নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মাহমুদুল হাসান ইমরোজ, ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক, ছোটবেলা থেকে খুব অল্পতেই তুষ্ট,কারো উপর অনধিকার চর্চা থেকে নিজেকে গুটিয়ে রাখতাম এখনও তেমনই আছি, কবিতা ভালোবাসি, কবিতার উপর প্রচণ্ড আবেগ ভালোবাসা......কবিতার সাথেই থাকতে চাই

মাহমুদ আল ইমরোজ

সাধারণ মানুষ তাই ভাবনাগুলো সাধারণ

মাহমুদ আল ইমরোজ › বিস্তারিত পোস্টঃ

রাতের দীর্ঘতায় স্বপন

২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৩

রাতের দীর্ঘতা আমাকে আচ্ছন্ন করে নিত্য
কী যে যন্ত্রণা!
কী যে উন্মত্ততা!
কত রকম স্বপ্ন ঘিরে থাকে অলীক রাজ্যে!
আমি হারিয়ে যাই তেপান্তর পেরিয়ে
আরও দূরে যেখানে সূর্য নিঃশ্বাস ফেলে
আরও দূরে যেখানে স্বপ্নগুলো বাঁধনহারা।
বিহঙ্গ পারাবার পেরুতে আমাকে নেয়
কখনো সূর্যটা উঁকি মেরে তাকায়
মেঘেরা তাকে আড়াল করে তার অভিযোগ
কেনো রাতের দীর্ঘতা তাকেও হারায়!
সে তো রংধনু মেলে ধরে আকাশে
আবার কাশফুলে তারই প্রতিফলন,
নীলপরী কলহাস্যে ভেসে বেড়ায় অবিশ্রান্ত
মেঘেদের সাথে গলাগলি এক অপরূপ নন্দনতত্ত্ব।

আমি পিছুপিছু রই,
কখনো বিহঙ্গী কখনো নীলপরী
কখনো মেঘরাণী কখনো রূপবতী রংধনু
আমাকে পথ দেখায় প্রতিটা বাঁকে,
আমি স্বপ্ন দেখি উড়ন্ত নাবিকের নয়নতারায়।
কী যে অপরূপ ছোঁয়া!
কী যে আনন্দজপ!
কী যে স্নিগ্ধতা!
আমার স্বপ্নজালে সবই বাঁধনে ভরা
অস্পৃশ্য মায়ার আঁচলে অনন্ত যৌবনা।

রাতের কান্না আমাকে বড্ড নির্মম করে
আমি প্রতিবাদ করে যাই
আমি লড়ে যাই অবিরাম
অবিশ্রান্ত তনুমন ন্যুব্জ হয় অবশেষে
ভোরের শান্তধারায় চলে শিরশিরে অবগাহন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৮

এহসান সাবির বলেছেন: বাহ্‌!

২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৩

মাহমুদ আল ইমরোজ বলেছেন: অনেক ধন্যবাদ জনাব.।

২| ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৫

কিরমানী লিটন বলেছেন: বেশ- চমৎকার ভালোলাগা,শুভকামনা ...

২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪৪

মাহমুদ আল ইমরোজ বলেছেন: উৎসাহ পেলাম ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.