নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মাহমুদুল হাসান ইমরোজ, ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক, ছোটবেলা থেকে খুব অল্পতেই তুষ্ট,কারো উপর অনধিকার চর্চা থেকে নিজেকে গুটিয়ে রাখতাম এখনও তেমনই আছি, কবিতা ভালোবাসি, কবিতার উপর প্রচণ্ড আবেগ ভালোবাসা......কবিতার সাথেই থাকতে চাই

মাহমুদ আল ইমরোজ

সাধারণ মানুষ তাই ভাবনাগুলো সাধারণ

মাহমুদ আল ইমরোজ › বিস্তারিত পোস্টঃ

হতচ্ছাড়া কপাল

০১ লা নভেম্বর, ২০১৫ রাত ১১:০৩

হতচ্ছাড়া কপাল
মাহমুদুল হাসান ইমরোজ

রে কপাল! রে হতচ্ছাড়া!
তোর লিখনে আর বদল এলো না!
তোর জন্য এ জন আজ ভবঘুরে,
তুই আর পিছুপিছু থাকিস না।

বসন্ত বাতাসে কুহুতান শুনতে চেয়েছিলাম
তোর জন্য শুনতে হলো মশার গান।
ঘোড়ায় চড়ে রাজবাড়ি যাব,
কতদিন স্বপ্ন দেখেছিলাম! কিন্তু আজ
এ্যান্ড্রয়েড ঘোড়ার সহিস আমি।
কোথায় রাজবাড়ি! কোথায় কুহুতান!
সবই পালিয়েছে কপালগুণে!

আজ ধুলোয় মুখ লুকাই
ভারি সুন্দর দেখাচ্ছে মনে মনে ভাবি,
কী হবে আয়নায় চেহারা দেখে! রেখে দেই
এসব রাজপুত্রদের জন্য, সাধারণে নিষেধ।
সানগ্লাসটা হা করেই তাকিয়ে থাক
চোখের যেই শ্রী! আবার রোদেলা ভাব,
আলুর বেপারীর কী দরকার বিমানের খোঁজ!

একলা চলতে হবে, একেবারেই একলা
কাউকে নেয়া যাবে না চলার পথে,
মুখবন্ধ করেই থাকব যতদিন শ্রী না বাড়ে।
ভবঘুরে ফুলবাগানে কী করবে!
ফুলেরা কি তার সাথে মিতালী গড়বে!
একটু সুঘ্রাণ নিতে দিবে! কথা শুনবে!
ফুলেরা কিছুই দিবে না অযথা হাত পাতবে কেন!
বাগানে আসার টিকেটও মিলবে না তুমি অচ্ছুত বলে,
স্বপ্নেও ফুল দেখবে না কারন অধিকার নেই।
সবকিছু থেকে তুমি বিদায় হও, দূরে সাইরেন ডাকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.