নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেলাশেষে ক্লান্ত-তৃষ্ণার্ত পথিকের ন্যায় আসলাম সামুর তীরে, রেখে যেতে চাই কিছু অবিস্মরণীয় কীর্তি । পারি না আর না পারি, চেষ্ঠার ত্রুটি রাখবো না, এই ওয়াদা করছি ।

মোশারফ হোসেন ০০৭

একজন শৌখিন লেখক আমি, আবার কবিও বলা যেতে পারে । যখন যা ভালো লাগে তাই লিখি ।

মোশারফ হোসেন ০০৭ › বিস্তারিত পোস্টঃ

এক উদ্ভাসিত আলোকিত প্রত্যাবর্তন :|

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০০

এক সময় বিকিনি পরে র‍্যাম্পের মঞ্চ, লাস ভেগাসের নৈশ ক্লাব এবং ক্যালিফোর্নিয়ার সমুদ্র সৈকতে সূর্য স্নানে উষ্ণতা ছড়াতেন মার্কিন মডেল কারলি ওয়াটস। যৌনতাকে শৈল্পিক রূপ দেওয়াই ছিল যার পেশা, সেই সুপার মডেল এখন ধর্ম-কর্মে ভরসা খুঁজে বেড়ান। প্রেমই তাঁকে এমন রূপ দিয়েছে বলে পশ্চিমা গণমাধ্যমে উঠে এসেছে।



সম্প্রতি তিউনিশিয়ার মুসলিম এক যুবকের প্রেমে পড়ে নগ্নতা ছেড়ে এখন রীতিমত হিজাব পরছেন সাবেক মার্কিন মডেল কারলি ওয়াটস। শুধু তা-ই নয়- ইসলাম ধর্মের দীক্ষা নিয়েছেন, সেই সঙ্গে ইসলামিক কায়দা কানুনও মেনে চলছেন ২৪ বছর বয়সী সাবেক এই মডেল।



চলতি বছর এপ্রিলে ছুটি কাটানোর জন্য তিউনিশিয়ায় বেড়াতে যান কারলি ওয়াটস। সেখানে গিয়ে মোহাম্মদ সালাহ নামের এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। এরপর ভালোলাগা। আর ভালোলাগা থেকেই শুরু হয় ভালবাসা। কারলি মোহাম্মদকে বিয়ে করবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন। করেছেনও তাই। একমাত্র কন্যা সন্তান নিয়ে তিউনিশিয়ার মনাস্তির শহরে মোহাম্মদের সঙ্গে রয়েছেন কারলি।



বহুদিন মডেলিংয়ের ঝলমলে জগতে ছিলেন। মাতাল হয়ে সারা রাত নৈশক্লাবে নগ্ন শরীরে নেচেছেন। কিন্তু মোহাম্মদের ভালোবাসা তাঁর জীবন বদলে দেয়। কথাগুলো অকপটেই গনমাধ্যমকে বলেছেন কারলি।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৪

বলেছেন: ভালো লাগলো
অনেক অনেক ধন্যবাদ

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:১৮

আরোগ্য বলেছেন: সময় মানুষকে কখন যে নিয়ে যায় কেউ বলতে পারেনা।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৬

রাজীব নুর বলেছেন: মানুষ বদলে যায়।

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৭

নীল আকাশ বলেছেন: আল্লাহ কার কপালে কি রেখেছেন ভবিষ্যতে সেটা বোঝা বড় দায়!

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

করুণাধারা বলেছেন: আপনার পোস্ট পড়ে ভালো লাগলো।

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:২৫

ঢাকার লোক বলেছেন: আল্লাহ কাকে কখন কি উছিলায় হেদায়েত দেন বলা মুশকিল ! তাই কারো খারাপ কিছু দেখলে তাকে ঘৃণা না করে তার জন্য আল্লাহর দরবারে হেদায়েতের জন্য দোয়া করা উচিত। আল্লাহ এই যুগলের মঙ্গল করুন !

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৪৯

ব্লু হোয়েল বলেছেন: إِنَّكَ لَا تَهْدِي مَنْ أَحْبَبْتَ وَلَكِنَّ اللَّهَ يَهْدِي مَن يَشَاء وَهُوَ أَعْلَمُ بِالْمُهْتَدِينَ

সূরা কাসাসঃ আয়াত নং-৫৬
আপনি যাকে পছন্দ করেন, তাকে সৎপথে আনতে পারবেন না, তবে আল্লাহ তা’আলাই যাকে ইচ্ছা সৎপথে আনয়ন করেন। কে সৎপথে আসবে, সে সম্পর্কে তিনিই ভাল জানেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.