নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমস্যা! সমস্যা!
চারদিকে এত সমস্যা! কোনটা ছেড়ে কোনটার প্রতিবাদ করবো, কার কাছে প্রতিবাদ করবো সেটাই বুঝতে পারছি না। কিন্তু একটা বিষয় পরিষ্কার, দেশটা সোনায় ভরপুর হয়ে যাচ্ছে।
এখন প্রশ্ন হলো ..... এ সোনা কি খাঁটি সোনা নাকি লোক দেখানো সোনা?
প্রশ্ন জাগার পেছনে অনেক গুলো কারন আছে ।
----- লক্ষ লক্ষ সোনায় জিপিএ পাওয়া
-----এই ধরুন কয়দিন আগে নারী ক্রিকেট দলের অর্জন
---- ঢাবি এর ভর্তি পরীক্ষায় সোনা পাওয়া মাত্র দুইজনের পাশ
---- এয়ারপোর্ট/ বিমানের টয়লেট/ লাগেজ / সর্বত্র সোনায় ছড়াছড়ি
---- সোনার প্রতীক উপহার
----- কিংবা সন্মাননা ক্রেস্ট এ সোনার কমতি বা থাকা না থাকা
সরকার তার ব্যাবস্থা নিচ্ছে এয়ারপো্র্টে কিন্তু আমাদের মন মানষিকতার পরিবর্তন কি হবেনা?
শিক্ষায় সোনা পাবার বিষয়টা ভালো নাকি খারাপ সে প্রসংগে কিছু না বললেও এইটা নিশ্চিত কে সোনা পাচ্ছে ? যে পাত্রে সোনা ঢালা হলো সেটা ঠিক ছিদ্র মুক্ত কিনা সেদিকে খেয়াল সরকারকেই রাখতে হবে।
©somewhere in net ltd.