নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের জন্য সৃষ্ট সুখগুলো ধরে রাখতে লেখালেখি চালিয়ে যেতে চাই।

মীর সাজ্জাদ

নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।

মীর সাজ্জাদ › বিস্তারিত পোস্টঃ

শুন্যতা এবং একটি তুমি।

২৬ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮


শুন্যতা যখন পুর্ণ হয়ে, অন্তরে যায় গেথে,
মনের ভেতর সতেজ পাতা, ঝরা পাতায় ফোটে।

অসহ্য সেই অনুভুতি, সঠিক চিন্তার করে বিলোপ,
সুখেরই নেশাতে অপরাধী হতে, জাগিয়ে তোলে লোভ।

সুখি হওয়া খুবি কঠিন, যদি না থাকে সুস্থ মন,
অন্যকে খুশি করে নিজে সুখি হব, এটাই হওয়া উচিত পণ।

এতটা ভালো কিভাবে হব, আমি যে বর্ণহীন,
তোমারি আশাতে স্বপ্ন সাজাতে, হয়েছে কত ঋণ।

অধোরা সুখ ফাকি দিয়ে, বার বার ফিরে চায়,
মনেতে আমার তোমার ছবি, মৃত্যুতেও যেন মুছে না যায়।

ছবি সূত্র: গুগল

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৮ রাত ১২:২৮

অর্থনীতিবিদ বলেছেন: কবিতার পঙতিগুলো সুন্দর করে মিলিয়েছেন। বর্ণহীন-এর সাথে ঋণ, চায়-এর সাথে যায়। কবিতা প্রসঙ্গে আসি। সুখী হওয়ার জন্য সুস্থ মন অবশ্যই প্রয়োজন। তবে তার সাথে অল্পে তুষ্ট হওয়ার মনোভাবও থাকতে হবে। প্রথম ভালোবাসাটা সাধারণত একদম প্রকৃত হয়। সেই ছবি আসলে আমৃত্যু হৃদয়ে থেকে যায়। তবে মৃত্যুর পরে কি হয় জানিনা। আশা করি সে সময়েও হৃদয়ে থাকবে।

২৭ শে মে, ২০১৮ রাত ১২:৫৯

মীর সাজ্জাদ বলেছেন: ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.