নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মাহমুদুল হাসান ইমরোজ, ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক, ছোটবেলা থেকে খুব অল্পতেই তুষ্ট,কারো উপর অনধিকার চর্চা থেকে নিজেকে গুটিয়ে রাখতাম এখনও তেমনই আছি, কবিতা ভালোবাসি, কবিতার উপর প্রচণ্ড আবেগ ভালোবাসা......কবিতার সাথেই থাকতে চাই

মাহমুদ আল ইমরোজ

সাধারণ মানুষ তাই ভাবনাগুলো সাধারণ

মাহমুদ আল ইমরোজ › বিস্তারিত পোস্টঃ

কবিতা:::::::নাফনদ থেকে নাফিয়া

২৮ শে নভেম্বর, ২০১৬ ভোর ৪:৫৩



আজ নাফিয়া এলো--
নাফে ভেসে ভেসে হিম জলতরঙ্গের সাথী হয়ে,
একদিন বাংলার আলাওল রোসাঙ্গ জনপদে হাজির
অপহৃত হয়ে ভেসে ভেসেই,
আলো জ্বেলেছিল এখনও জ্বলছে তা বাংলায়।
গর্বে ফুলে উঠে মুলুক ফতেহাবাদ শুধু নয়--
পদ্মা মেঘনা যমুনা নিয়ে বঙ্গোপসাগরে কোলে জেগে ওঠা
একটি নাম একটি দেশ ‘বাংলাদেশ’।

তুমি এসেছ নাফিয়া এই বাংলায়
কোনো ভয় নেই, নেই কোনো নিরাশা
তুমি জেগে রও, বেঁচে থাকো
স্বপ্ন দেখো বেঁচে থাকার যুগযুগান্তরে।
কারণ তুমি শুধু নও নাফিয়া,
তুমি এই বাংলার আকাশ থেকে হারিয়ে যাওয়া এক নক্ষত্রের কণ্যা,
তুমি আলাওল কণ্যা, তুমি পদ্মাবতীর প্রচ্ছায়া।

মহাকবির রাজদরবার আজ যেন আগ্নেয়গীরির জ্বালামুখ
জ্বলেপুড়ে ছাই পদ্মাবতীর প্রতিটি পৃষ্ঠা--
যেখানে কবির আদুরে হাতের ছাপে
এই বাংলা জেগেছিল।
আজ রোসাঙ্গ জনপদে জীবন্ত মানুষগুলি গলিত লাশ
ধোঁয়া উড়ছে আকাশে কালো হয়ে,
অসংখ অবলা নারীর সম্ভ্রম হায়েনারা কেড়ে নিচ্ছে।

শুধু তুমি বেঁচে আছো নাফিয়া,
মায়ের কোলজুড়ে নাফনদে অমাবস্যায় তুমি পূর্ণিমা চাঁদ,
অগ্রজদের রেখে যাওয়া একটুখানি সান্ত্বনা।

মায়ের আঁচল ধরে একদিন তুমি শুনতে পাবে সব
এতো চোখের জল কেন গড়িয়েছে?
রক্তধারায় স্রোতস্বিনী এই নাফনদ কেন এতো উন্মত্ত?
কারণ, আরাকান পর্বতের উঁচু দরবারের এটি ফয়সালা,
এটি সুচির নোবেল মনে পতপত করে ওড়া শান্তির পায়রা!

এখানে এই ভাঙা দুয়ারে তুমি যে এসেছ
তাই খুলে দিলাম মনের সব দুয়ার --
বদ্ধ হাওয়া পালিয়ে যাবে বেগে।
এই বাংলার মাটি জলে ল্যাপ্টানো মায়ায়
একদিন তুমিও মিশে যাবে, কাঁদবে সেদিন অনেক বিদায়বেলায়।

আজ থেকে নির্মল বায়ু সেবনে তোমার অধিকার
আমার অধিকারের মতোই, একটুও কমতি হবে না।
তবুও ভয়ার্ত চাহনিতে আমাদের দেখো না আর
আলাওলের বাংলা সাহিত্যে যে তোমারই অগ্রাধিকার।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১২

ঢাকাবাসী বলেছেন: রোহিঙ্গারা বাচ্চা উৎপাদনে ওয়ার্লড চ্যাম্প। ওদের প্রতি সহানুভুতি আছে তবে আমাদের দেশের জীবন বিপন্ন করে নয়। আমরা ওভারপপুলেটেড, মারাত্মক ভাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.