নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মূলত ওয়েব ডেভেলপমেন্টের পাশাপাশি বিভিন্ন বাংলা, ইংরেজী ব্লগে সখের ব্লগার হিসেবে টুকিটাকি লেখালেখি করে থাকি।

এম,এইচ, মিনহাজ

শখের ব্লগার

এম,এইচ, মিনহাজ › বিস্তারিত পোস্টঃ

ট্রফিটা শেষবারের মত দেখে নাও। আগামী বিশ্বকাপ আমাদের

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৪


একসময়ের ক্ষুদে টাইগার সময়ের পরিক্রমায় আজ টাগবগে তরুন, ক্ষুদার্থ ও দূর্দান্ত শিকারী বাঘ।

আর এমনই ১১জনের একটি রয়েল বেঙ্গল টাইগারের দল নিয়ে একেরপর এক শিকারকে ধরাশারী করে দুর্বার গতিতে এগিয়ে চলছে কিংবদন্তী টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

গ্রীক সম্রাট আলেকজান্ডার গড়েছিলেন বিশ্ব জয়ের ইতিহাস আগ্রাসী লড়াইয়ে রক্ত ঝড়িয়ে, আমাদের টাইগাররা গড়বে বিশ্বকাপ জয়ের ইতিহাস ব্যাটের বলের শৈল্পীক লড়াইয়ে ক্রিকেটের মাঠ কাঁপিয়ে।

আমাদের স্বপ্নের ক্রিকেট দলটি এখন পরিপূর্ন শক্তির একটি দল। পিছনের সারিতে থাকা তারুন্যে উদ্দীপ্ত অপেক্ষমান বাঘগুলিও শিকারের প্রহর গুনছে। দলের কারো কারো স্বল্প সময়ের ছোটখাট ছন্দপতন হলেও ধারাবাহিক জয় থেকে ছিটেকে পরার আশংখা মুক্ত। সবাই এখন নিয়মিত শিকারী। একটি ছোট্ট বিরতির পর সাবলীল ভঙ্গীমায় ছন্দে ফিরেছে ইমরুল কায়েস ও মাহমুদুল্লাহ।

আর বিস্ময়কর সফল বোলার, সাতক্ষীরা সায়ানাইড নামে পরিচিত সহজ সরল শিকারী বালক মুস্তাফিজের একেরপর এক বিধ্বংসী গোলা ক্রিকেট বিশ্বকে জানিয়ে দিচ্ছে নতুন সতর্কবার্তা।

রিজার্ভড বুলেট সৌম্য তো আছেই। সাকিব, মুশিফিক, রুবেল, নাসিরসহ বাঁকিদের কথা নাই বা বললাম।

প্রথম সারির দলগুলির বিপক্ষে আমাদের জন্য ম্যাচ জয়, সিরিজ জয় এক সময় ছিল অনেকটা স্বপ্নের ব্যাপার। সেই স্বপ্নের ঘোড়ায় লাগাম দেয়ার কাজ শেষ। এখন শুধু সময়ের অপেক্ষায়। আগামী বিশ্বকাপ আমাদের। শুধুই আমাদের। তার আগ পর্যন্ত বিশ্বকাপ ট্রফিটা শেষবারের মত ভাল করে দেখে নাও। পরে হয়ত আর সুযোগ পাবে না। কারন আমরা আসছি......বাংলার সত্যিকারের রাজকীয় বাঘ হয়ে।একসময়ের ক্ষুদে টাইগার সময়ের পরিক্রমায় আজ টাগবগে তরুন, ক্ষুদার্থ ও দূর্দান্ত শিকারী বাঘ।

আর এমনই ১১জনের একটি রয়েল বেঙ্গল টাইগারের দল নিয়ে একেরপর এক শিকারকে ধরাশারী করে দুর্বার গতিতে এগিয়ে চলছে কিংবদন্তী টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

গ্রীক সম্রাট আলেকজান্ডার গড়েছিলেন বিশ্ব জয়ের ইতিহাস আগ্রাসী লড়াইয়ে রক্ত ঝড়িয়ে, আমাদের টাইগাররা গড়বে বিশ্বকাপ জয়ের ইতিহাস ব্যাটের বলের শৈল্পীক লড়াইয়ে ক্রিকেটের মাঠ কাঁপিয়ে।

আমাদের স্বপ্নের ক্রিকেট দলটি এখন পরিপূর্ন শক্তির একটি দল। পিছনের সারিতে থাকা তারুন্যে উদ্দীপ্ত অপেক্ষমান বাঘগুলিও শিকারের প্রহর গুনছে। দলের কারো কারো স্বল্প সময়ের ছোটখাট ছন্দপতন হলেও ধারাবাহিক জয় থেকে ছিটেকে পরার আশংখা মুক্ত। সবাই এখন নিয়মিত শিকারী। একটি ছোট্ট বিরতির পর সাবলীল ভঙ্গীমায় ছন্দে ফিরেছে ইমরুল কায়েস ও মাহমুদুল্লাহ।

আর বিস্ময়কর সফল বোলার, সাতক্ষীরা সায়ানাইড নামে পরিচিত সহজ সরল শিকারী বালক মুস্তাফিজের একেরপর এক বিধ্বংসী গোলা ক্রিকেট বিশ্বকে জানিয়ে দিচ্ছে নতুন সতর্কবার্তা।

রিজার্ভড বুলেট সৌম্য তো আছেই। সাকিব, মুশিফিক, রুবেল, নাসিরসহ বাঁকিদের কথা নাই বা বললাম।

প্রথম সারির দলগুলির বিপক্ষে আমাদের জন্য ম্যাচ জয়, সিরিজ জয় এক সময় ছিল অনেকটা স্বপ্নের ব্যাপার। সেই স্বপ্নের ঘোড়ায় লাগাম দেয়ার কাজ শেষ। এখন শুধু সময়ের অপেক্ষায়। আগামী বিশ্বকাপ আমাদের। শুধুই আমাদের। তার আগ পর্যন্ত বিশ্বকাপ ট্রফিটা শেষবারের মত ভাল করে দেখে নাও। পরে হয়ত আর সুযোগ পাবে না। কারন আমরা আসছি......বাংলার সত্যিকারের রাজকীয় বাঘ হয়ে

লেখাটি পূর্বে প্রকাশিত এখানে

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ১:১৬

সজিব হাওলাদার বলেছেন: আপনার কথা যেন সত্য হয় ,সেই আশাতেই আছি।

২| ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:১৭

বাংলার জামিনদার বলেছেন: আরে আগেই কইয়া দিলেন ক্যান???? টার্গেট তো ঐটাই। চুপ চুপ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.