নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের জন্য সৃষ্ট সুখগুলো ধরে রাখতে লেখালেখি চালিয়ে যেতে চাই।

মীর সাজ্জাদ

নতুন কিছু করার আশায় থাকা মানুষগুলোই এক সময় সফল হয়।

মীর সাজ্জাদ › বিস্তারিত পোস্টঃ

অদৃশ্য আবেগ।

০৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০৭

মনের ইচ্ছা যখন অদৃশ্য চাহনীতে, উকি মেরে চলে যায়,
অজানা রহস্যে মনের অনুভূতি যেন, আবেগকে খুঁজে পায়।

ভাষাহীন মুখে থাকে তখন, অসহায়ের আর্তনাদ,
কিছুতেই যেন পারিনা করিতে, নিজেকেই নিজে প্রতিবাদ।

আত্তার গভীরতা সীমাহীন হয়ে, অদৃশ্যে লুকায়,
ইচ্ছেরা মোর হামাগুরি দিয়ে, রোদ্র কিরণে শুকায়।

জানিনা নিজেকে কখন কীভাবে, করে ফেলেছি খন্ডন,
তোমাতে আমাতে থাকবে না বাধা, অটুট থাকবে এ বন্ধন।

মনের আকাবাকা গলির প্রতিটি উপশিরাতে, মিশে আছো তুমি,
অদৃশ্য আবেগের তাড়নে বোঝাতে না পারি, সেটা জানে অন্তর্যামি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.