নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মাহমুদুল হাসান ইমরোজ, ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক, ছোটবেলা থেকে খুব অল্পতেই তুষ্ট,কারো উপর অনধিকার চর্চা থেকে নিজেকে গুটিয়ে রাখতাম এখনও তেমনই আছি, কবিতা ভালোবাসি, কবিতার উপর প্রচণ্ড আবেগ ভালোবাসা......কবিতার সাথেই থাকতে চাই

মাহমুদ আল ইমরোজ

সাধারণ মানুষ তাই ভাবনাগুলো সাধারণ

মাহমুদ আল ইমরোজ › বিস্তারিত পোস্টঃ

কবিতা:........... মন ভালো নেই..............

২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৩



মন ভালো নেই
(মাহমুদুল হাসান ইমরোজ)
………………………………………………….

বেলা গড়িয়ে প্রায় বিদায়ে,
একটি চিঠি লিখব মনের মাধুরী মিশিয়ে।
মণিকোঠায় দীর্ঘদিন আবদ্ধ সেসব কথা,
কথাগুলোও আজ বিক্ষুব্ধ, স্বাধীনতা চাচ্ছে।
আমার অজান্তেই কথামিছিল শুরু হয়,
কথাদের আর্জিটুকু বেশ কঠিন-
‘কথাগুলো আকাশের ঠিকানায় উড়ে যাবে, কোনো বাধাই মানবে না।
তরঙ্গরেখার মতো দোল খাবে কথাসাগরে,
নাটাই দিয়ে ঘুড়ির মতো আটকে রাখা যাবে না’।

এক এক করে সত্তার প্রতিটি অণুকণাও বিদ্রোহ করল,
ধর্মাবতারের দোহাইও পাত্তা দিল না।
কথাঘটে দেহের প্রতিটি অঙ্গ বিকল হয়ে যাচ্ছে।
অম্লকামান থেকে পুলিশ অম্লরস নির্দয়ভাবে--
কথাশক্তির বিদ্রোহ দমাতে ছুড়ছে।
প্রচণ্ড আলোড়ন পুরো দেহজগতকে নাস্তানাবুদ করে ফেলল,
এ্যান্টাসিড প্লাসকেও টপকে যাচ্ছে।

অজ্ঞাতসারেই কথাগুলো বেরিয়ে ছুটতে লাগল,
হঠাৎ স্বাধীনতাপ্রাপ্তিতে তাদের গতি এখন ভয়ানক।
শুনলাম, তারা নাকি আকাশের কাছে যাবে!
ওখানেই তাদের বিদ্রোহী গুরুর আস্তানা।
কত ভয়ংকর, মনরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র!
প্রতিটি অঞ্চলে জীবাণু অস্ত্র প্রস্তুত ভয়ানক হামলায়-
বাধ্য হয়েই সমঝোতায় বসতে হচ্ছে।

আমি মনরাষ্ট্রের প্রধান, ‘মহামান্য জন’,
শুনলাম তাদের সব অভিযোগ।
হ্যাঁ তাইতো! তাদের অনেক চাওয়া পাওয়া আছে,
যুগযুগ ধরেই সেসব থেকে তারা বঞ্চিত।
মিথ্যা আশ্বাস, প্রবঞ্চনায় তাদেরকে ঠকানো হয়েছে,
কোনো এক দুর্বাঘাসের ডগায় জমে থাকা শিশির-
চাঁদের আলোর ভণিতায় তাদেরকে প্রজা বানায় স্বর্ণরাণীর।
আকাশে সেই স্বর্ণরাণীর বসবাস, তাই কথাগুলো--
মনরাষ্ট্রে বিদ্রোহ করে সেখানেই যেতে চায়।

আমি মহামান্য, মনরাষ্ট্রের প্রজাদের চলে যাওয়া--
আমার কাছে অতি আপনজন হারানোর মতোই,
একটুও বিভেদ করিনি এবং কখনও।

আকাশরাষ্ট্রের স্বর্ণরাণীকে পেয়ে তারা ভালো থাকুক-
মনরাষ্ট্র থেকে চিঠি লিখছি আকাশের ঠিকানায়,
কথাসব হারিয়ে মহামান্যের মন ভালো নেই।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:০২

বিজন রয় বলেছেন: কবিতায় অনেক কাহিনী আছে।
কিন্তু অনেক বানান ভুল আছে, ঠিক করে দিন।

২৪ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৪

মাহমুদ আল ইমরোজ বলেছেন: ধন্যবাদ.....ভুল থেকেই শিখতে চাই

২| ২৪ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১২

ভ্রমরের ডানা বলেছেন: সুন্দর।

৩| ২৪ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: বানান ভুল আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.