নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আততায়ী।

মেহরাব হাসান খান

আমি H2O,,,,Solid,Liquid & Gas.How do you deserve me?

মেহরাব হাসান খান › বিস্তারিত পোস্টঃ

দ্বিধা

০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩০

হুমায়ুন আহমেদ বলেছেন," সুন্দরি মেয়েদের না বলতে নেই,অভিশাপ লাগে!রূপের অভিশাপ!"

আমি এই অভিশাপে অভিশপ্ত।কারণ আমি তাদের নির্দ্বিধায় না করতে পারি।বাসে কখনো সীট ছাড়ি না,আমার রিকশাটা ছেড়ে দেই না,পরিক্ষায় দেখাই না,চাইলেও সাহায্য করি না।

এর এইজন্যই আমার প্রেম হয়নি।
এ কথাগুলো আমার না।আমার কাজিন অনি বলেছে।
নাম শুনেই বুঝতে পারছেন,এই রকম নামধারী মেয়েরা বেবিডল টাইপ হয়।সেও
বেবিডল,তবে লৌহমানবী টাইপের।সে মচকাবে তবু ভাঙবে না।
ও কল দিয়েছে,আমি ফোন না ধরে এগুলো ভাবছি।

:হ্যালো অনি,কি বলবি বল?
:তুই আমারে তুই তুকারি করবি না।আমি তর বাসার কাজের বুয়া না।

:আমাকে তুই তুকারি করিস কেন?
:তুই আমার ছোট,পাক্কা দুই দিনের ছোট!

:.....(আমি লম্বা করে দম ছাড়লাম)
:শোন, কাজের কথা বলি।কাল সকাল ঠিক ১০:১০ আমার ক্যাম্পাসের সামনে আসবি।জরুরি কথা আছে।

বলেই খট করে কল কেটে দিল।এখন অনিকে আর পাওয়া যাবে না।আমার সাথে তার কথা শেষ হলেই সে ফোন অফ করে দেয়।আর আমি মন ভরে কথা না বলতে পারার বিষাদে আক্রান্ত হই।

রাগে-কষ্টে সিদ্ধান্ত নিলাম,কাল যাব না।মেয়ে মানুষের ডাক নিশির ডাক না, যে উপেক্ষা করা যাবে না।আর অনি এমন কেউ না,যে তার সব কথা আমায় শুনতে হবে।

সকাল ৯:৩০ এ আমি সাউথইস্ট ইউনিভার্সিটি আইন অনুষদের সামনে চলে এসেছি।এক ঘন্টা অপেক্ষা করার পরও অনির কোন খবর নাই।বিশ্বাস করুন,এটা প্রথম নয় সে এমন আরও করেছে।তারপরও....

অনির ফোনকল
:শুভ জন্মদিন,তুই কোথায়?
:আমি তোর ডিপার্টমেন্টের সামনে,

:তুই সেখানে!শোন,আমার মাথা ধরেছে।আমি আসি নি।তুই ফটোকপির দোকান থেকে তোর উপহার নিয়ে নিস।
:হ্যালো,,,অনি,,অনি

কল দিয়ে ফোন অফ পাওয়া গেল।

আমি ফটোকপির দোকানে গেলাম।
:মাসুদ ভাই,অনি কোন উপহার রেখে গেছে?

মাসুদ ভাই মোড়ানো একটা বক্স দিলেন।আমি আমার নিজের জন্মদিন ভুলে গেছি।আমি গোলাপি আপার মত আহামরি কেউ না,যে আমার জন্মদিন পালন করতে হবে!

চিরকুটের লেখা পড়ে যে কেউ অনুমান করবে অনি আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে।কিন্তু......
তার কথা জানি না,আমি কাদায় মাখামাখি। প্রেমে পড়াটা খালে পড়ার মত।গভীর প্রেমে তুমি হাবুডুবু খাবে কারণ গভীর খালে পানি আছে।একতরফা প্রেমে বিপরীত।যত প্রেম তত কাদায় মাখামাখি, কারণ একতরফা প্রেম অগভীর। অগভীর খালে কাদা আর কাদা।শেষে মুখ দেখানোর অবস্থা থাকবে না।
এই মেয়েটা আমাকে ফ্রাস্ট্রেশন,ডিপ্রেশন থেকে বের হতে দিবে না!

সন্ধ্যায় আমি অনিদের বাসায় যেতেই,সে আমাকে তার ঘরে ডেকে নিয়ে দরজা-জানালা-লাইট সব বন্ধ করে দিল।

ফুপু হাক-ডাক শুরু করলেন।তাতে তার ভ্রুক্ষেপ নেই।
:অনি,অন্ধকারে আমার ভয় লাগে।
:চুপ,একদম চুপ।আমি সব বুঝি।ধর আমার হাত ধর।

:হাত ধরে আমার ভয় যায় না।আর তোর হাত ধরলে,সারা শরীরে স্রোত বয়ে যায়।
:একদম গায়ে হাত দিবি না।আমার সাথে ছিচকামি করবি না।
এই ঘুটঘুটে অন্ধকারেও অনি আমার গালে সজোরে বজ্রপাত ঘটালো।
আমি দেয়ালে মিশে চুপ করে রইলাম।

একটু পর সে আমাকে বের করে দিয়ে ওয়াশ-রুমে ঢুকে গেলো।ফুপু ছুটে এলেন।
ফুপু কি বুঝল জানি না।তিনি আমার গালে আরেকটি বজ্রপাত ঘটালেন।
:হারামজাদা,আমার বাসার ত্রি-সীমানায় আর আসবি না।

আমি বাসা থেকে বের হয়ে সিদ্ধান্ত নিলাম,অনির সাথে আর নয়।জীবনেও না।

ঠিকই দু'দিন পর আমি অনির সাথে দেখা করতে নিউমার্কেট গেলাম।সে এমনভাবে কথা বলল যেনো সেইদিন কিছুই হয়নি।

:ব্যাগ ধর।শপিং ব্যাগ আমিই টানবো তো তোরে ডাকলাম কেনো?বলদ,,,

এই মেয়েটার সাথে থাকলে মনে হয়,জীবনটা খারাপ না।তবে অনি ছাড়া কল্পনাতীত!

সবাই ভাবে আমি তার প্রেমে ডুবে গেছি,বিশ্বাস করুন আমি জানি না।আ.আ..আমি,,, আমি ঠিক শিউর না।তবে আমি খালে পরেছি,অগভীর খালে!কাদায় মাখামাখি আমাকে অনি কি করে চিনবে, হুম?!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.