নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পুরো নাম মাহমুদুল হাসান ইমরোজ, ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক, ছোটবেলা থেকে খুব অল্পতেই তুষ্ট,কারো উপর অনধিকার চর্চা থেকে নিজেকে গুটিয়ে রাখতাম এখনও তেমনই আছি, কবিতা ভালোবাসি, কবিতার উপর প্রচণ্ড আবেগ ভালোবাসা......কবিতার সাথেই থাকতে চাই

মাহমুদ আল ইমরোজ

সাধারণ মানুষ তাই ভাবনাগুলো সাধারণ

মাহমুদ আল ইমরোজ › বিস্তারিত পোস্টঃ

ছবির হাট : লেক পাহাড়ের দেশ

০৪ ঠা মে, ২০২০ রাত ২:২৭


পেশাগতকারণে লেক পাহাড়ের সাথে সখ্য। রাঙামাটি জেলার একটি উপজেলা জুরাছড়ি। রাঙামাটি থেকে কাপ্তাই লেক পেরিয়ে যেতে হয় জুরাছড়ি উপজেলায়।
আসুন, জুরাছড়ির সাথে পরিচিত হয়ে নিই..

পাহাড় পরিবেষ্টিত একটি দুর্গম অঞ্চলের নাম জুরাছড়ি। চাকমা ভাষায় জুর অর্থ ঠাণ্ডা, ছড়ি অর্থ ছড়া। উপজেলা সদরের দক্ষিণে সলক নদীর উজানে জুরাছড়ি নামক একটি ছড়া রয়েছে। এ ছড়ার পানি খুবই ঠান্ডা। এ জুরাছড়ি ছড়ার নামেই এ উপজেলার নামকরণ হয়েছে জুরাছড়ি।



রাঙ্গামাটি জেলার পূর্বাংশে ২২°২৭´ থেকে ২২°৪৪´ উত্তর অক্ষাংশ এবং ৯২°১৯´ থেকে ৯২°৩৩´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে জুরাছড়ি উপজেলার অবস্থান। রাঙ্গামাটি জেলা সদর থেকে এ উপজেলার দূরত্ব প্রায় ৫৭ কিলোমিটার। এ উপজেলার উত্তরে বরকল উপজেলা, পশ্চিমে রাঙ্গামাটি সদর উপজেলা, দক্ষিণে বিলাইছড়ি উপজেলা এবং পূর্বে ভারতের মিজোরাম প্রদেশ অবস্থিত।


জুরাছড়ি উপজেলা পরিষদ সংলগ্ন বিস্তৃতঅঞ্চল







তথ্যসূত্র উইকিপিডিয়া

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০২০ রাত ৩:৪৮

চাঁদগাজী বলেছেন:


লোক সংখ্যা কত? শুধু পাহাড়ী, নাকি বাংগালীও আছে? আয়ের উৎস কি? দেখার মতো কি আছে? চাষাবাদ হয় কিনা?

২| ০৪ ঠা মে, ২০২০ ভোর ৪:১৫

চাঙ্কু বলেছেন: এতো দেখি ভয়াবহ রকমের সবুজ আর সুন্দর!

৩| ০৪ ঠা মে, ২০২০ ভোর ৪:১৬

রাজীব নুর বলেছেন: ছবি গুলো চমতকার।

৪| ০৪ ঠা মে, ২০২০ ভোর ৪:৪৩

নেওয়াজ আলি বলেছেন: রাঙ্গামাটির জঙ্গলে পপি চাষ বেশী হয়। রোহিঙ্গা আর চাকমা জড়িত।

৫| ০৪ ঠা মে, ২০২০ সকাল ১১:০৫

সাইন বোর্ড বলেছেন: অপরূপ সুন্দর, চোখ জুড়িয়ে গেল !

৬| ০৪ ঠা মে, ২০২০ সকাল ১১:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: যাওয়ার আসার ব্যভস্থা কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.