নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মিন্টু শাহজাদা। গান গাই, কবিতা লিখি, গল্প-প্রবন্ধ লিখি, চাকরি করে খাই। আমি একজন মুসলিম। কারো সাথে আমার কোন বিরোধ নেই। কারো মনে বিন্দুমাত্র অাঘাত দেবার কোন ইচ্ছাও নেই। সকলে মিলে ভাল থাকতে চাই, ভাল রাখতে চাই। আর কিছু নয়।

মিন্টু শাহজাদা

গায়ক, কবি, গদ্যকার।

মিন্টু শাহজাদা › বিস্তারিত পোস্টঃ

মনোরমা

০৫ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:১১



মনোরমা
মিন্টু শাহজাদা

মাইলকে মাইল হেঁটে এসেছে তারা।
মুক্তির পতাকা উঠাবে বলে, জীবনের নীল যন্ত্রণা, ক্লান্তি,
অবসাদ ভুলে ভুলে যাবে, এইসব নদী পল্লবের দেশের প্রাণ!

সূর্য়ের আলো উঠিবার আগে, এক ঘটি ঠান্ডা জল
দিয়ে গেছে মনোরমা! চিকন ঠোঁটের কোণায় একটুখানি হাসি!
নাকি সহাস্য বিদ্রোহ! বিদ্রোহ এসেছিল তীক্ষ্ণ হাসিতে তার!
মনোরমার আঁচলেও বিদ্রোহের বারুদ! তবুও ঘুমের মধ্যে
উঠে আসে স্বজনের ছোঁয়া! প্রেম! মৃত্যু! যুদ্ধের ঠা ঠা শব্দ!
নাক-কান দিয়ে বের হয়ে আসা অপ্রতিরোধ্য, খুব লাল, রক্ত!
মলিন সন্তানের রক্ত-রাঙা বুক! অসহায় প্রিয়তমের কাতর চাহনি
ভেসে ভেসে আসে এইসব নদী পল্লবের দেশে, গোধুলি আসিবার পর।

ইতিহাসের নোনা পাতায় মনোরমা বেঁচে নেই।আছে কি?
তবুও নদী হতে নদী ভেসে যেতেছে তার রক্তমাখা শাড়ি!
লম্পটের নোংরা নখের দাগ! বিনিদ্র ক্ষোভে বিস্ফোরিত দশদিক!
মাইলকে মাইল ভেসে ভেসে যাবে প্রেম, পতাকা আর মৃত্যুর ইতহাস।

মনোরমার চোখের কোণার একটুখানি জল, যৌবন আর ক্ষোভ
ভেসে যাবে; ভেসে যাবে মাথার ভেতর লুকায়ে থাকা প্রাণ!
রাতের আঁধারে কানাগলির বাঁকে, মনোরমার আঁচলে লুকোনো মেশিনগান।
সূর্য়ের আলো উঠিবার আগে এইসব ভেসে যাবে বহুদূর!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.