নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের জন্য সৃষ্ট সুখগুলো ধরে রাখতে লেখালেখি চালিয়ে যেতে চাই।

মীর সাজ্জাদ

নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।

মীর সাজ্জাদ › বিস্তারিত পোস্টঃ

খোদার মহিমা

১৯ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:০৩

মানুষে মানুষে কেন এতো গরমিল,
যাদের কল্যাণ হেতু এই বিশ্বনিখিল।

কারো হাতে মরনাস্ত্র, কারো হাত খালি,
কেহ পায় নাম যশ, কেহ পায় গালি।

পরের কারণে যারা দিয়ে গেল প্রান,
তারা কি পাইলো ভবে কোনো প্রতিদান।

তোমার মহিমা বোঝা কারো সাধ্য নাই,
যাকে খুশি তাকে মেরে খেলিছ সদাই।

এ খেলার শেষ হবে কবে সংসারে,
মানুষ আসিছে হেথা কাতারে কাতারে।

তবে কি ভরিয়া যাবে পৃথিবী মানুষে,
আদম হইতে শুরু শেষ কোথা আছে।

এই আসার শেষ যদি নাহি করো তুমি,
তবে কি গড়িবে তুমি আরো একটি ভুমি।

অথবা আসিবে পুনরায় বিরাট তুফান,
পাপে ভরা পৃথিবীকে করিবে খান খান।

পাপী তাপি ডুবে যাবে, রবে পুণ্যবান,
আর এক গৃহ দারা করাইবে ত্রাণ।

গন্ধব খাইয়া আদম আসিলো এখানে,
তারি বীজ খেয়ে মরে প্রতিটি সন্তানে।

তাই বুঝি মানুষেরা ভুল পথে চলে,
ধর্মের বিধান যতো রাখে দূরে ফেলে।

তুমি আদি, তুমি অন্ত, তুমি সারাক্ষণ,
তোমার মহিমা হবে নব রুপায়ন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৮ সকাল ১০:২৯

অনুতপ্ত হৃদয় বলেছেন:
মানুষের মাঝে ভালো খারাপ দুইটাই থাকে ।
আপনি যদি সারাক্ষণ তার দোষ-ত্রুটি, ভালো -মন্দ,
খুজতে থাকেন তাহলে অনেক খুজে পাবেন ।

আর একসময় হারিয়ে ফেলবেন ভালো মন্দের
মাঝে লুকিয়ে থাকা আসল মানুষটিকে ।

কিন্তু যদি মানুষটিকে শুধু মানুষ হিসেবে বিবেচনা করেন,
তাহলে হয়তো সেই মানুষটিই একসময় আপনার কাছে ধরা দিবে প্রকৃত মানুষ হয়ে।

তবে ধর্ম ব্যতিত মানুষ হওয়া সম্ভাব না।

২০ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৩

মীর সাজ্জাদ বলেছেন: ঠিক কথা বলেছেন্ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.