নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রচনা এবং রচক ,উভয় কে সম্মান করো .। প্রতিভা কে সম্মান করো , সম্মান করো তাকে যে চেষ্টা করেছিলো

এম এইচ খালেদ

হিপনোটিক হিমালয় .,

এম এইচ খালেদ › বিস্তারিত পোস্টঃ

আমি নাহয় আমিই হবো

০৮ ই মার্চ, ২০১৭ রাত ৮:৩৩



উড়ে যাই সব গল্প মুছে,
অন্ধ রাতে রাস্তা পুছে ,,
আর কতো বুড়ো হবো?
জনে জনে আর কতো
পরাজয় এর গল্প কবো?
পথের খোঁজ পথেই থাক,
আমি বরং অন্য রাতের শিল্পী হবো।

ভেজা ভোরের পথে,
শিশির স্নাত ঘাসের ডগায় শিউরে উঠুক পা
রোদ্দুর বাসা বাঁধুক রাই এর ভেজা চুলে,
আমি নাহয় শীত গুনেই বুড়ো হবো ,
অযথাই, মেখে যাবো তোমাদের ভুলে...
আমি নাহয় তোমাদের হয়েই ব্যথা লবো,।
আমি নাহয় আমিই হবো,
জীর্ন পথের ছায়ায় বাড়া
অবুঝ ছেলের ঠোঁটেই রবো,।।

আমি নাহয় আমিই হবো ........

মন্তব্য ২১ টি রেটিং +৪/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:০৮

ইমরান আল হাদী বলেছেন: আমি নাহয় আমিই হবো
আমি আমিই, তাই আমার মত থাকাই
শ্রেয়, সুন্দর কবিতায় +

০৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪৬

এম এইচ খালেদ বলেছেন: ধন্যবাদ :)

২| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ৯:২০

গেম চেঞ্জার বলেছেন: সহজ করে বলেছেন এমন কিছু যা ভাবতে সাহায্য করেছে আমাকে। ছবিটা দেখেও খুব মায়া লাগল।

কবিতা লেখার ধারাটি সত্যিই ভাল লেগেছে আমার!

০৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪৬

এম এইচ খালেদ বলেছেন: ধন্যবাদ :)

৩| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ১০:১৯

ধ্রুবক আলো বলেছেন: বেশ সুন্দর করে লেখা, সহজ সরল লেখা +++
খুব ভালো লাগলো, অভিনন্দন।

০৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪৬

এম এইচ খালেদ বলেছেন: ধন্যবাদ :)

৪| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩৪

তোমার জন্য মিনতি বলেছেন: খুব সুন্দর কবিতা, ভালো লাগা রেখে গেলাম +++++

০৮ ই মার্চ, ২০১৭ রাত ১১:৪৭

এম এইচ খালেদ বলেছেন: ধন্যবাদ :) :)

৫| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ৮:৪৫

আরণ্যক রাখাল বলেছেন: অসাধারণ

১০ ই মার্চ, ২০১৭ রাত ১২:০২

এম এইচ খালেদ বলেছেন: ধন্যবাদ :)

৬| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লেগেছে। এইটুকু ভাব আর ছন্দের মাঝে প্রয়াসটা যে বিশাল তা অকল্পনীয়। ভাল থাকবেন এই কামনা সবসময়ের।

১০ ই মার্চ, ২০১৭ রাত ১২:০১

এম এইচ খালেদ বলেছেন: ধন্যবাদ

৭| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ১১:২০

সিলেক্টিভলি সোশ্যাল বলেছেন: কবিতা ও ছবিটা মন বিষন্ন করে দেয়।
+++

৮| ০৯ ই মার্চ, ২০১৭ রাত ১১:২০

আলপনা তালুকদার বলেছেন: অফটপিকঃ
"গতকালকের নারী দিবসের চুলকানি ও মলম" শিরোনামের সরিয়ে ফেলা পোস্টটি সম্পর্কে এই কথাগুলো লিখেছিলাম। আপনার ইমেল নাম্বার থাকলে তাতে দিতাম। নেই। তাই অগত্যা..

সন্তান জন্ম দিতে গিয়ে ক্যারিয়ারের ক্ষতি হয়েছে - প্রসংগে বলছি

সন্তান জন্ম দিতে আপত্তি নাই। আপত্তি সন্তান লালন-পালনের দায় একা মেয়েদের ঘাড়ে চাপিয়ে তাকে পশ্চাতপদ করে ফেলার মানসিকতায়।

মেয়েরা সন্তানের জন্য চাকরী ছাড়ে, শখ ছাড়ে, নিজের শরীর মুটিয়ে যাওয়া বা চেহারা কুশ্রী হওয়া মেনে নেয়। দিনরাত স্বামী-সন্তান-সংসারের ঝামেলায় নিজের অস্তিত্ব ভুলে যায়। তারপরেও স্বামীরা প্রশ্ন করে, বাড়ীতে বসে সারাদিন কি কর?  সন্তানের খারাপ কিছু হলে মাকে দায়ী করা হয়।

