নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অর্থ মানুষকে প্রভাবশালী নয় বরং জ্ঞানই মানুষকে প্রভাবশালী বানায়। (Fb.com/Mohammad.Hasib || [email protected])

মেহেদী হাসান হাসিব

বিচিত্র ব্যক্তিত্বের অধিকারী

মেহেদী হাসান হাসিব › বিস্তারিত পোস্টঃ

কী বলেছিলেন প্রেরণা দানকারী ব্যক্তিরা?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০০

আমরা অধিকাংশরাই সফল ব্যক্তিত্বকে অনুসরণ করি। তাদের মাধ্যমে নিজেদের অনুপ্রাণিত করি। তেমনি কিছু অনুপ্রেরণামূলক কয়েকজন সফল ব্যক্তিত্বের সাড়া জাগানো জনপ্রিয় সেই উক্তিগুল যা বদলে দেয় হাজার মানুষ জীবন— আসুন জেনে নেই।

পাওয়ার অব পজেটিভ থিংকিং নিয়ে আলোচিত নরম্যান ভিনসেন্ট পিয়েল তার লেখা সতের অধ্যায়ের বই "দি পাওয়ার অব পজেটিভ" এ তিনি কিছু উক্তি লিখেছেন যা পয়েন্ট করে দেখাচ্ছি—

** আপনি যেভাবে চিন্তা করবেন আপনার আত্মবিশ্বাস সেরকমই হবে। যদি আপনি চিন্তা করেন আপনি পরাজিত হবেন, তাহলে আপনি পরাজিত হবেনই।
** যদি আপনার নিজের প্রতি আস্থা থাকে তাহলে কোনকিছুই আপনার জন্য অসম্ভব না।
** সাহসী হোন। কারণ শুভ শক্তিগুল সাহসীদের সাহায্যর্থে এগিয়ে আসে।
** যে বিশ্বাস করেন যে সে পারবে, সেই পারে। যে বিশ্বাস করে না, সে পারেও না।
** যেটা করতে ভয় লাগে সেটা দিয়েই প্রথমে শুরু করুন। কারণ ভয় পালিয়ে যেতে বাধ্য।

বিখ্যাত আমেরিকা লেখক ডেল কর্নগী তিনি বিভিন্ন বক্তব্য এবং বইয়ে কিছু উক্তি বলেছিলেন যা পয়েন্ট করে দেখান হলো--

** জীবনে পাওয়ার হিসাব করুন। না পাওয়ার দুঃখ খাকবেনা।
** মনে রাখবেন, আপনি কে বা আপনার কি আছে তার উপর আপনার সুখ নির্ভর করেনা, আপনার সুখ নির্ভর করে আপনি কেমন চিন্তা করেন তার উপর।
** যা আপনাকে পীড়া দেয়, এমন বিষয় নিয়ে এক মিনিটের বেশি ভাববেন না।
** মনে রাখবেন আজকের দিনটি গতকাল আপনার কাছে আগামীকাল ছিল। যেটার কথা ভেবে গতকাল আপনি চিন্তিত ছিলেন আজ নয়।
** অস্পষ্টতায় ভরা দুরের কিছুর চেয়ে কাছের স্পষ্ট কিছু দেখাই আমাদের দরকার।
** আমি চাইতাম বিখ্যাত ব্যক্তিদের মতো সফল হতে; এর জন্য আমি অনেক পরিশ্রমও করেছি কিন্তু আমি কোনভাবেই সফল হইনি,অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম- অন্যের মতো নয়- বরং আমি হবো আমার মতো।
** যে অবস্হায়ই পড়ুন না কেন- অবস্থার ভালো মন্দ না দেখে বিচার করা উচিত নয়।
** যিনি নিজের মন নিয়ন্ত্রণ করতে পেরেছেন তিনিই সফলতা লাভ করেছেন।

