ত ফেসবুকের নোংরামি স্টার আপনি । এখানে ও ছড়িয়ে দিতে চাইছেন। দেখা যাক কতটুকু সফল হতে পারেন।

২৪ শে জুন, ২০১৮ রাত ১২:০৯

মেটাফেজ বলেছেন: রাজু সাব, এত হর্ণি হওনের কিছু নাই। আমাদের পুরা দেশ আর মিডিয়া এই দুইদলরে নিয়া এতটাই কানা যে বাস্তবে যে এই আর্জেন্টিনা আ ব্রাজিলরা একজনের দল সেইটা আমরা বুঝার ক্ষমতাও আমাগর গেছে গা।

১৫| ২৩ শে জুন, ২০১৮ রাত ৯:০৬

তারেক ফাহিম বলেছেন: ব্লগকে ব্লগের মত রাখেন ফেবু বানাবেন না।

২৪ শে জুন, ২০১৮ রাত ১২:০৯

মেটাফেজ বলেছেন: :-<

১৬| ২৩ শে জুন, ২০১৮ রাত ১০:৪১

টোনাল্ড ড্রাম্প বলেছেন: রাজশাহীর নগরীর ফায়ার সার্ভিস মোড় এলাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে মারমারিতে তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন আর্জেন্টিনার সর্মথক নোবেল মিয়া, ব্রাজিল সমর্থক আওলিয়া, সিপলু রাকিব। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি গত বৃহস্পতিবার গভীর রাতের।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল হেরে গেলে আওলিয়া নামে ব্রাজিলের এক সমর্থককে মারধর করে আর্জেন্টিনার সমর্থকরা। গত বৃহস্পতিবার রাতে আর্জেন্টিনা ৩-০ গোলে ক্রোয়েশিয়ার কাছে
হেরে যাওয়াকে কেন্দ্র করে ব্রাজিল সমর্থক আওলিয়া ও আর্জেন্টিনার সমর্থক নোবেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাত আড়াইটার দিকে ধারালো অস্ত্র নিয়ে তাদের মধ্যে মারামারির ঘটনাও ঘটে। এ সময় ব্রাজিল সমর্থক আওলিয়া, সিপলু রাকিব ও সোহেল রানা আর্জেন্টিনার সমর্থক নোবেলকে মারধর ও ছুরিকাঘাত করে। খবর পেয়ে আর্জেন্টিনার কয়েকজন সমর্থক এসে আওলিয়া ও সিপলুকে মারধর করে পালিয়ে যায়।
পরে আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালের ৩১ ও ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত এক চিকিৎসক জানিয়েছেন, নোবেলের ডান হাত ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। রাতেই চিকিৎসাধীন আওলিয়াকে আটক করে বোয়ালিয়া থানা পুলিশ। আর নোবেলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে আটক অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নগরীর বোয়ালিয়া থানার ওসি মো. আমানউল্লাহ জানান, গত বছরের খেলা নিয়ে তাদের বিরোধ ছিল। দুই পক্ষের দুইজন আওলিয়া ও নোবেলকে আটক করা হয়েছে।

২৪ শে জুন, ২০১৮ রাত ১২:১০

মেটাফেজ বলেছেন: আরেকটা দামি কমেন্ট। স্যালুট বস। এই দুই বালের টিমের বাঙাল ফ্যানগর কুস্তাকুস্তি দেখতে দেখতে বিরক্ত হয়া গেছি। উপ্রে কানা ফ্যান দুয়েকজনের জ্বলা দেখেন ;)

১৭| ২৩ শে জুন, ২০১৮ রাত ১০:৪৩

টোনাল্ড ড্রাম্প বলেছেন: আমরা হলাম পাগল, ছাগল ও বুদ্ধিপ্রতিবন্ধী জাতি

২৪ শে জুন, ২০১৮ রাত ১২:১২

মেটাফেজ বলেছেন: আমরা সবাই পাগল না। ১৩ নাম্বার কমেন্টারের মত কয়েকটা আছে ছাগল। তয় বুদ্ধি প্রতিবন্ধী বেশি এইটা সঠিক।

১৮| ২৪ শে জুন, ২০১৮ রাত ১২:০৬

শাহরিয়ার কবীর বলেছেন:

টোনাল্ড ড্রাম্প বলেছেন: আমরা হলাম পাগল, ছাগল ও বুদ্ধিপ্রতিবন্ধী জাতি[/sb

শত কোটি লাইক জানালাম ব্লাগার টোনাল্ড ড্রাম্পকে। :P

২৪ শে জুন, ২০১৮ রাত ১২:১২

মেটাফেজ বলেছেন: মুইও টোনাল্ড ভাইরে সালাম জানাই।

১৯| ২৪ শে জুন, ২০১৮ রাত ১:০২

রানার ব্লগ বলেছেন: আপনার রুচি বোধ নিয়ে আমি দ্বিধা গ্রস্থ।

২৭ শে জুন, ২০১৮ দুপুর ২:৪৭

মেটাফেজ বলেছেন: :-<

২০| ২৪ শে জুন, ২০১৮ রাত ১:৫৪

হাসান রাজু বলেছেন: আমরা সবাই পাগল না। ১৩ নাম্বার কমেন্টারের মত কয়েকটা আছে ছাগল। তয় বুদ্ধি প্রতিবন্ধী বেশি এইটা সঠিক।

সবার দৃষ্টি আকর্ষণ করছি। সত্যিকারের বুদ্ধি প্রতিবন্ধীটা কে, চেনা যাচ্ছে কি এখানে?
জনাব মেটাফেজ,
আমি সত্যি অবাক হচ্ছি আপনার প্রতিউত্তর পড়ে পড়ে । আপনি ২ বছর ধরে ব্লগে আছেন কিন্তু আপনি সামান্যতম ভদ্রতাটুকু রাখেন নি আপনার প্রতিউত্তরে। আপনি যে সব উগ্র বাঙালদের সমালোচনা করছেন আপনি নিজে সেই লাইনে দাড়িয়ে সবার সামনে । অস্বীকার করবেন? কিন্তু সবাই আপনার অবস্থান চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে । আর বলার কিছু নাই।

২৭ শে জুন, ২০১৮ দুপুর ২:৪৮

মেটাফেজ বলেছেন: আপ্নের প্রোপিক দেইখ্যা এইবার বুঝলাম আপ্নের এত বড় বুদ্ধিজীবি সাজার কারণ। ভয় নাই জয় আবার আসপে

২১| ২৪ শে জুন, ২০১৮ সকাল ৯:২৬

মোঃ খুরশীদ আলম বলেছেন: বিব্রতকর, লেখাটা অন্যরকম হতে পারতো।
এই যেমন খেলা নিয়ে উন্মাদনা যেন নিজেদের ঐক্য ও ভাতৃত্বকে নষ্ট না করে ইত্যাদি।

২৭ শে জুন, ২০১৮ দুপুর ২:৫০

মেটাফেজ বলেছেন: ব্রা-জিল ধরা খাইলে ব্রা-জিলরে নিয়াও ভাতৃত্ববোধের পুষ্ট আসপে।

২২| ২৪ শে জুন, ২০১৮ দুপুর ১:২৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দুটো ছবি দিয়ে অনেক কিছুই বোঝানো হয়েছে।

২৭ শে জুন, ২০১৮ দুপুর ২:৫০

মেটাফেজ বলেছেন: হ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.