বিদেশে সন্তান লালন-পালনের দায় স্বামী-স্ত্রী উভয়ের। মেটারনিটি, পেটারনিটি লিভ আছে দু'জনেরই, উইথ পে। তাছাড়া আছে ডে কেয়ার হোম। সংসারের সব কাজ, রান্না, কাচা, বাড়ী পরিস্কার.. উভয়ে করে। উইকএন্ডে বেড়াতে যায়। আমাদের এসব নেই।

পুরুষরা অফিস বা কাজ থেকে ফিরে আরাম করে, টিভি দেখে, বন্ধুদের সাথে বাইরে গিয়ে আড্ডা দেয়। মেয়েদের রাত-দিন কখনোই ছুটি নেই। চাকরী করলে অফিসেের, বাড়ীর - দুই জায়গাতে সমান কাজ করতে হয়। বাজার বা কোন কাজে বাইরে যেতে পারে। একদিনও কোন বন্ধু বা বান্ধবীর সাথে ঘুরতে, আড্ডা দিতে পারেনা। গেলেও ফিরে হাজার কথা শুনতে হয়, বরের গোমরা মুখ দেখতে হয়। ঘরে বসে কোন পুরনো বন্ধুর সাথে কথা বললেও রাগে স্বামীর পিত্তি জ্বলে। পারলে খুন করে। ফোন চেক করে। কেন ফোন করেছে?  এত কি কথা?... এমন হাজার অপমানজনক প্রশ্ন।
আর নিজের বেলায়????

আমরা দু'জনে একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কাজের লোক না থাকলে একই সাথে অফিস থেকে ফিরে বর টিভি দেখে, আমি পোষাক না পাল্টেই কিচেনে ঢুকি। কনকনে শীতের ভোরবেলা আমি ট্যাপের ঠাণ্ডা পানিতে যখন সব্জি বা বাসন ধুই, আমার স্বামী তখন লেপের তলায় নাক ডাকিয়ে ঘুমায়। একদিনও বলেনা, "আজ ছুটির দিন। তুমি ঘুমাও। আমি রান্না করি।" এইটুকু চাওয়া কি খুব বেশী কিছু???

আমরা শুধু চাই, মেয়েদের কষ্টটা বুঝুন। তার প্রতি সদয় হোন। তাকেও আপনি যা যা করতে ভালবাসেন, তাকেও মাঝে মাঝে করতে করতে দিন।

আর সমাজ, রাষ্ট্র , ধর্ম - নারীদের সুবিধার চেয়ে লক্ষ লক্ষগুণ বেশী অসুবিধা দিয়েছে। সেসব আরেকদিন বলব। ভাল থাকুন।

১০ ই মার্চ, ২০১৭ রাত ১২:০১

এম এইচ খালেদ বলেছেন: আপনি হয়তো ভুল করছেন ,আমি এরকম কোনো পোস্ট করি নি.। আপনার ভুল হচ্ছে ,ভেবে দেখুন ।।
ইমপ্যাক্ট আমি এরকম কিছু নিয়ে কখনোই কিছু লিখি নাহ .। অনুরোধ করে পুনরায় ভাবুন এবং যাচাই করুন ঃঃ

১০ ই মার্চ, ২০১৭ রাত ১২:০৯

এম এইচ খালেদ বলেছেন: ভুলবশত অন্য কারো পোস্ট এর কমেন্ট আমার পোস্ট এ করেননি তো ,দয়া করে যাচাই করে দেখবেন প্লিজ ,। আমি যা করিনি সেটার জন্য অন্তত সরি বলা উচিত হবে নাহ বলে মনে করি .। দয়া করে ,পুনরায় যাচাই করুন ।।

৯| ১০ ই মার্চ, ২০১৭ রাত ১:৪৩

আলপনা তালুকদার বলেছেন: সরি। ভুল করে এখানে পোস্ট করেছি।

১০| ১০ ই মার্চ, ২০১৭ সকাল ৮:২৩

আলপনা তালুকদার বলেছেন: কথাগুলো @ আদম - এর পোস্টের মন্তব্যে লিখেছিলাম। আপনি মুছে দিতে পারেন।

১০ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৪

এম এইচ খালেদ বলেছেন: প্রবলেম নেই , ইটস অকে :) লেখাগুলোর শিকড়ে আমি নই ,তাতেই খুশি.। :)

১১| ১০ ই মার্চ, ২০১৭ সকাল ৯:২৬

ওমেরা বলেছেন: জী আপনি আপনি ! আপনি কখনো আমি হতে পারবেন না আমি ও আপনি হতে পারব না । কবিতা অসম্ভব ভাল লেগেছে ধন্যবাদ ।

১০ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:৫৫

এম এইচ খালেদ বলেছেন: ধন্যবাদ :) আপনাকে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.