নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মাহমুদুল হাসান ইমরোজ, ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক, ছোটবেলা থেকে খুব অল্পতেই তুষ্ট,কারো উপর অনধিকার চর্চা থেকে নিজেকে গুটিয়ে রাখতাম এখনও তেমনই আছি, কবিতা ভালোবাসি, কবিতার উপর প্রচণ্ড আবেগ ভালোবাসা......কবিতার সাথেই থাকতে চাই

মাহমুদ আল ইমরোজ

সাধারণ মানুষ তাই ভাবনাগুলো সাধারণ

মাহমুদ আল ইমরোজ › বিস্তারিত পোস্টঃ

***** কবিতা: রবিহারা রবিউল*******

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৩২



তিনচাকার ড্রাইভার, তিন পয়সার দাম?
না-নেই, দু'পয়সাই ঢের বেশি,
চড়-থাপ্পড় কিল-ঘুসি দৈনিক পাওনা
বাকিটা ভাষার অলংকারে মোড়ানো।
প্রাপ্তির আনন্দে রবিউলের ঢেকুর উঠে যায়
কিন্তু নীরবে মেনে নেয়, মেনে নিতে হয়
কারণ রবিউলরা খেটে খাওয়া মানুষ,
দুমুঠো অন্ন এক ফোঁটা জল পেতে
নিঃশেষ হয়ে যায় শত ক্যালরি
ঘামে ভিজে চুপসে যায়-নিস্তেজ হয় না তবুও।

তপ্তরোদে রক্তঘামে এতকিছুর কী দরকার!
চাইলেই স্বর্গ চলে আসতে পারে
চাইলেই নৈরাজ্যে বসত গড়তে পারে
চাইলেই দিগন্তের আড়ালে রাজত্ব গড়তে পারে
চাইলেই বনে যেতে পারে সব্যসাচী পাতিনেতা।

এতসবে মন নেই রবিউলের
ঘরদোর নিয়েই তার স্বপ্ন,
স্বপ্নের আড়ালে খেলা করে তার দুটো চোখ
সেই চোখদ্বয়ে বাবা মায়ের মমতা,
সন্তানের হৈ-হুল্লোড় আনন্দ ভেসে উঠে
দুমুঠো ডালভাতের তাড়নায় নিত্যই কাঁদতে হয় তাকে।

রবিউল সর্বনাশের কবলে পড়ে যায়
বানের জলে কপাল যখন হাবুডুবুতে-
প্রাণ যেখানে যায় যায়, জেগে উঠে রবিউল আবার
জেগে উঠে নতুন করে দিগন্তে উড়ে যেতে
নতুন স্বপ্নে বুনে নিতে ভাঙা কুলোয় জলে ভাসা সংসার।

জমি জিরাত দু-চার কাঠা, গাঁয়ের পথেই শেষ মাথায়
ভিটেমাটিতে ফিরে আসে রবিউল
বিমর্ষ আকাশ হেসে উঠে
বিধ্বস্ত ধরণী নেচে উঠে
রবির আলোয় পালিয়ে যায় সব গ্লানি।

এখন রবিউল আর কাঁদে না, শরতের কাশফুল নয়নজুড়ে
সকালের মিঠে রোদে ফুরফুরে মনে সে-
একজন পাকাপোক্ত অটোরিকশা ড্রাইভার,
গাঁয়ের সরু পথ কাদা-মাটি ঠেলে শহরের রাজপথে
একটি অটোরিকশা ছুটে চলছে-
নবউদ্যমে ফিরে পেতে একটি সংসার।

রবিউল হাসতে চায়, কান্না তার ভীষণ অপছন্দের
হেসে হেসেই সে নির্লজ্জ কান্নাকে অপমান করে নিত্য
দূরে ঠেলে দেয়, ভ্রুক্ষেপ নেই মোটেও।
কিন্তু রবিউল আবার কেঁদে উঠে
বুলডোজারে মিছমার রিকশায় গড়াগড়ি খায় শত স্বপ্ন
ভেঙে পড়ে রবিউল, নির্বাক রবিউল
অশ্রুটুকুও নিঃশেষ করে ফেলছে
ঘুরে দাঁড়াবার সেই শপথ আজ নিস্তেজ
হাজার বছর ধরে রবিহারা কালের প্রতীক রবিউল।
(ঢাকা, ০৭/১০/১৭)

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৪১

চাঁদগাজী বলেছেন:


১৯৭১ সালে, এদের মতো ছেলেরা পুরো জাতির জন্য মুক্তিযুদ্ধ করেছিলেন; কোন ব্যুরোক্রেট, কোন সরকারী অফিসার, নেতরা যুদ্ধ করেনি।

