নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্রাউজারের হোমপেজ www.ourbd.net

মো: আসাদুজ্জামান মিলন

মো: আসাদুজ্জামান মিলন › বিস্তারিত পোস্টঃ

কপি-পেষ্টীয় শুভেচ্ছা

১৩ ই জুন, ২০১৮ রাত ৮:৪৫

একটা সময় ছিল যখন মনের কথা বাটন মোবাইলে টিপে টিপে বন্ধু, আত্মীয় স্বজন দের প্রেরণ করাতাম আমরা। কেউ ম্যাসেজ পাঠাইলেও একটা ফিলিংস হত, বন্ধু আমার জন্য কি লিখেছে দেখি!
আর এখন। একজনের টা আরেকজন কে কপি করে পাঠায়, সে আবার আর একজন কে, তার থেকে আর একজন , শেষে দেখা যায় একটু আগে যে ম্যাসেজ আমি পাঠিয়েছি সেটা কয়েকজনের মোবাইল ঘুরে আবার আমার কাছে।তাই ঈদ, নব বর্ষ, হাজারো দিবসে ম্যাসেজ এলে চোখ বন্ধ করে ডিলিট। ফিলিংস টা হারিয়ে গেছে। ম্যাসেজ এলেই মনে হয় ঐযে কপি পেস্ট এলো।
আবার যিনি পাঠান তিনিও যে সব সময় ম্যাসেজ পড়ে পাঠান তাও না। দেখা গেল যিনি পাঠিয়েছে send from এ অন্য একজনের নাম। যিনি পাঠাচ্ছেন তিনি যে আমাকে পাঠাচ্ছেন তাও হয়ত জানেন না । কন্টাক্ট সিলেক্ট অল করে দেয় সেন্ড করে।
ডিজিটাল যুগে সব কিছুই কপি-পেস্ট হয়ে গেছে......।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৮ রাত ৮:৫৫

লাবণ্য ২ বলেছেন: দারুন লিখেছেন! আমরা এখন কপি পেস্ট প্রজন্ম।

২| ১৩ ই জুন, ২০১৮ রাত ৯:০৭

জুন বলেছেন: আপনি একদম ঠিক বলেছেন । দশ হাত ঘুরতে ঘুরতে নিজের মেসেজ নিজের কাছেই আসে এখন :`>

৩| ১৩ ই জুন, ২০১৮ রাত ৯:১৬

কাইকর বলেছেন: ঠিক বলেছেন

৪| ১৩ ই জুন, ২০১৮ রাত ৯:৪৮

তারেক ফাহিম বলেছেন: B-) 8-|

ডিজিটাল চালাক।

৫| ১৩ ই জুন, ২০১৮ রাত ১১:১৪

রসায়ন বলেছেন: ফেসবুকে সেদিন একজন পোস্ট করলো তার আত্মীয় কেউ একজন মারা গেছে , আমি ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লিখে প্রথম কমেন্ট করলাম পরে দেখি সিরিয়াল ধরে এটা কপিপেস্ট করে সবাই মন্তব্য করে যাচ্ছে।
এরকমই হয়ে যাচ্ছে আমাদের ব্যস্ততা আর অনুভূতি ! :-&

৬| ১৪ ই জুন, ২০১৮ সকাল ১০:০৬

রাজীব নুর বলেছেন:
যে কিছু উপকার করে তারই বদনাম হয়, যে কিছুই করে না, সে হয় ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.