নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মাহমুদুল হাসান ইমরোজ, ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক, ছোটবেলা থেকে খুব অল্পতেই তুষ্ট,কারো উপর অনধিকার চর্চা থেকে নিজেকে গুটিয়ে রাখতাম এখনও তেমনই আছি, কবিতা ভালোবাসি, কবিতার উপর প্রচণ্ড আবেগ ভালোবাসা......কবিতার সাথেই থাকতে চাই

মাহমুদ আল ইমরোজ

সাধারণ মানুষ তাই ভাবনাগুলো সাধারণ

মাহমুদ আল ইমরোজ › বিস্তারিত পোস্টঃ

কবিতা

২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১০

অপেক্ষার প্রহরে বিধ্বস্ত
মাহমুদুল হাসান ইমরোজ

কতটা প্রহর আমি অপেক্ষায় কাটাবো
আর কতটা প্রহর এভাবেই চলে যাবে!
এক পশলা বৃষ্টি তারপর রোদ্দুর
বকুলতলায় কুড়ানো ফুলগুলোর সঙ্গ
আমাকে বারন করে ফিরে আসতে।
একমুঠো বকুলের মালাটি মেলে ধরি,
তাজা বকুলের ঘ্রাণ এখনও বাকি আছে।
বিশ্বাস করো হে সখি আমি বকুলতলায় আছি
এবং এখানেই অপেক্ষায় থাকব যদি ধরা না দাও।
সেই কুসুমভোরে নগ্নপায়ে শিশির মাড়িয়েছি,
কতটা কাঁটা বিধেছে তার ইয়ত্তা নেই,
একগ্লাস পানিতে শরীরটা এখনো ফুরফুরে
কিন্তু সূর্যটা আমাকে বিরক্ত করেই চলছে,
তবুও আমি অপেক্ষায় আছি পথপানে।

সেদিন বলেছিলে বকুলের মালায় সাজবে
টিকলি আর টায়রা বানিয়ে দিতে হবে,
আর নূপুর পেলে নৃত্যগীতে মন ভরাবে।
আমি তাই প্রতিরাতেই স্বপ্ন দেখি
ভোরের পাখি হয়ে মুঠোমুঠো বকুল তুলি
মালায় জড়িয়ে রাখি সবগুলো অতি যত্নে,
কিন্তু অপেক্ষার প্রহরে আমি আজ বিধ্বস্ত।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.