নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মিন্টু শাহজাদা। গান গাই, কবিতা লিখি, গল্প-প্রবন্ধ লিখি, চাকরি করে খাই। আমি একজন মুসলিম। কারো সাথে আমার কোন বিরোধ নেই। কারো মনে বিন্দুমাত্র অাঘাত দেবার কোন ইচ্ছাও নেই। সকলে মিলে ভাল থাকতে চাই, ভাল রাখতে চাই। আর কিছু নয়।

মিন্টু শাহজাদা

গায়ক, কবি, গদ্যকার।

মিন্টু শাহজাদা › বিস্তারিত পোস্টঃ

প্রগতিশীলতা মানে কি?

১০ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:১৩

কোন কবি, সাহিত্যিক কিংবা শিল্পী যদি বলেন যে তিনি একজন মুসলিম তাহলে প্রগতিশীলতার খাতা থেকে তাঁর নাম কাটা যায় না। কোন মুসলিম যদি নিজ ধর্ম আচার পালন করেন তাহলে তিনি সাম্প্রদাযিক হয়ে যান না।

আমি একজন মুসলিম। পাঁচ ওয়াক্ত নামায পড়ব পড়ব করেও পড়া হয় না (এটা ঠিক নয়, আমি জানি। পাঁচ ওয়াক্ত নামায মুসলিমদের জন্য ফরয। নামায সব ধরণের মন্দ কাজ হতে বিরত রাখে)। জুম্মার নামায পড়ি। রোজার মাসে রোজা রাখি। বিপদে পড়লে বেশি বেশি নামায পড়ি, আল্লাহপাকের কাছে সাহায্য চাই। ভুমিকম্প কিংবা এরকম বিপদে পড়লে অবচেতন মনেই দুয়া ইউনুস পড়তে পড়তে ওপর তলা হতে নিচে নামি।

সততার সাথে চাকরি করি।
কবিতা লিখি, গল্প-প্রবন্ধ লিখি, বই পড়ি, গান গাই। ভবিষ্যতে সিনেমাও বানাবো বলেও ভেবেছি।

আমি মুসলিম হলেও অন্য ধর্মের অনেক বন্ধু আছে আমার। আমি তাঁদেরকে সম্মান করি, ভালবাসি। তাঁরাও আমাকে সম্মান করেন, ভালবাসেন।

কেউ মুসলিম হলেই সে সাম্প্রদায়িক নয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.