নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের জন্য সৃষ্ট সুখগুলো ধরে রাখতে লেখালেখি চালিয়ে যেতে চাই।

মীর সাজ্জাদ

নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।

মীর সাজ্জাদ › বিস্তারিত পোস্টঃ

ধাঁধাঁ যখন বড়

২১ শে মে, ২০১৮ সকাল ৯:৪৮

ছোট্ট একটি নাম তার, অতীব উত্তম,
যেখানে সেখানে থাকে,
না করে শরম।

হস্তপদ নাই তবু, করে ছুটাছুটি,
সবার উপরে স্থান, নাহি তার জুটি।

মানুষের মাঝে শুধু, করে আনাগোনা,
তাহাকে ধরিতে লাগে, কঠোর সাধনা।

জীবনের যত সাধ, আছে এই ভবে,
মিটাতে পারে না কেহ, তাহার অভাবে।

কারো কাছে বেশি থাকে, কারো কাছে কম,
ইহাকে পাইয়া কেহ, হয় নরাধম।

ইহার গরমে চলে, বাষ্প শকট,
ইহাকে পাইয়া কেহ, দেখায় দাপট।

রাজা-প্রজা, উজির-নাজির, পাইক-পেয়াদা যত,
ইহার পিছু পিছু তারা, থাকে অবিরত।

অমর হইয়া আছে যে তা, যুগ যুগান্তরে,
অধমেরা দিন রাত, তারই পিছে ঘুড়ে।

সংসারেতে এর মত, বড় ধাঁধাঁ নাই,
এ ধাঁধাঁর মাঝে মোরা, পড়েছি সবাই।

বলিতে কি পারো কেহ, এ ধাঁধাঁর মানে,
ধাঁধাঁয় পড়েছে যারা, তারা নাহি জানে।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৮ বিকাল ৫:১৯

মৌরি হক দোলা বলেছেন: বাহ, চমৎকার কবিতা !

ধাঁধা! আসলেই ধাঁধা!

২১ শে মে, ২০১৮ রাত ৮:২৬

মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.