নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.mezba.info

মোঃ মেজবাহুল হক

Mezba, The man you can trust

মোঃ মেজবাহুল হক › বিস্তারিত পোস্টঃ

বিজ্ঞাপন: বাংলাদেশ ১৯৮৬

০১ লা আগস্ট, ২০১৮ রাত ২:৫৩



বিজ্ঞাপন: বাংলাদেশ ১৯৮৬
-হুমায়ুন আজাদ

হ্যাঁ, আপনিই সেই প্রতিভাবান পুরুষ, যাঁকে আমরা খুঁজছি।
যদি আপনার কোন মগজ না থাকে, শুধু পেশি থাকে
যদি আপনার কোন হৃৎপিন্ড না থাকে, শুধু লিঙ্গ থাকে
যদি আপনার কোন ওঁষ্ঠ না থাকে, শুধু দাঁত থাকে
তাহলে আপনিই সেই প্রতিভাবান পুরুষ, যাঁকে আমরা খুঁজছি
যদি আপনি অবলীলায়, একটুও না কেঁপে, শিশুপার্কে
একঝাঁক কবুতরের মতো ক্রীড়ারত শিশুদের মধ্যে একের পর এক
ছুঁড়ে দিতে পারেন হাতবোমা।
যদি আপনি কল্লোলমুখর একটা কিন্ডারগার্টেনে পেট্রল ছড়িয়ে
হাসতে হাসতে আগুন লাগিয়ে দিতে পারেন প্রাতরাশের আগেই
এবং পকেটে হাত রেখে সেই দাউদাউ অগ্নিশিখার দিকে
তাকিয়ে খুব স্থিরভাবে টানতে পারেন ফাইভ ফিফটি ফাইভ
হ্যাঁ, তাহলে আপনিই সেই প্রতিভাবান পুরুষ, যাঁকে আমরা খুঁজছি।

যদি আপনি পেমিকাকে বেড়াতে নিয়ে উপর্যুপরি ধর্ষণের পর
খুন করে ঝোপে ছুঁড়ে ফেলে একশো মাইল বেগে সাইলেন্সারহীন হোন্ডা
চালিয়ে ফিরে আসতে পারেন ন্যাশনাল পার্ক থেকে
কলাভবনের বারান্দায় যদি আপনি অকস্মাৎ বেল্ট থেকে ছোরা টেনে নিয়ে
আমূল ঢুকিয়ে দিতে পারেন সহপাঠীর বক্ষদেশে,
যদি আপনি জেব্রাক্রসিংয়ে পারাপাররত পথচারীদের ওপর দিয়ে
উল্লাসে চালিয়ে দিতে পারেন হাইজ্যাক করা ল্যান্ডরোভার
তাহলে আপনিই সেই প্রতিভাবান পুরুষ, যাঁকে আমরা খুঁজছি

যদি আপনার ভেতরে কোন কবিতা না থাকে, শুধু হাতুড়ি থাকে
যদি আপনার ভেতরে কোন গান না থাকে, শুধু কুঠার থাকে
যদি আপনার ভেতরে কোন নাচ না থাকে, শুধু রিভলবার থাকে
যদি আপনার ভেতরে কোন স্বপ্ন না থাকে, শুধু নরক থাকে
তাহলে আপনিই সেই প্রতিভাবান পুরুষ, যাঁকে আমরা খুঁজছি
যদি আপনি পিতার শয্যার নিচে একটা টাইমবোম্ব ফিট করে
যাত্রা করতে পারেন পানশালার দিকে,
যদি আপনি জননীকে ঠেলে ফেলে দিতে পারেন টাওয়ারের
আঠারো তলার ব্যালকনি থেকে
যদি আপনি আপনার এলাকার ফুলের চেয়েও রূপসী মেয়েটির মুখে
এসিড ছুঁড়ে তাকে রূপান্তরিত করতে পারেন
পৃথিবীর সবচেয়ে কুৎসিত দুঃস্বপ্নে
তাহলে আপনিই সেই প্রতিভাবান পুরুষ, যাঁকে আমরা খুঁজছি

হ্যাঁ, আপনাকেই নিয়োগ করা হবে আমাদের মহাব্যবস্থাপক
আপনার ওপর ভার দেয়া হবে সমাজের
আপনার ওপর ভার দেয়া হবে রাষ্ট্রের
আপনার ওপর ভার দেয়া হবে সভ্যতার
আপনার খাদ্য হিসেবে বরাদ্দ করা হবে গুদামের পর গুদাম ভর্তি বারুদ
আপনার চিত্তবিনোদনের জন্যে সরবরাহ করা হবে লাখ লাখ স্টেনগান
আপনিই যদি হন আমাদের আকাঙ্খিত প্রতিবাবান পুরুষ
তাহলে, পোস্টবক্স: বাঙলাদেশ ১৯৮৬
তো আজই আবেদন করুন।

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৩:১৭

কাওসার চৌধুরী বলেছেন:



একটি ব্যতিক্রমী কবিতা; পাঠে ভাল লাগলো ++++++++

০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪০

মোঃ মেজবাহুল হক বলেছেন: আপনাকেও ধন্যবাদ :)

২| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৩:২৬

চাঁদগাজী বলেছেন:


এটা ড: হুমায়ুন আজাদের কবিতা?

