নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মাহমুদুল হাসান ইমরোজ, ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক, ছোটবেলা থেকে খুব অল্পতেই তুষ্ট,কারো উপর অনধিকার চর্চা থেকে নিজেকে গুটিয়ে রাখতাম এখনও তেমনই আছি, কবিতা ভালোবাসি, কবিতার উপর প্রচণ্ড আবেগ ভালোবাসা......কবিতার সাথেই থাকতে চাই

মাহমুদ আল ইমরোজ

সাধারণ মানুষ তাই ভাবনাগুলো সাধারণ

মাহমুদ আল ইমরোজ › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ কবি\'র দিবাস্বপ্ন

১২ ই অক্টোবর, ২০১৮ রাত ২:২৪



একটি বই প্রকাশিত হবে
বইটি কবিতায় কথা বলতে চায়,
কবির নিঃসঙ্গ জীবনের বাঁকে বাঁকে কিছু স্মৃতির আল্পনা
তোলপাড় হৃদয়ে জেগে থাকা বাসনারাশি
অদ্ভূত ভঙ্গিমায় মঞ্চায়িত কিছু ডায়ালগ
প্রেমিকাকে সোপর্দ করা পরিশেষে চোখের জল
সবকিছু কবিতায় বলতে চায় কবি|

কবি জানে না কিছু লুকোতে - লুকাবে না
সবকিছু চলে যাবে, সবকিছু হারিয়ে কবি নিঃসঙ্গতায়
গভীর রজনী কবিতায় যাপন করতে চায় |

কবি ছাপাতে জানে না, কে ছাপাবে!
কেউতো আর জলোচ্ছ্বাসে ভাসতে যাবে না
দু’পয়সার মুরোদ নাই যার - কবিতার ঘরে তার ঠাঁই কি করে হয়!
কবিদের হাটে আসা যাওয়া তাই স্বপ্নই থেকে যায়
কবির বাসনা ছেঁড়া পালে হারিয়ে যায়, দিবাস্বপ্ন শুধু জেগে থাকে |

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৮ রাত ২:৩২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কবিদের হাটে আসা যাওয়া তার স্বপ্নই থেকে যায়
কবির বাসনা ছেঁড়া পালে হারিয়ে যায়, দিবাস্বপ্ন শুধু জেগে থাকে |

.........................................................................................
কবিরা কবির হাটে
মায়াবীরা আছে বটে

১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:১১

মাহমুদ আল ইমরোজ বলেছেন: ধন্যবাদ, ভালো থাকুন...

২| ১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৯

খায়রুল আহসান বলেছেন: কবিদের হাটে আসা যাওয়া তার স্বপ্নই থেকে যায়
কবির বাসনা ছেঁড়া পালে হারিয়ে যায়, দিবাস্বপ্ন শুধু জেগে থাকে
- আশাকরি, দিবাস্বপ্ন হলেও, আপনার এ স্বপ্নটা একদিন বাস্তবায়িত হবে। এ ব্লগে অনেক প্রকাশক আছেন বলে জানি। তারা যদি কবিকে একটু ছাড় দেন, এবং বাকীরা কয়েকজনে মিলে কবিকে একটু সাহায্য করেন, তবে স্বপ্ন সফল হবে।
কবিতায় ভাল লাগা + +

১২ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৯

মাহমুদ আল ইমরোজ বলেছেন: অনেক উৎসাহ পেলাম, আপনার জন্য অনেক শুভ কামনা রইল, ভালো থাকবেন দাদা....

৩| ১২ ই অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

১২ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৯

মাহমুদ আল ইমরোজ বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই, আপনার মতো সাদা মনের মানুষের উৎসাহ পাওয়া আমার মতো যেকোনোে সাধারণ মানুষের ভাগ্যের ব্যাপার....ভালো থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.