নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মূলত ওয়েব ডেভেলপমেন্টের পাশাপাশি বিভিন্ন বাংলা, ইংরেজী ব্লগে সখের ব্লগার হিসেবে টুকিটাকি লেখালেখি করে থাকি।

এম,এইচ, মিনহাজ

শখের ব্লগার

এম,এইচ, মিনহাজ › বিস্তারিত পোস্টঃ

পুলিশকে নিয়ে আমার একটি বিরল সুখকর স্মৃতি

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৪:৩৫

পুলিশকে নিয়ে সুখকর স্মৃতি আছে এমন লোক দেশে বিরল।
তবে আমার একটা সুখের স্মৃতি আছে....
গত কোরবানীর ঈদের আগে মিরপুর ১৪ থানায় গেলাম এক কাজে ঈদের আগ মুহুর্ত বিকাল বেলায় বেশির ভাগ পুলিশই বোধ হয় বাইরে ডিউটিতে, থানা মোটামোটি পুলিশ শূন্য।
ডিউটিতে থাকা এক মহা ব্যাস্ত এসআইকে (নাম মনে নাই) সমস্যা বললাম উনি পাশের জন কে কম্পিউটার কম্পোজ করা নির্দেশ দিলে সে বলল বাইরে টহলে যেতে হবে এখনি।
আশেপাশে আর কেউ না থাকায়, এসআই আমাকে বসায়ে রেখে আমার আগের দুইজনকে কাজ শেষে বিদায় করে আমার টা শুরু করলেন। ব্যাস্ততার মাঝেও কাজটা যথেষ্ট আন্তরিক ভাবেই করলেন। সব মিলিয়ে দুই-আড়াই ঘন্টা লাগল। তিনি চাইলে আমাকে আইনের বিভিন্ন ধারা অনুচ্ছেদ দেখিয়ে ৪-৫ দিন ঘুরিয়ে হাজার খানেক টাকা খরচ করাতে পারতেন। তিনি সেটা না বরং আমাকে বসিয়ে রাখার জন্য দুঃখ প্রকাশ করলেন যদিও নিজেই দেখতে পাচ্ছি তিনি প্রচন্ড ব্যাস্ত।

কোন রকম হয়রানি না করে দ্রুত কাজ শেষ করায় ভাবলাম তাকে কৃতজ্ঞতা সরুপ কিছু ইয়ে.. ইয়ে মানে স্পীড মানি দেওয়া আমার কর্তব্য যদিও এর জন্য কোন সরকারী ফি লাগে না।

সরাসরি বলা ঠিক হবে ভেবে তাকে আকার ইঙ্গিতে টাকা পয়সার বিষয়টি বুঝাইলাম। এসআই সাহেব দেখি বুঝেও না বুঝার ভান করলেন। আমি অবাক হলাম। তখনি খেয়াল হল রুমটি সিসি ক্যামেরার আওতাভূক্ত। তাই বিদায় নিয়ে বাইরে এসে চারপাশে তাকিয়ে দেখলাম এখানে কোন ক্যামেরা নাই। এসআইকে যথেষ্ট ভদ্র মনে হওয়ায় মনে খুলে ডাক দিলাম বাইরে আসার জন্য।

তিনি বাইের আসলেন। তার প্রশংসা করে নির্ভয়ে বললাম স্পীড মানি দিতে চাই। তিনি বললেন এর জন্য কোন চার্জ নেই। কোন রকম আগ্রহ না দেখে এবার একটু জোর করলাম....... হা হা হা... মুখের দিকে তাকায়া বুঝতে পারলাম ঘুষ অফার করায় তিনি কিছুটা লজ্জা পাইছেন যদিও আশেপাশে আর কেউ ছিল না।

দেশের সর্বত্র এই লজ্জাটাই খুব বিরল যা খুবই প্রয়োজন।

সরকারী অফিসে ঘুষ সংশ্লিষ্ট ব্যাপারে এই বিরল সুখকর স্মৃতি বিগত জীবনে কোন দিন অনুভব করি নাই। পুলিশের ক্ষেত্রে এমন হতে পারে তা বোধ হয় কেউ কল্পনাও করতে পারে না। তাই পুলিশের সাথে আমার এটি একটি বিরল সুখের স্মৃতি হিসেবেই থাকবে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৫৩

ব্লগারনির্ভীক বলেছেন: আসলেই এটা সুখ স্মৃতি,দেশের সকল পুলিশ যদি এরকম হত তাহলে এই দেশটা আহা সোনার বাংলাদেশই হয়ে যেত।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৩

ঢাকাবাসী বলেছেন: কি কাজে গেছলেন যে আড়াই ঘন্টা লাগল একজন এসআইর! এরকম পুলিশ এদেশে নেই বলেই জানি। তাকে অভিনন্দন।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:২১

এম,এইচ, মিনহাজ বলেছেন: টাকা অফার করায় একজন পুলিশ লজ্জা পাইছেন এটাই ছিল সবচেয়ে অদ্ভুত বিষয়

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:২৪

মুহাম্মদ মামুনূর রশীদ বলেছেন: কালা মে কুছ ডাল হ্যায়...... ;-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.