নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\n

মা.হাসান

মা.হাসান › বিস্তারিত পোস্টঃ

গুগুলই যত নষ্টের মূল

২৮ শে মে, ২০২১ রাত ৯:৩১







গুগুল আসিবার পর দেশে বিভিন্ন সামাজিক অবক্ষয় ও নৈরাজ্য দেখা যাইতেছে। গুগুলের আবির্ভাবের পূর্বে কোন সমস্যার সমাধানের জন্য যুবসমাজ দেশের জ্ঞানীগুণী শমসের সম্প্রদায়ের পানে চাহিয়া থাকিতো। এখন দিন কিঞ্চিত পাল্টাইয়া গিয়াছে। দুই দিনের বৈরাগী ভাতেরে কয় অন্ন। গুগুল আসিবার পর ডেকোরাম ভঙ্গ করিয়া এইসব **ছাল ব্লগারেরা সমস্যা সমাধানের জন্য গুগুল গুগুল করে। এরা জানে না গুগুল কার কাছ থেকে সমস্যার সমাধান জোগাড় করে।




আসুন সম্মিলিত ভাবে শপথ লইঃ অদ্য হইতে গুগুল বর্জন কোরিলাম। এখন থেকে শুধু উৎস হইতেই সমস্যার সমাধান সংগ্রহ করিবো।

কৌতূহল জাগিতে পারে পাঁঠা সম্প্রদায় কি করিয়া প্রশ্নের সমাধান তৈরি করে ‌।

grass ভিতরে ডেল্টা নাইন টেট্রাহাইড্রল ক্যানাবিনল (THC) নামের উপাদান থাকে যার গঠন মস্তিষ্কে উৎপন্ন হওয়া কেমিক্যাল অ্যানান্ডামাইড এর খুব কাছাকাছি। এ কারণে THC সহজেই ক্যানাবিনয়েড রিসিপ্টরের সাথে সংযুক্ত হয়ে ব্রেনে সিগন্যাল পাঠাতে পারে।

কি সিগন্যাল পাঠায়?
অ্যানান্ডামাইড সাধারণ সিগন্যালই পাঠায় যা কগনিটিভ ফাংশন, মটর ফাংশন ইত্যাদি নিয়ন্ত্রন করে।

তবে THC সিগন্যাল মডিফাই করে। ফলে grass গ্রহনকারির মস্তিস্ক মনে করে সেখানে নতুন নতুন তথ্য, মেমরি ইত্যাদি তৈরি হচ্ছে। অর্থাত grass গ্রহনকারির মস্তিস্ক তখন জ্ঞানের কারখানা বা ল্যাবরটরি হিসেবে কাজ করে, অতিরিক্ত মাত্রায় নতুন নতুন জ্ঞান উৎপাদন হতে থাকে।

প্রশ্ন উঠিতে পারে- পাঁঠা সম্প্রদায়ের নিকট না যাইয়া নিজেরাই grass খাইয়া তথ্য তৈরি করিলে সমস্যা কোথায়?
সমস্যা এই যে সকলের শরীরে grass একভাবে ক্রিয়া করে না। তাছাড়া অ্যাডিকশনের সম্ভাবনাও উড়াইয়া দেয়া যায় না। এই কারণে গুনি পাঁঠা সম্প্রদায়, যাহারা grass-এ অভ্যস্ত হইয়া গিয়াছেন, তাহাদের নিকট হইতে তথ্য সংগ্রহ করা অধিকতর নিরাপদ।

মন্তব্য ৩৩ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০২১ রাত ৯:৪৪

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~

প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া গেল না । হামাস কেন রকেট মারে? :D

২৮ শে মে, ২০২১ রাত ১০:২৯

মা.হাসান বলেছেন: এখন তো শুনিতেছি প্রশ্নেই নাকি ভুল আছে- হামাস কেনো রকেট মারে না হইয়া নাকি হামাস ক্যান রকেট মারে হইবে।

