নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.mezba.info

মোঃ মেজবাহুল হক

Mezba, The man you can trust

মোঃ মেজবাহুল হক › বিস্তারিত পোস্টঃ

ভুল থেকে শেখাও একটা অনেক বড় গুন।

১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩২



ভুল থেকে শেখাও একটা অনেক বড় গুন। আমরা সবাই স্রোতে গা ভাসাতে ওস্তাদ। মারা গেল তিতুমির কলেজের ছাত্র রাজীব। সামান্য অসাবধানতায় ঝরে গেল একটা প্রান। তার কাটা হাত দেখে স্বাভাবিক ভাবে খারাপ লাগবে। সবাই সেটা উপলব্ধিও করতেছে, বরং একটু বেশিই করতেছে।
রাজীবকে নিয়ে কেউ কবিতা/ গানও বানিয়ে ফেলেছে। সবাই বাস ড্রাইভার এর গুষ্টি উদ্ধার করে ফেলেছে। কিন্তু আমার মাথায় আসে না একটা ব্যাপার, আমরা জানি আমাদের দেশের ড্রাইভার গুলো এমন তাহলে আমরাই শিক্ষিত হয়ে নিজে একটু সাবধান হই। শুধু ড্রাইভার এর উপর দোষ চাপিয়ে যে পার পাওয়া যাবে না তার বাস্তব প্রমান উপরের ছবিটা। কেউ কখনো জানার বা বোঝার চেষ্টাও করতেছে না যে হাতটা ওখানে গেল কিভাবে। পরিসংখ্যান বলে ২০১৭ সালে ৪ হাজার ৯৭৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৭ হাজার ৩৯৭ জন। আর আহত হয়েছেন ১৬ হাজার ১৯৩ জন। সড়ক দুর্ঘটনায় বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৩তম। এটা কি আমাদের একটুও ভাবায় না? বড়ধরনের সড়ক দুর্ঘটনা ছাড়া শহরের মধ্যে যে বিচ্ছিন্ন সড়ক দুর্ঘটনা গুলো ঘটে তা বিশ্লেষণ করলে দেখা যাবে। ৫০% দোষ আমাদের উপরই আসবে। আমাদের অসাবধানতাই দায়ী হবে। সরকারি বেসরকারি ভাবে এত এত প্রচার করা হচ্ছে ওভার ব্রিজ ব্যাবহারের জন্য বা সময়ের থেকে জীবনের মূল্য বেশি। কিন্তু আমাদের কোন পরিবর্তন নেই। এক রাজীব মারা গেছে আমরা কিছু গান কবিতা গল্প আর স্ট্যাটাস আপডেট দিয়েই ভুলে যাবো। এবং অপেক্ষা করতে থাকবো পরবর্তী কোন রাজীবের জন্য, কিন্তু নিজেদেরকে পরিবর্তনের কোন চিন্তাই করবো না।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: একমত। ভুল থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত।

১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৫

মোঃ মেজবাহুল হক বলেছেন: ধন্যবাদ। শিক্ষিত সমাজ যেদিন এটা পুরোপুরি উপলব্ধি করবে সেদিন ৫০% দুর্ঘটনা কমে যাবে।

২| ১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৪৮

চাঁদগাজী বলেছেন:


প্রতিটি ঘটনা মানুষকে শিখতে বাধ্য করছে, মানুষ অবশ্যই শিখছে; ব্লগের সবাই হুশিয়ার হয়েছে, মনে হয়।

১৯ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৫৯

মোঃ মেজবাহুল হক বলেছেন: হুশিয়ার হয়েছে কিনা জানা যাবে সেই দিন, যেদিন বাংলাদেশের নাম ১৩ তম থেকে পিছিয়ে ১১৩তম তে যাবে।

৩| ১৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১১

বিদেশে কামলা খাটি বলেছেন: মানুষ শিখে । আবার ঠকে। আবার শিখে। আবার ঠকে। আবার শিখে।
না শিখে ঠকলে দোষ নাই। কিন্তু ঠকে অবশ্যই শিখতে হবে এবং শেখার পর আর ঠকা যাবে না কোন মতেই।

১৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৫

মোঃ মেজবাহুল হক বলেছেন: ঠিক বলেছেন। কিন্তু এমন শিখে ফায়দা কি? হা হা হা...