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ২:৪৫

মাহমুদ আল ইমরোজ বলেছেন: ধন্যবাদ....আসলেই রবিউলরা সব যুগেই ঘুরে দাঁড়াতে চেয়েছিল, এখনো তাঁদের সংগ্রাম চলছেই। আমাদের আলোটুকুও তাঁদের অবদানেই।

২| ০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:০৬

মলাসইলমুইনা বলেছেন: কি পরিমান অদক্ষ আর বোকাসোকা মানুষরা যে দেশ চালায় আমাদের আশ্চর্য ! এই রবিউল, ওর যদি আর কোনো দক্ষতা না থাকে তবে ওকে আবার একটা রিকশা কিনতে হবে (অথবা মালিককে এটার টাকা দিতে হবে) জীবন চালাবার জন্য | তাতে কি হলো ? এমন একটা একটা বিনিয়োগের দরকার রবিউলের হবে যেটার আসলে দরকারি ছিল না | রিক্সাটা থাকলে ও এই বিনিয়োগটা অন্য জায়গায় করতে পারতো | চেইন ইফেক্ট হিসেবে সে টাকাটা অন্যরাও পেতো | সরকার সেটা থেকে ট্যাক্স পেতো | এখন সেটা না হয়ে যার দরকার ছিল না সেরকম একটা বিনিয়োগ তাকে করতে হবে | একই কাজে দুবার বিনিয়োগ করতে ওকে বাধ্য করা হলো | তার উন্নতিটা এরকম করেই পিছিয়ে দেওয়া হলো একটা ভুল সিদ্ধান্তে | বোকা পুলিশগুলো যদি রিক্সাগুলোকে ধরে নিয়ে গিয়ে কয়েকশো টাকা ফাইন করতো তাহলে কিন্তু রবিউল ডিসিপ্লিনটাও শিখতো অদরকারি একটা বিনিয়োগ না করেই | সরকারও বেশি যায় করতো ওই ফাইনগুলোর টাকা থেকে | আরো কতদিন যে এই অদক্ষতা আমরা প্রশাসনে দেখবো !

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:২৭

মাহমুদ আল ইমরোজ বলেছেন: ধন্যবাদ ভাই, ওয়ালাইকুম সালাম। ঠিকই বলেছেন, সঠিক পরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নে অদূরদর্শিতার কারণে একটি সমাজের মানুষ কতটা পিছিয়ে যেতে পারে তা অকল্পনীয়। সহায় সম্বলহীন এমানুষগুলোর জীবন কতটা কষ্টে চলে তা নতুন করে ভাবনার বিষয় নয়, পুরোনোই। বস্তি উচ্ছেদ বা অটোরিকশার বিরুদ্ধে অভিযানের আগেই তাদের নতুন আবাসস্থল এবং কর্মসংস্থানের বিষয়ে আগে থেকেই প্রশাসনের সদিচ্ছা থাকা বাঞ্ছনীয়। মনে থাকা উচিৎ এ খেটে খাওয়া দরিদ্র মানুষগুলোর কাঁধে উঠেই আমরা গর্ব প্রকাশ করছি। আমাদের বাহাদুরি তাদের কারণেই....

৩| ০৮ ই অক্টোবর, ২০১৭ ভোর ৫:০৯

মলাসইলমুইনা বলেছেন: আপনার কবিতাটা খুব ভালো লেগেছে | আমরা কবিতাতে প্রেম নিয়েই ব্যস্ত থাকি |দরকারি বিষিয়ে নিয়ে নয় ততটা | আপনি খুব মানবিক একটি বিষয়কে নিয়ে আপনার কবিতা লিখেছেন | এটা খুব ভালো লেগেছে | অনেক ধন্যবাদ নেবেন | স্যরি আগে ধন্যবাদটা বলতে ভুলে গিয়েছিলাম |

০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৪৭

মাহমুদ আল ইমরোজ বলেছেন: আপনার উৎসাহের জন্য ধন্যবাদ...ভালো থাকবেন

৪| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:০০

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার হয়েছে আপনার কবিতা। তবে কথা হলো মানুষকে বিবেক দিয়ে কাজ করতে হবে বিবেকের কাছে দায়বদ্ধ হবে হবে তবেই এগুলো বাস্তবিক সমাধান সম্ভব।

০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫০

মাহমুদ আল ইমরোজ বলেছেন: বিবেকের কাছে প্রশ্ন, বিবেক কি অনেক সময় ঘুমিয়ে থাকে?.. ধন্যবাদ ভালো থাকবেন

৫| ০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: :(





ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

০৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৫১

মাহমুদ আল ইমরোজ বলেছেন: কৃতজ্ঞ অকৃত্রিম শুভ কামনার জন্য, আপনিও ভালো থাকুন...ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.