উল্টাপাল্টা প্রশ্ন করিয়া গুগুল থেইকা ভুল জবাব পাইসি। এখন আর গুগুলের উপরে ভর্সা নাই, শম্শের বাই ই ভর্সা। দেখি উনি কি বলেন।
তবে মনে রাখবেন - ওনার জবাবও কিন্তু নির্ভর করে উনি কোন বাগান থেইকা grass খাইলেন তার উপ্রে । সব grass এ আবার THC সমান থাকে না।

২| ২৮ শে মে, ২০২১ রাত ৯:৫৬

জটিল ভাই বলেছেন: আপনিও দেখি আমার প্রতিদ্বন্দ্বিতা শুরু করলেন! না, ইহা মানিয়া লওয়া যায়না! আপনার মত সম্ভ্রান্ত একজন ব্লগার ইহা করিতে পারলেন।
আমি এর উপর স্টাডি চালাইছি। চাইলে দেখতে পারেন।

২৮ শে মে, ২০২১ রাত ১০:৩৬

মা.হাসান বলেছেন: বেরি বেরি দুক্কু, আমি কারো ফতিদন্দি হইতে ছাই না। আসেন সকলে গলাগলি করিয়া শমশের বাইয়ের মুরিদ হই।

আমি এর উপর স্টাডি চালাইছি

বুলেও ঐ খাজ করিয়েন না। সমস্ত গবেষণা স্টাডি ইত্যাদির জইন্য লাইসেন্সধারি ইজারাদার আছেন :-P

৩| ২৮ শে মে, ২০২১ রাত ৯:৫৬

ভুয়া মফিজ বলেছেন: আপনে Grass এর ব্যাপারে নাতিদীর্ঘ বক্তব্য দিলেন, Weed এর ব্যাপারে তো কিছুই কইলেন না। আমার মতে এসব ক্ষেত্রে Weed এর ভূমিকা Grass এর চাইতে অনেক বেশী। ;)

মূল প্রশ্নটা ছিল, হামাস ক্যান রকেট মারে? জটিল ভাই এইটারে বললো, হামাস কেন রকেট মারে? এখন আপনে বললেন, হামাস কেনো রকেট মারে? এক কান, দুই কান হয়া এইভাবেই তথ্যের বিকৃতি ঘটে। আমি এর তেব্র পরতিবাদ জানাই। X(

তাছাড়া, আপনেরা কেউই প্রশ্নের মূল উত্তর না দিয়া আবজাব কথা বলছেন। এইটাও ঠিক না। আরেকটা প্রশ্ন, এগুলি ছাগল বা পাঠা ছিল, আপনে নিশ্চিত হইলেন কিভাবে? খাসীও তো হইতে পারে!!! বিষয়টা পরিস্কার করার দরখাস্ত রইলো। :P

২৮ শে মে, ২০২১ রাত ১০:৪৯

মা.হাসান বলেছেন: Grass বনাম Weed - আমি মুক্কু সুক্কু মানুষ, ডিগ্রি যা আছে সব দেশি, প্রশ্ন ফাস হইতে পাওয়া, এছাড়া বাস্তব অবিগ্গতা নাই বইলা মিছটেক কইরা ফালাইসি, আপনি ফাস্টেড হইয়েন না। আপনারা অবিগ্গ মানুষ, নিজেদের অবিগ্গতা দিয়া ঠিক করিয়া দিন B-))

ক্যান বনাম কেন বনাম কেনো- জটিল ভাই যেমন বলিতেছে - উহা পাছা থুক্কু ছাপার মিছটেক হইতে পারে।

আমি এর তেব্র পরতিবাদ জানাই।
আপনাকে অনেক ধন্যবাদ আপনি শুধু ফতিবাদ জানাইসেন, ফাঁসি দাবি করেন নাই। মামলা হইয়া গেলে এখন পাসপুট ছাড়া জামিন হয় না। আর আমার পাসপুট পুরাতন, আন্তর্জাতিক মান বিহীন। ঐটাতে এখনো -"ইজরায়েল ব্যাতিত" - লেখা আছে। বদলাইবার সময় পাই নাই। মামলা খাইলে এই পাসপুটে জামিন হইতো না।

আপনেরা কেউই প্রশ্নের মূল উত্তর না দিয়া আবজাব কথা বলছেন।
মূল উত্তর কি আর আমাদের কাছে আছে রে ভাই, মূল উত্তর তো গুগুলের কাছেও নাই। আছে শমশের বাইয়ের কাছে।

