নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মাহমুদুল হাসান ইমরোজ, ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক, ছোটবেলা থেকে খুব অল্পতেই তুষ্ট,কারো উপর অনধিকার চর্চা থেকে নিজেকে গুটিয়ে রাখতাম এখনও তেমনই আছি, কবিতা ভালোবাসি, কবিতার উপর প্রচণ্ড আবেগ ভালোবাসা......কবিতার সাথেই থাকতে চাই

মাহমুদ আল ইমরোজ

সাধারণ মানুষ তাই ভাবনাগুলো সাধারণ

মাহমুদ আল ইমরোজ › বিস্তারিত পোস্টঃ

কবিতা:........সৌন্দর্যের মুকুটে তুমি ই রাণী

১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৩৫

আজ আকাশরাজ্যে মহাধুমধাম,
অধীর আগ্রহে প্রজারা মিটিমিটি জ্বলছে,
তবে হারিয়ে যায়নি এখনো একেবারেই।
কিন্তু অগোচরে প্রজাদের কেউ কেউ
হীনম্মন্যতায় ভুগছে-অদৃশ্য হয়ে যাবার ভয়ে,
ম্লান চেহারায় দৃশ্যধারণ কি চলে?

আজ রাণীর উদয় হবে।
আকাশবাসীর অজানা নয়-এই উদয়াস্ত।
নিত্য ই তিনি আসেন আবার চলে যান,
তিনি আসলে জেগে থাকে মন, আবার যখন চলে যান
ভেঙ্গেচুরে একাকার স্বজন হারানোর তিব্রতায়,
আবার তিনি আসেন না নিয়ম মেনে কোনো কোনো দিনে।
হাসেন না বলে প্রজাদের নিরন্তর অভিশাপ--
কলঙ্ক কলঙ্ক! এ রাজ্যে রাণী নেই
কেনো নেই! কেনো তিনি নেই!

আজ দিগ্বিদিক আলোকিত করে আসবেন রাণী,
তাঁকে সম্ভাষিত করা হবে মহারাণী বলে।
আকাশ রাজ্যে আনন্দের হিল্লোল তাই-
আন্ধারকে অপমান করছে চরমভাবে,
আজ মহাচন্দ্রিমায় পুলকিত সবাই।

তারকারাজি চুপচাপ, মিলিয়ে যাচ্ছে।
হতভাগাদের সম্বলে আলোটুকুও আজ পরাজিত,
কিংবা আত্মসমর্পিত মহানরাণীর করতলে।
বিস্তীর্ণ আকাশজুড়ে একচ্ছত্র সৌন্দর্যের রাণী,
চোখ ধাঁধাঁনো আলোর তিব্রতা বেড়েই চলছে।
কারণ- তুমি মহারাণী, তুমি তুমি-ই,
তাবৎ সৃষ্টিকুলে মহাবিস্ময়!
তুমি পরম সৌভাগ্যের পরশমনি।
তুমি-ই তো থাকবে সৌন্দর্যের মুকুট পরে।

(ঢাকা, ১৫ নভেম্বর ২০১৬)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১২:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: পড়ে ভালো লাগলো!

১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:১৬

মাহমুদ আল ইমরোজ বলেছেন: ধন্যবাদ জনাব......ভালো থাকুন

২| ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ২:১৩

অরুনি মায়া অনু বলেছেন: হুম তাকে ছাড়া সবকিছু নিস্ব মনে হয়। আকাশ রানী আমার চন্দ্রিমা।

১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ৩:১৭

মাহমুদ আল ইমরোজ বলেছেন: ধন্যবাদ.... অনেক উৎসাহ পেলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.