নেপোলিয়ন হিল বলেছেন— অনেক লক্ষ মানুষ আছেন যারা নিজের ক্ষেত্রে বিশ্বাস করেন যে তারা দারিদ্র্যতা এবং ব্যর্থতার ''কষ্ট ভোগ করতে ভাগ্য কর্তৃক নির্দিষ্ট করা", কারণ কিছু অদ্ভুত শক্তির উপর তারা বিশ্বাস করেন যাদের উপর তাদের কোন নিয়ন্ত্রণ নেই। তারা নিজেরাই তাদের "দুর্ভাগ্যের" সৃষ্টিকারী, কারণ হচ্ছে এই নেতিবাচক বিশ্বাস, যা অবচেতন মন ধরে ফেলেছে এবং একে বাস্তবে সমানরুপে রুপান্তরিত করেছে।

ডেভিট জে শ্বার্টজ বলেছেন— নিজেকে ঠকাবেন না । নিজেকে তুচ্ছতাচ্ছিল্য করবেন না। নিজের গুণগুলো খুঁজে দেখুন। আপনি নিজেকে যা মনে করেন, তার চেয়েও আপনি অনেক বড় মাপের মানুষ ।

ভারতের একাদশ রাষ্ট্রপতি এ. পি. জে আব্দুল কালাম ভারতের একাদশ রাষ্ট্রপতি, লেখক ও বিজ্ঞানী। তার কিছু উক্তি—

** তরুণ প্রজন্মের কাছে আমার আহ্বান হলো
ভিন্নভাবে চিন্তা করার সাহস থাকতে হবে।
আবিষ্কারের নেশা থাকতে হবে। যেপথে কেউ
যায় নি, সে পথে চলতে হবে। অসম্ভবকে সম্ভব
করার সাহস থাকতে হবে। সমস্যা চিহ্নিত করতে হবে
এবং তারপর সফল হতে হবে। এগুলোই হলো
সবচেয়ে মহৎ গুণ। এভাবেই তাদেরকে এগিয়ে
যেতে হবে। তরুণদের কাছে এটাই আমার বার্তা।
** জীবন এক কঠিন খেলা। এই খেলায় জয় তখনই
সম্ভব, যখন তুমি ব্যক্তি হিসেবে জন্মগতভাবে
পাওয়া অধিকারকে ধারণ করবে।

ভারতের বিখ্যাত লেখক শিব খেরার দুটি সারা জাগানো উক্তি—
** দৃষ্টিভঙ্গি বদলান জীবন বদলে যাবে।
** বিজয়ীরা ভিন্ন ধরনের কাজ করে না, তারা একই কাজ ভিন্নভাবে করে।
সত্যিকার অর্থেই যদি এই উক্তিগুল আপনিও বিশ্বাস করে বাস্তবসম্মত করেন তবে আপনার জীবনও বদলে যাব। বদলে যাওয়া অনেক সহজ শুধু প্রয়োজন বদলে যাওয়ার মত ভাবনা। যা ছিল সেই মহিষী ব্যক্তিদের

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫৫

মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর পোষ্ট।

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৩২

মেহেদী হাসান হাসিব বলেছেন: ধন্যবাদ ভাইয়া

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১৭

আরোগ্য বলেছেন: নাম্বারিং করা থাকলে মন্তব্য করতে সুবিধা হয়। ভালো থাকুন।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১১

মেহেদী হাসান হাসিব বলেছেন: ধন্যবাদ ভাই, পরবর্তীতে নাম্বারিং করে দিব।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:২১

রাকু হাসান বলেছেন: পোস্টে যেসব লেখকদের নাম উল্লেখ করলেন ,তাঁরা আমার খুব পছন্দের উক্তিগুলো দারুণ । ডেভিটের উক্তিটি বেশ ভাল লাগছে । এটা জানা ছিলো না ,আমার । বাকিগুলোও চমৎকার ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১২

মেহেদী হাসান হাসিব বলেছেন: আমি তাদের বইগুল ফলো করি। প্রচন্ড পরিমান আসক্ত তাদের লেখা বইয়ের প্রতি।

৪| ২২ শে জুন, ২০১৯ সকাল ৯:৫৭

খায়রুল আহসান বলেছেন: চমৎকার সব প্রেরণাদায়ক বাণী পোস্টে উপস্থাপন করেছেন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.