ছাগল বনাম পাঁঠা বনাম খাশি- আমি তো গন্ধ দেইখা ভাবছিলাম পাঁঠা। আপনে যখন কইতাছেন, তখন ব্লগের হিরু আলম য়ের্ষাদ ভাইরে দায়িত্ব দিয়া দেখেন না, বেচারা সারাদিন বইসা বইসা কবিতা লেখে আর দেশের মানুষ কি ভাব্তাছে তা লইয়া গবেষনা করে- হেতায় খবর লইয়া আসুক।

৪| ২৮ শে মে, ২০২১ রাত ১০:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা।


মস্তিষ্কে প্রশ্নের সমাধান গঠন প্রক্রিয়াটা বেশ জটিল হয়ে গেছে। সবার মগজে এটা ঢুকলে ভালো।

২৯ শে মে, ২০২১ রাত ৮:১৬

মা.হাসান বলেছেন: মস্তিস্কের যে অংশ যুক্তি-বুদ্ধি নিয়ে কাজ করে, নেশার কারনে নেশাসক্তদের মস্তিস্কের সেই অংশ স্বাভাবিক ফাংশন করতে পারে না। ফলে নেশারুদের মগজে এটা ঢুকবে না। এরা একটা ঘোরের মাঝে থাকে। মেমরি কাজ করে না, মগজ বিভ্রান্তিকর মেমরি তৈরি করে। বড় কষ্টকর অবস্থা।

৫| ২৮ শে মে, ২০২১ রাত ১০:১০

জটিল ভাই বলেছেন:
ভুয়া মফিজ সাহেব বলেছেন: মূল প্রশ্নটা ছিল, হামাস ক্যান রকেট মারে? জটিল ভাই এইটারে বললো, হামাস কেন রকেট মারে? এখন আপনে বললেন, হামাস কেনো রকেট মারে? এক কান, দুই কান হয়া এইভাবেই তথ্যের বিকৃতি ঘটে। আমি এর তেব্র পরতিবাদ জানাই।

ব্যাপারটার জন্যে আমিও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আসলে পাছায় থুক্কু ছাপায় ভুল ছিলো। ভবিষ্যতে এই শিশু থুক্কু ইস্যু নিয়া কাজ করার সময় আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করিবো। নয়তো অচিরেই ব্যপারটা "হামাস ক্যান পকেট মারে!" হইয়া যাইতে পারে =p~ =p~ =p~

২৯ শে মে, ২০২১ রাত ৮:১৭

মা.হাসান বলেছেন: ব্যাপারটা রকেট আর পকেটের মাঝেই সীমাবদ্ধ থাকুক , আর আগে না বাড়ুক। =p~ =p~

৬| ২৮ শে মে, ২০২১ রাত ১০:৪১

ভুয়া মফিজ বলেছেন: আচ্ছা, কোন খাসী যদি Grass আর Weed একসাথে ককটেল বানায়া খায়, তাইলে কি হইতে পারে তার একটা ব্যাপক বিশ্লেষণমূলক এবং গবেষণামূলক পেপার বলগে দাখিল করার আবেদন জানাইলাম। :-B

ভবিষ্যতে এই শিশু থুক্কু ইস্যু নিয়া কাজ করার সময় হিসু না বইলা শিশু বলার জন্য জটিল ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা। :P

২৯ শে মে, ২০২১ রাত ৮:২৪

মা.হাসান বলেছেন: Grass আর Weed এর ককটেলের শিশু থুক্কু হিসু থুক্কু ইস্যু নিয়ে বিশ্লেষণমুলক লেখার দরকার নাই। হিরু আলমের পোস্ট পড়লে ককটেলের এফেক্ট সম্পর্কে প্র্যাকটিকালি জানা যাবে। দুপুরের পোস্টে আসবে বৃষ্টি কত উপকারি, বিকালে আসবে বৃষ্টির কারনে মানব সভ্যতার কি কি ক্ষতি হয়ে গেলো, দেশ এই নিয়ে কি ভাবছে, রাতে এই সংক্রান্ত হাদিস পয়দা করার ইচ্ছা জাগবে- সকালে ঘুম থেকে উঠে দেখবে স্ট্রেইট জ্যাকেট পরে নিজের পিসু-পটির মাঝে বসে আছে।

