নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মাহমুদুল হাসান ইমরোজ, ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক, ছোটবেলা থেকে খুব অল্পতেই তুষ্ট,কারো উপর অনধিকার চর্চা থেকে নিজেকে গুটিয়ে রাখতাম এখনও তেমনই আছি, কবিতা ভালোবাসি, কবিতার উপর প্রচণ্ড আবেগ ভালোবাসা......কবিতার সাথেই থাকতে চাই

মাহমুদ আল ইমরোজ

সাধারণ মানুষ তাই ভাবনাগুলো সাধারণ

মাহমুদ আল ইমরোজ › বিস্তারিত পোস্টঃ

কবিতা:....একুশের প্রাণদান.....

২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৫:০৩



ভয়াল-উত্তাল বাহান্নোর দাবানলে লেলিহান-
আগ্নেয়গীরির সঞ্চিত লাভার উদগিরণ-দুর্বিনীত
গড়িয়ে-ছড়িয়ে-পুড়িয়ে একাকার পুরোবাংলা।
রক্তিম-টগবগে তারুণ্যের খুনঝরা সকাল-দুপুর-বিকেল,
পুরো নির্ঘুম রজনীতে রাজনীতির ব্যাকরণে আত্মস্থ-
তবুও মিলছেনা কোনো তত্ত্বের দেখা।
কেন এত জ্বালাতন! এত শত নিষ্পেষণ!
বাংলার ক্রন্দিত নয়ন মহাত্যাজে বরিষে এ লাভা উদগিরণ।

না না, মানি না - মানি না,
মাতৃধ্বণিতে গুঞ্জরণ ফাগুনের সমীরণ-
অগ্নিকণায় বাংলা বর্ণমালার আলিঙ্গন।

মিছিলের পর মিছিলে-
তেজোদৃপ্ত স্লোগানে কেঁপে কেঁপে উত্তপ্ত ঢাকার অঙ্গন।
হঠাৎ মুহুর্মুহু গুলি, রাউন্ডের পর রাউন্ড
তীব্র বেগে বিঁধে যায় - তবুও থামেনি মিছিল,
ঢলে পড়ে দেহ, প্রাণে চটপট।
কিন্তু প্লেকার্ডে প্লেকার্ডে কী অপরূপ বর্ণমালার বাঁধন!
নিথর দেহ পড়ে থাকে রাজপথে - দৃষ্টি ঝাপসা হয়ে আসে
তবুও কত সহজে হেসে হেসে আসে উচ্চারণ
‘রাষ্ট্রভাষা বাংলা চাই’- একটুও কাঁপেনি, নত হয়নি
আকণ্ঠ মধুমাখা, মাতৃবাঁধনেই সার্থক প্রাণদান।

সালাম বরকত রফিক জব্বর - ভাষা শহীদ যত প্রাণ
রক্তধারায় ভেসেছে রাজপথ,
প্রাণে প্রাণে জোয়ার জাগিয়ে-
কাঁপন এনেছো থরথর, টুঁটে যায় জালিমের সব সাধ।
অতি আপন করে, বড় ভালোবেসে
তোমাদের সেই প্রাণদান - স্বপ্নচূড়ায় পতাকা উড়ায়ে
জাতিকে করেছে মহীয়ান।

(ঢাকা, ২১ ফেব্রুয়ারি ২০১৭)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:১১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অমর একুশের প্রথম প্রহরে সকল শহীদদের প্রতি শ্রদ্ধায় শ্রদ্ধাঞ্জলি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.