নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের জন্য সৃষ্ট সুখগুলো ধরে রাখতে লেখালেখি চালিয়ে যেতে চাই।

মীর সাজ্জাদ

নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।

মীর সাজ্জাদ › বিস্তারিত পোস্টঃ

অভাব ও একটি নীচু মাথা

২৩ শে মে, ২০১৮ সকাল ১০:৩৮


প্রত্যাশার প্রতিটা মাসের ঐ প্রথম সাপ্তাহে,
যখন নির্ধারিত বেতনের টাকাটা আসে হাতে।

তখন মনের কিছুটা শান্তির পরশ মিলে,
যদিও তাঁতে কষ্টের হয় না অবসান আসলে।

অন্তত কিছু সময় হাতে থাকে টাকা পয়সা,
তাতেই দিন পনেরো চলার হয় ভরসা।

তারপর শোধ দিয়ে বিগত দিন ধার দেনা,
বাকিটায় টুকি টাকি দরকারি কিছু হয় কেনা।

তারপর সব হয় নি:শেষ এবং হাতে পড়ে টান,
শুরু হয় কসরত খরচের ঝামেলা মেটান।

সাথে সাথে টাকা যোগানের চিন্তা ভাবনা,
তাই পরিচিত পরিজন দের পিছু দিতে হয় ধরণা।

ধারের পথ খুঁজতে গিয়ে মাথা হয় নীচু,
কবে যে এই অভাব ছাড়বে আমার পিছু।

ছবি সূত্র: গুগল

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৮ সকাল ১১:৩১

মোস্তফা সোহেল বলেছেন: বেশির ভাগ চাকুরিজীবির কথায় কবিতার মাধ্যমে খুব সুন্দর ভাবে বলে দিলেন।
কি আর বলব,তবুও তো যাচ্ছে কেটে দিন......!

২| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৩০

মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ

৩| ২৩ শে মে, ২০১৮ বিকাল ৪:৫০

মীর সাজ্জাদ বলেছেন: দিনগুলোকে আটকে রাখতে পারলে ভালো হত, কিন্তু তা তো আর সম্ভব নয়, দিনের মত দিন চলে যাবে, আর দিয়ে যাবে একরাশ চিন্তা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.