৭| ২৮ শে মে, ২০২১ রাত ১০:৪২

জুন বলেছেন: আনান্ডামাইড, কগনিটিভ, মটর ফাংশন, টেট্রাহাইড্রোল ক্যানাবিয়ল এগুলা কি শব্দ মা হাসান :``>> B:-) :-* আমার দাত খুইলা আস্তেছে। সাধারণ ভাবে কিছু লিখতে পারেন্না বইলাই মানুষ :P

২৯ শে মে, ২০২১ রাত ৮:৫৩

মা.হাসান বলেছেন: আপ্নি খুব ভালোভাবেই পোস্টের বক্তব্য বুঝতে পার্ছেন। এই জন্যই ঐ শব্দ গুলান গুলগুলগুলান নাই।

আমি সাধারণ ভাবে কি করে লিখবো? THC পাবো কোথায়?

দুলাভাই অ্যাথলেট গরু-মুরগীর মাংস কেনে, তা চাবাইতে যায়া দাঁত খুইলা আসে আর দোষ হয় আমার পোস্টের।
যাউকগা, আপনি তো আর Grass চাবাবেন না, কয়দিন দাঁতের ব্যায়াম না হইলেও চলবে।

২৯ শে মে, ২০২১ রাত ৮:৫৬

মা.হাসান বলেছেন: আমি সাজিদরে যে ছবি দিসিলেন, ঐটাতো মনে হইলো ঈদে আপনার কেনা জংলি প্রিন্টের শাড়ির ছবি। খুব সুন্দর হৈসে।

আপনি আমাদের মাঝে ফিরে আসায় আমি অনেক আনন্দিত। আপনি একখানা পোস্ট দিলে সেই আনন্দ সেলব্রেট কর্তে পার্তাম।

৮| ২৯ শে মে, ২০২১ রাত ১:১৫

এস এম মামুন অর রশীদ বলেছেন: গুগল-টুগল মূল বিষয় না, এ হচ্ছে রুটিরুজির দাম পরিশোধ। তবে পৃথিবীর সবচেয়ে কষ্টকর রুটি হচ্ছে অপমানের রুটি, এটি সেরকম রুটি। এছাড়া ব্যাখ্যা নেই।

৩০ শে মে, ২০২১ রাত ৯:৪৯

মা.হাসান বলেছেন: পৃথিবীর সবচেয়ে কষ্টকর রুটি হচ্ছে অপমানের রুটি, এটি সেরকম রুটি
এর পরে আর কওয়ার কিছু থাকে না।
অনেক ধন্যবাদ।

৯| ২৯ শে মে, ২০২১ বিকাল ৩:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জনাব কিছুই বুঝিতে পারিলাম না।

৩০ শে মে, ২০২১ রাত ৯:৫২

মা.হাসান বলেছেন: তাও ভালো বুঝতে পারেন নাও বইলা গুগুলে যাইয়া খোঁজ করেন নাই B-))

গুগুল-বিং-ডাকডাকগো সব বাদ। কিছু ঝানতে হইলে জ্ঞান সাগরদের নিকট চইলা যাইবেন।

১০| ২৯ শে মে, ২০২১ বিকাল ৫:৪০

ঢাবিয়ান বলেছেন: একদিকে কন সময় নাই পোস্ট দেয়ার :`> । আরেকদিকে এইসব ঘাস, গাজা পাতা , আগাছা ভক্ষনকারীদের নিয়ে পোস্ট দেয়ার সময় পান =p~ তেব্র পতিবাদ জানাইলাম।

৩০ শে মে, ২০২১ রাত ৯:৫৩

মা.হাসান বলেছেন: শুধু ফতিবাদ ঝানাইছেন, কিন্তু পাল্টা পুস্ট দেন নাই এই জন্য ধইন্যা ফাতা। পাল্টা পুস্ট দেয়া কিন্তু দায়িত্বশীল বলগিঙের মইদ্যে ফড়ে না কৈলাম। B-))

