নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মাহমুদুল হাসান ইমরোজ, ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক, ছোটবেলা থেকে খুব অল্পতেই তুষ্ট,কারো উপর অনধিকার চর্চা থেকে নিজেকে গুটিয়ে রাখতাম এখনও তেমনই আছি, কবিতা ভালোবাসি, কবিতার উপর প্রচণ্ড আবেগ ভালোবাসা......কবিতার সাথেই থাকতে চাই

মাহমুদ আল ইমরোজ

সাধারণ মানুষ তাই ভাবনাগুলো সাধারণ

মাহমুদ আল ইমরোজ › বিস্তারিত পোস্টঃ

মোনালিসা

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:০৮

মোনালিসা
মাহমুদুল হাসান ইমরোজ

তোমার চাঁদমুখ আজো অনির্বাণ,
তুমি অসংখ্য তারার রাণী,
হৃদয়ে অকৃত্রিম হাসির ঘূর্ণিবাতে ক্ষণিকের তরে
মিলিয়ে যাওয়া একফালি চাঁদের জোছনা।
মিটমিটে আলোয় আঁধারের বুকে অহর্নিশি
দৃপ্তপদক্ষেপের মন্ত্রণা।

তুমি আজো প্রাণে প্রাণে ছন্দবদ্ধ পঙক্তি রূপে
অনিঃশেষ কাব্যরসের সেরা যোজনা।
কবিতায় সুদৃঢ় শব্দচয়নে,বলিষ্ঠ উচ্চারণ
আর হৃদয় কাঁপানো অবিরাম আবৃত্তির
অনন্য প্রেরণা।

তুমি কবির হারানো সুপ্ত মনোবাঞ্ছায়
অকাল পদ্যে সুরলহরীর ক্রমাগত আবির্ভাব।
নিদারুণ যন্ত্রণার সাক্ষী,সদা জাগৃত
তরুছায়ায় নির্বাক শার্দূল।

তুমি ক্ষীণমনে কুম্ভীরাশ্রুর স্রোতধারায় তীব্র প্রতিবাদ,
পঙ্কিল মনুষ্যত্ব নাশিনী দোর্দণ্ড তেজস্বিনীর
প্রকাণ্ড হুংকার।
তুমি জেগে আছো দশদিগন্তে কোটি মানবমনে,
ভুবনজয়ী হাসিটুকু ফুলের পাঁপড়িরূপে
যেন চিরঅম্লান অনিঃশেষ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.