নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মিন্টু শাহজাদা। গান গাই, কবিতা লিখি, গল্প-প্রবন্ধ লিখি, চাকরি করে খাই। আমি একজন মুসলিম। কারো সাথে আমার কোন বিরোধ নেই। কারো মনে বিন্দুমাত্র অাঘাত দেবার কোন ইচ্ছাও নেই। সকলে মিলে ভাল থাকতে চাই, ভাল রাখতে চাই। আর কিছু নয়।

মিন্টু শাহজাদা

গায়ক, কবি, গদ্যকার।

মিন্টু শাহজাদা › বিস্তারিত পোস্টঃ

জ্বর

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৬

মিন্টু শাহজাদা

এক গতর জ্বর, তেতো স্বাদের নি:শ্বাসের সাথে
কবেকার কোন বিকেলবেলা ঘরবিবাগী চিল
বেহুশ ঘুমের ক্লান্তি নিয়ে এসেছিল ঘাটে; কাতর!
কতজনে মরিতেছে নি:শব্দে, শেষ কথা না কয়ে।
আজকের অস্পষ্ট কথা কাল যাবে ক্ষয়ে; কতিপয়
সন্তান জন্মাবার আগে, আবারও মরিবে সেইসব
চিলগুলি; ছিন্নভিন্ন ব্যথার শব্দে চৈত্র মাসের তাপ,
ভাদ্দুরে গরমের পাপে কথা কহিবেনা কেউ আর।

একদিন এ পৃথিবী, কালাজ্বর কিংবা ডেঙ্গুর উত্তাপে
কুচকিয়ে যাবে তেলে ভাজা পটলের মতোন, গরম
তেলের ভেতর হয়ত যাবে উবে! বড় বড় গাছ
কাটা হল বলে, বাদুড়দের হাহাকার কান পেতে
শুনিবে মহাকাল, খরা, তাপ, পাপ, উত্তাপ।

গতরে গতরে জ্বর আর তেতো স্বাদের নি:শ্বাস
চারিদিকে ভাদ্দুরের তাপের সাথে মিশে গেছে আজ!
পৃথিবীর আয়ু শেষ হল বলে, মানুষেরা ঘুমের মধ্যে
কথা কয়ে যায়, গতরে জ্বর, সন্তান জন্মাবার আগে
পৃথিবীর প্রয়াণ হবে বলে, এক গতর কালাজ্বর কিংবা
তেতো স্বাদের নি:শ্বাসের সাথে এক গতর ডেঙ্গু নিয়ে,
কবেকার কোন বিকেলবেলা ঘরবিবাগী চিল
বেহুশ ঘুমের ক্লান্তি নিয়ে এসেছিল ঘাটে!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১১

আদর্শ সৈনিক বলেছেন: সুন্দর হইছে

২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

মিন্টু শাহজাদা বলেছেন: আপনাকে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.