নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মূলত ওয়েব ডেভেলপমেন্টের পাশাপাশি বিভিন্ন বাংলা, ইংরেজী ব্লগে সখের ব্লগার হিসেবে টুকিটাকি লেখালেখি করে থাকি।

এম,এইচ, মিনহাজ

শখের ব্লগার

এম,এইচ, মিনহাজ › বিস্তারিত পোস্টঃ

আবার প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস !!

২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫২

এবারেও প্রাথমিক শিক্ষা সমাপনি ২০১৪ পরীক্ষার প্রশ্ন পত্র পরীক্ষার কয়েকদিন আগেই ফাঁস হল!!



কেউ কি বলতে পারবেন গত ৬/৭ বছরে কোন পাবলিক পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস হয়নি? ছোট ছোট কোমলমতি অবুঝ শিশুরা তাদের শিক্ষা জীবনের প্রথম ধাপটিই অতিক্রম করছে ’পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস’ নামক রাষ্ট্রীয় ও জঘন্য দুর্নীতির হাত ধরে।



জতিকে কাগজে কলমে A++ মেধাবী করতে সরকার ও মহান সফল শিক্ষা মন্ত্রী দেশের অবুঝ শিশুদের মেধাকে ও তাদের কোমল নীতি বোধকে গলা টিপে হত্যা করে পরীক্ষার ফলাফলে পাশের বন্যা বইয়ে দিয়েে আমাদের A++মেধাবী দেশে ও বিদেশে বাহবা কুড়াতে মরিয়া। সরকার ও শিক্ষা মন্ত্রনালয়ের লোকজন দুর্নীতি-ক্ষমতার লোভে রুগ্ন ও অন্ধ হয়ে ICU এ লাইফ সাপোর্টে থেকে দেশ চালাচ্ছে। আর তাদের এই রোগ দেশের লাখো কোটি ছোট বড় নিস্পাপ ছাত্র-ছাত্রীর মাঝে এইডস ও ক্যান্সার আকারে ছড়িয়ে দিচ্ছে।



আগেও অনেক তদন্ত হয়েছে, ভবিষ্যতেও হবে। আপনারা নিশ্চিত থাকেন কোন দিন এদের বিচার হবে না। জাতির ভাগ্য যদি কিছু হয় তা হতে পারে আইওয়াস।



সত্যিকার অর্থে এই ভূত তাড়াতে যে সরিষা ব্যবহার করা হচ্ছে সেই সরিষাতেই আসল ভূত।



আমরা শিক্ষিত জাতিতে পরিনত হতে বেশি দেরী নেই। সংগ্রামী সরকার আমাদেরকে হাতে হাতে ফলাফল দেখাচ্ছে। বুড়োগুলি মরলেই পৃথিবীতে আমরা ১০০০% শিক্ষিত জাতি।



জাতিকে কি এভাবেই শিক্ষিত করার সপ্ন দেখেছিলেন জাতির জনক?



যারা এখনো প্রশ্নপত্র পাননি তাদের বলে রাখি ফেইসবুক জাতীয় সামাজিক সাইটগুলিতে খুঁজলেই প্রশ্ন পাওয়া যাবে। কেউ আবার বিজ্ঞাপন দিয়ে বিনামূল্যে বিতরন করছেন।



প্রশ্ন পাওয়ার আগে ও পরে আমাদের প্রিয় নাহিদ স্যার ও দেশরত্না সু-সফল প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করতে ভূলবেন না। পারলে তাদেরকে A++ পাওয়ার আগাম রসমলাই পাঠিয়ে দিন।



তারাই তো আমাদের সেবায় এই কাজগুলি করেছেন... । আল্লাহ তাদের লাখো-কোটি বছর হায়াৎ দিন....। সবাই বলুন আমীন......।





পূর্বে প্রকাশিত এখানে



মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৪ ভোর ৬:২৮

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: খুবই নেক্কার জনক ঘটনা। আর কিইবা দেখার বাঁকি আছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.