নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মিন্টু শাহজাদা। গান গাই, কবিতা লিখি, গল্প-প্রবন্ধ লিখি, চাকরি করে খাই। আমি একজন মুসলিম। কারো সাথে আমার কোন বিরোধ নেই। কারো মনে বিন্দুমাত্র অাঘাত দেবার কোন ইচ্ছাও নেই। সকলে মিলে ভাল থাকতে চাই, ভাল রাখতে চাই। আর কিছু নয়।

মিন্টু শাহজাদা

গায়ক, কবি, গদ্যকার।

মিন্টু শাহজাদা › বিস্তারিত পোস্টঃ

আমি ধুয়ে মুছে যাব একদিন

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪২

মিন্টু শাহজাদা

আমি ধুয়ে মুছে যাব একদিন
কুরবানির রক্ত কিংবা উচ্ছ্বিষ্টের মতোন;
তবুও ব্রহ্মান্ডের কার্তিক এসে যাবে হায়!
ভাদ্দুরের উত্তাপ ভেদ করে পুরনো কুয়াশাদের
সাথে করে; সূর্যের সমস্ত তাপ যাবে ক্ষয়ে।

যাহাদের বুকে বাজে আজ, ডাহুকের সুর সহসা
অদ্ভূত উদ্বেগে, তাহারা কী আহ্লাদে চায় বাঁচিতে?
মরা কার্তিক আসিবার আগে, পাতলা কুয়াশায়
ঢেকে যাবে উঠোনের নিম গাছের চারা! নি:সহায়
ডালিম গাছের পাতা উড়ে যাবে জোড়ায় জোড়ায়
শুকনো, মরা হলে পরে! ফাল্গুন আসিবার আগে
পৃথিবীর মরা পাতাগুলো উড়ে যাবে দলে দলে
উত্তুরে ঠান্ডা হাওয়া আসিতেছে বলে!

পৃথিবীর মানুষেরা ধুয়ে মুছে যাবে একদিন
কুরবানির রক্ত, নাড়িভূড়ি কিংবা উচ্ছ্বিষ্টের মতোন;
ভাদ্দুরের উত্তাপ ভেদ করে উত্তুরে ঠান্ডা হাওয়া
আসিতেছে বলে; ক্লান্ত, শুকনো পাতার মতোন
দলবেঁধে ভেসে যাবে নির্মলা, মরা নদীর জলে,
সারাদিন সূর্য়ের স্নেহময় নিরুত্তেজ তাপে
ফাল্গুনের নতুন নতুন কুশি গজাতেছে বলে!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৩

রকিব লিখন বলেছেন: ভাল লাগা কবিতায়।। সুন্দর শব্দ চয়লে মুগ্ধতা রেখে গেলাম।।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:০৬

এম এ কাশেম বলেছেন: শব্দ চয়ন সুন্দর।
শুভ কামনা।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:১৮

মিন্টু শাহজাদা বলেছেন: অসংখ্য ধন্যবাদ জনাব রবি লিখন এবং জনাব এম এ কাশেম। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.