১১| ২৯ শে মে, ২০২১ রাত ৯:১৮

সোনালি কাবিন বলেছেন: আপ্নে মিয়া বড় পাজি :#) :#)

৩০ শে মে, ২০২১ রাত ৯:৫৭

মা.হাসান বলেছেন: আপ্নে্তো আমারে ডরায়া দিলেন। শুনলাম হিরু আলম নাকি জুতা লইয়া খাড়ায়া আছে। পাজি লোক দ্যাখলেই জুতার বাড়ি দিতাছে আর কান ধইরা উঠবোস করাইতাছে।

কৈতে পারেন, এইডা কুন অর্ডারে আইবো? আগে জুতার বাড়ি পরে কান ধৈরা উঠবোস? নাকি আগে কান ধৈরা উঠবোস, পরে জুতার বাড়ি? অবশ্য কান ধইরা উঠ বসের সময়েও কিন্তু জুতার বাড়ি দেওয়া যায়। কি কন? B:-/

১২| ২৯ শে মে, ২০২১ রাত ৯:৩৮

জুন বলেছেন: ছবির ওইটা শাড়ি না মা হাসান, আপনি ভুল বুঝেছেন, সাপে যেমন খোলস ছাড়ে ঠিক সেই অবস্থা আমার হয়েছিল র‍্যাশ থেকে ।

৩০ শে মে, ২০২১ রাত ৯:৫৯

মা.হাসান বলেছেন: আপনার নতুন পোস্ট দেইখা বুঝা যাইতাসে নবজীবন-নবযৌবন লাভ কর্সেন।
ওষুধ গুলার নাম শেয়ার কর্লে আমরাও টেরাই কর্তাম ।

হ্যাপি দায়িত্বশীল ব্লগিঙ। B-))

১৩| ৩০ শে মে, ২০২১ ভোর ৫:১৩

সোহানী বলেছেন: ধুর মিয়া, আফনি কোইত্থেকা যে কই নিয়া আছাড় মারেন :P ...............

৩০ শে মে, ২০২১ রাত ১০:০১

মা.হাসান বলেছেন: এইটারে কি আর আছাড় কয়। ঢাবিয়ানের পুস্টে যান। দায়িত্বশীল আছাড় খাইবেন । =p~ =p~


ঈদের পর আপনাদের সবাইকে এক সাথে দেখে খুব ভালো লাগতেছে।
অনেক শুভকামনা ।

১৪| ১৭ ই জুন, ২০২১ দুপুর ২:২৯

শেরজা তপন বলেছেন: কোথায় আপনি মা। হাসান ভাই?
কোন অভিমানে ব্লগ বিমুখ হলেন? কন সমস্যা কি?

অপেক্ষায় রইলাম আপনার সাক্ষাতের... তাড়াতাড়ি ফিরে আসুন

১৫| ২১ শে জুলাই, ২০২১ বিকাল ৩:৪০

আরোগ্য বলেছেন: আসসালামু আলাইকুম। কই আছেন? গুম হইলেন নাকি আত্মগোপনে আছেন B:-)? ঈদের অনেক শুভেচ্ছা রইলো ।

১৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৩২

ঢুকিচেপা বলেছেন: হামাস কেন রকেট মারে এই প্রশ্নের উত্তর গুগলে না পেয়ে কি কাবুলে গেছেন ?

১৭| ০৯ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৫৬

খায়রুল আহসান বলেছেন: আপনি কোথায় নিরুদ্দেশ হ'লেন? আশাকরি কুশলেই আছেন।
শুভকামনা---

১৮| ০৬ ই মে, ২০২২ দুপুর ২:৫৮

বিজন রয় বলেছেন: আপানর খবর কি? ফিরে আসুন।

১৯| ১০ ই আগস্ট, ২০২২ সকাল ৮:৩৫

শেরজা তপন বলেছেন: ভাই কি ব্লগকে একেবারেই টা টা বাই বাই বলে দিলেন?
আপনার ফিরে আসার প্রতিক্ষায়- ফিরে আসুন স্বমহিমায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.