নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মিন্টু শাহজাদা। গান গাই, কবিতা লিখি, গল্প-প্রবন্ধ লিখি, চাকরি করে খাই। আমি একজন মুসলিম। কারো সাথে আমার কোন বিরোধ নেই। কারো মনে বিন্দুমাত্র অাঘাত দেবার কোন ইচ্ছাও নেই। সকলে মিলে ভাল থাকতে চাই, ভাল রাখতে চাই। আর কিছু নয়।

মিন্টু শাহজাদা

গায়ক, কবি, গদ্যকার।

মিন্টু শাহজাদা › বিস্তারিত পোস্টঃ

বাজারের লিস্ট রাখলাম কই?

০১ লা নভেম্বর, ২০১৬ রাত ১:১৭



বাজারের লিস্ট রাখলাম কই?
মিন্টু শাহজাদা

দূর হতে একটি বাউল গানের শব্দ শোনা যায়।
হাড্ডিসার শহরের বুকে তীক্ষ্ণ রোদের তাপ; উহ্!
গানের সাথে একতারার শব্দ আসে না, তবু
জীবনে অবিস্মরণীয় ঘটনা ঘটিবার আগে
অকবিরাও কবি হতেছে সব, বাউল গানের সুরে।
দেয়ালে দেয়ালে হাবিজাবি পোস্টারের অবিনশ্বর ছবি
থেমে গেছে এইখানে; বাউল গানের সুরে নি:শব্দ পথিক
শান্তমুখে হেঁটে যাবে জীবনের অবসাদে, ইতিহাসের গভীর
অন্ধকারে ফিরে যাবে আবার, ঘর বাঁধিবার পর, ঘর ছাড়া হয়ে!

পেন্সিলের স্কেচের মতোন ঝাপসা হতে হতে এলোচুলের মেয়েটি
নিভে যাবে হৃদয় থেকে, তপ্ত রোদ নিভে যাবার পর!
এ কেমন জনম? হারায়েছে যারে, ঢেঁকিশাক তুলিতে তুলিতে
সে আবার আসিবে কি? ঘর বাঁধিবার পর, ঘর ছাড়া হয়ে?

ট্রাফিকের চেচামেচি, হাহাকারে, সম্বিত ফিরিবার আগে
চলন্ত ট্রাক এসে পিষে নিয়ে যাক শ্রান্ত শরীর, হৃদয়ের ব্যথা,
বহুদিনের জমাট বাঁধা প্রেম পিষে যাক এইখানে পিচ ডালা পথে!
ঝাপসা হতে হতে নিভে যাক প্রাণ, জমে থাকা ব্যথাদের সাথে!

বাউল গানের শব্দ মিলে গেছে দূরে, নেই।
হাড্ডিসার শহরের বুকে তীক্ষ্ণ রোদের তাপ;
উহ্!
বাজারের লিস্ট রাখলাম কই?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা নভেম্বর, ২০১৬ ভোর ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:



জীবন পথ খুঁজে পাচ্ছে না, কারণ স্বাভাবিক নয় এই নির্যাতিত জনপদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.