০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪১

মোঃ মেজবাহুল হক বলেছেন: তাই তো জানি :)

৩| ০১ লা আগস্ট, ২০১৮ রাত ৩:৫৩

অনল চৌধুরী বলেছেন: একটা ভন্ড,মদখোর,লম্পট।
এইসব ব... জীবি নামধারীরাই দেশটা অারো ধ্বংস করেছে।

০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪১

মোঃ মেজবাহুল হক বলেছেন: :)

৪| ০১ লা আগস্ট, ২০১৮ ভোর ৪:৩০

উদাসী স্বপ্ন বলেছেন: অসাধারন কিছু বাক্য দিয়ে এমন অসম্ভব সুন্দর কথা।

এজন্যই বোঝা যায় কি ধরনের মানুষ তাকে ঘৃনা করে। কারন তিনি তাদের অন্তরের কালো বিষ খুব সুন্দরভাবে লিখে গেছেন। মারা যাবার ১৪ বছর পরও এসব জঙ্গি, খুনী বর্বর মানুষগুলোর ব্যাপারে একটা বাক্যও মিথ্যে হয় নি

০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৩

মোঃ মেজবাহুল হক বলেছেন: কথা সইত্ত :)

৫| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৪

রাজীব নুর বলেছেন: সুন্দর।

০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪২

মোঃ মেজবাহুল হক বলেছেন: ধন্যবাদ :)

৬| ০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১০:১৮

ভ্রমরের ডানা বলেছেন:


অনল চৌধুরী বলেছেন: একটা ভন্ড,মদখোর,লম্পট।
এইসব ব... জীবি নামধারীরাই দেশটা অারো ধ্বংস করেছে




বাহ!

০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৩

মোঃ মেজবাহুল হক বলেছেন: :)

৭| ০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫১

ভ্রমরের ডানা বলেছেন:


উনি দেশকে কিছু দিয়েছেন। এটাই তার বড় পরিচয়!

০১ লা আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৩

মোঃ মেজবাহুল হক বলেছেন: কথা সইত্ত :)

৮| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৩:০১

অনল চৌধুরী বলেছেন: উনি দেশকে কিছু দিয়েছেন। এটাই তার বড় পরিচয়! বাংলাদেশে জঙ্গী অর বুদ্ধিজীবি নামধারী নষ্টদের সমর্থদের মধ্যে অাচরণে কোন কোন পার্থক্য নাই।
দুই পক্ষই তাদের প্রভুদের ব্যাপারে অন্ধভক্ত।তাদের কোন সমালোচনা সহ্য করতে পারেনা।
লম্পট অার মদখোররা জাতিকে শুধু নষ্টামি শিখিয়েছে,ভালো কিছু না।

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

মোঃ মেজবাহুল হক বলেছেন: কথা সইত্ত :) :)

৯| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৩:০৪

ভ্রমরের ডানা বলেছেন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ায় তারা দেশকে কিছু না কিছু দেয়। যারা এটা অস্বীকার করে তারা মীরপুরের বিহারি পট্টির কসাই।

০২ রা আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৩৫

মোঃ মেজবাহুল হক বলেছেন: থাক রাগ কইরেন না, যার যার মতামত তার তার কাছে শ্রেয় :)

১০| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ৩:১৮

অনল চৌধুরী বলেছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ায় তারা দেশকে কিছু না কিছু দেয়। -এমাজউদ্দিন,বিএনপি মোশাররফও,অানোয়ার,একে আজাদও পড়াতো।তারা রাজতৈক দলগুলির ৫ পাস খালেদা,তারেকের দালালি করে।

ষ্ট,লম্পট,টাকালোভী হু অঅজাদ,আহদমেদও ওখানে পড়াতো।সাহিত্য-সংস্কৃতি অার দেশ -জাতিকে নষ্ট করেছে।যারার এটা অস্বীকার বকরে তারা তালেবান-লাদেনের চেয়েও বড় জঙ্গী।

নিজের মতের বিরুদ্ধে গেলেই সবাই মীরপুরের বিহারি পট্টির কসাই-এই মানসিকতাই প্রমাণ করে তাদের চিন্তার স্তর কোথায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.