৪| ১৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৬

কানিজ রিনা বলেছেন: আমাদের দেশের ঢাকা শহরের রোডের পরিধি
থেকে গাড়ির সংখ্যা বেশী,বিশেষ করে
কারগাড়ি। যে যত বড় লোক তার পরিবারের
ততোগাড়ি, সেই সাথে বাস ট্রাকে শহরের
রাস্তা এমন ভাবে ভরপুর বলার অপেক্ষা
রাখেনা। আর ড্রাইভাররা বেশীর ভাগ মাতাল।
এর একটা সিস্টেমেটিক সমাধান প্রয়োজন।
ঢাকা শহরে বড় লোক গাড়ি মালিকেরা কয়টা
করে গাড়ি ব্যবহার করে তার পরিসংখ্যন
করে আইন করা জরুরী। একজনের একটা
গাড়ি ছাড়া দ্বীতিয় গাড়ি থাকা আইনত
অপরাধ। রাস্তার জায়গা অনুসারে গাড়ি
বেশী এর কারনে ঘন্টার পর ঘন্টা জ্যাম
লেগে থাকে। নগরীর মানুষেরও সচেতনতা
প্রয়োজন। ছবিতে একটা ভাঙা রংচটা গাড়ি
দেখা যাচ্ছে এই গাড়ির ড্রাইভার গুল এত
বেপরোয়া যা ঢাকার মানুষই বুঝে।
ড্রাইভারের মাতাল অবস্থা এই বেপরোয়া
গাড়ি চলচল দায়ী। তথাপি জনগন সচেতন
হওয়া অবশ্যই জরুরী। সরকার যানবাহন
চলাচল সিস্টেমিক পদ্ধতীর উপর নজর
দিলে দূর্ভোগ মৃত্যু থেকে রক্ষা হত।
১। বড় লোকদের গাড়ির সংখ্যা কমানো।
২। ড্রাইভারদের শিক্ষাগত
যোগ্যতা।মাতাল কিনা।
৩। ভাঙাচোরা বাস ট্রাক
ট্রলি ট্যাম্পু সড়িয়ে ফেলা।
৪। বেপরোয়া গাড়ি চালকদের
শায়েস্তার আওতায় আনা।
ধন্যবাদ আপনার সচেতনতার পোষ্টে।

১৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

মোঃ মেজবাহুল হক বলেছেন: আপনাকেও ধন্যবাদ। আপনার কথাও শত ভাগ সত্য তারপরও আমাদের দিক থেকে যতটা সাবধান হওয়া যায় হওয়া উচিত।

৫| ১৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:১৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: মানুষ যদি শিখতে চায় তাহলে ভালো। কিন্তু বাংলাদেশের মানুষ শিখতে চায় না। পাস করতে চায়। এ প্লাস পেতে চায়। শিক্ষার কোন আগ্রহ তাদের নেই।

১৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

মোঃ মেজবাহুল হক বলেছেন: হা হা হা.... ১০০% সহমত

৬| ১৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

নীল মনি বলেছেন: চলুন আমরাই বদলে যাই :)। সুন্দর সচেতনতামূলক পোস্ট।

১৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

মোঃ মেজবাহুল হক বলেছেন: :) ধন্যবাদ

৭| ১৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৪

নীল মনি বলেছেন: ধন্যবাদ দিলে শুধু হবে আপনি তো যেতেই রাজী হলেন না :(

১৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

মোঃ মেজবাহুল হক বলেছেন: হা হা.... আচ্ছা সকালেই যাই। কি বলেন? ;) ;)

৮| ১৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

দীপঙ্কর বেরা বলেছেন: ঠিক কথা

১৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

মোঃ মেজবাহুল হক বলেছেন: :) :) ধন্যবাদ

৯| ১৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৬

ব্লগার_প্রান্ত বলেছেন: সঠিক

১৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭

মোঃ মেজবাহুল হক বলেছেন: ধন্যবাদ :)

১০| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৫৪

রাজীব নুর বলেছেন: ড্রাইভার গুলো প্রশিক্ষন দেওয়া উচিত সরকারি খরচে।

২০ শে এপ্রিল, ২০১৮ ভোর ৪:৫৬

মোঃ মেজবাহুল হক বলেছেন: :) :) আমাদেরও সচেতন হওয়া উচিত নিজ খরচে ;) ;)

১১| ১৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: বাংলাদেশের মানুষ খুব সামান্যই শিখে বা বদলায়। আর বাংলাদেশে একটা ঘটনা ঘটলে পরপর আরো ঘটে। যেমন - বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, জন্মদিনের পার্টিতে ডেকে নিয়ে ধর্ষণ, ফোনে ডেকে নিয়ে ধর্ষণ ইত্যাদি। কেউ ভুল থেকে শিক্ষা নিচ্ছে না। রাজীবের পরই হৃদয়। জানিনা সামনে কে?

২০ শে এপ্রিল, ২০১৮ ভোর ৪:৫৭

মোঃ মেজবাহুল হক বলেছেন: সহমত :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.